সাধারনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি ‘চার্জ’ চাপাল SBI, রাত পোহালেই কার্যকর।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ সাধারনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি ‘চার্জ’ চাপাল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া(SBI)। রাত পহালেই অর্থাৎ ১ জুলাই থেকেই কার্যকর হচ্ছে এই অতিরিক্ত চার্জ। দেশের একটি বড় অংশের মানুষ, বিশেষত দরিদ্র মানুষকে ব্যাঙ্কিং পরিষেবার আওতায় আনতেই বিএসবিডি নামক বিশেষ অ্যাকাউন্ট খোলা হয়েছিল। ওই আমানতে পরিষেবা প্রদানের ক্ষেত্রে নয়া নিয়ম চালু করল এসবিআই

আরও পড়ুনঃ দিলীপে আস্থা হারাচ্ছে বিজেপি, ‘অভিজ্ঞ’ শুভেন্দুকে বিরাট দায়িত্ব শীর্ষ নেতৃত্বের।

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া(SBI) সূত্রে খবর, বিভিন্ন পরিষেবার জন্যে গ্রাহকদের ওপর চার্জ বসানো হচ্ছে। বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট (বিএসবিডি) আমানতকারীদের ১৫-৭৫ টাকা চার্জ দিতে হবে পরিষেবা পাওয়ার জন্যে। শুধু তাই নয় এবার থেকে চেকবই পেতে গেলেও দিতে হবে বেশি চার্জ। পাশাপাশি যোগ করা হচ্ছে জিএসটি। যদিও এই নিয়ম সাধারণ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে জারি করা হবে না।

আরও পড়ুনঃ “খবরের শিরোনামে থাকতেই বিতর্ক তৈরি করেন” এবার অধীরের নিশানায় রাজ্যপাল।

যে সব অ্যাকাউন্টে ন্যূনতম টাকা রাখার বাধ্যবাধকতা নেই সেই ক্ষেত্রে এটিএম বা ব্যাঙ্কের শাখা থেকে মাসে ৪ বারের বেশি টাকা তুললে দিতে হবে অতিরিক্ত চার্জ। তবে এটিএম বা ব্যাঙ্কের শাখায় আর্থিক লেনদেন ছাড়া অন্যান্য কাজগুলি বিনা খরচেই করা যাবে।

আরও পড়ুনঃ বৃহস্পতিবার থেকেই রাস্তায় নামছে ৩০০০ বাস, জানিয়ে দিলেন পরিবহনমন্ত্রী।

সাধারনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি বোঝা চাপানোয় সমালোচনার মুখে পড়েছে এসবিআই। কারন বিএসবিডি নামক বিশেষ অ্যাকাউন্ট খোলা হয়েছিল সাধারণ আমানতকারিদের কথা মাথায় রেখেই। আগামীকাল থেকে সেই সব সাধারণ দরিদ্র গ্রাহকদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে অতিরিক্ত বোঝা।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
গলায় মালা পরিয়ে গালে ঠাটিয়ে চড়! কী প্রতিক্রিয়া দলেন কানহাইয়া?

গলায় মালা পরিয়ে গালে ঠাটিয়ে চড়! কী প্রতিক্রিয়া দিলেন কানহাইয়া?

দিল্লি উত্তর-পূর্ব কেন্দ্র থেকে চলতি লোকসভা নির্বাচনে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে কানহাইয়া কুমারকে। আর শনিবার প্রচারে বেরিয়ে 'চড়' খেলেন তিনি। গলায় মালা পরিয়ে ঠাটিয়ে চড় মারা হল এককালের বাম যুব নেতাকে।

রাজ্যে ফের ভোট প্রচারে প্রধানমন্ত্রী, করবেন বেশ কিছু সভা

উল্লেখ্য, চলতি লোকসভা নির্বাচনে সাত দফায় ভোট হচ্ছে বাংলায়। প্রচারের জন্য প্রতি দফাতেই রাজ্যে আসছেন মোদি। একসঙ্গে চার থেকে পাঁচটি করে সভা করছেন। কিছু দিন আগেও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় এক দিনে মোট চারটি সভা করে গিয়েছেন তিনি। রবিবার আবার বাংলায় আসছেন তিনি।
মমতার পাশে ইন্ডিয়া, অধীরকে সতর্ক করল কংগ্রেস হাইকম্যান্ড

মমতার পাশে ইন্ডিয়া, ‘হয় মানো নয় বাইরে যাও’ অধীরকে সতর্ক করল কংগ্রেস হাইকম্যান্ড

যদিও অধীর এসব সতর্ক বার্তাতে একেবারেই ভাবিত নন। তাঁর কথায়, "আমিও কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য। আমিও হাইকমান্ডেরই লোক!"
গৌতম গম্ভীর কি পরবর্তী ভারতীয় কোচ? কথা চালাচ্ছে BCCI

গৌতম গম্ভীর কি পরবর্তী ভারতীয় কোচ? কথা চালাচ্ছে BCCI

তিনি কেকেআর এর মেন্টর হিসেবে কাজ করছেন। আর এই বার কেকেআর প্লেঅফে উঠে গিয়েছে। এর আগে কোচিং করিয়েছেন লখনউ সুপার জায়ান্টসেও। তাদেরকেও দুবার প্লে অফে তুলেছেন গম্ভীর। কোনও আন্তর্জাতিক বা ঘরোয়া দলে কোচিংয়ের অভিজ্ঞতা না থাকলেও, তাঁকেই কোচের দৌড়ে শীর্ষে রাখছে বিসিসিআই।
ক্যান্সার আক্রান্ত বাম কর্মীকে মারধর, পাটুলি থানা ঘেরাওয়ের ডাক দিলেন সৃজন

ক্যান্সার আক্রান্ত বাম কর্মীকে মারধর, পাটুলি থানা ঘেরাওয়ের ডাক দিলেন সৃজন

শুক্রবার সিপিআইএম-এর একটি পথসভা চলছিল। তখনই সেই ব্যক্তিকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় সরব হয়েছেন যাদবপুরের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য।

Lifestyle and More...