নজরবন্দি ব্যুরো: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে ভারতীয় শিবিরে রয়েছেন মাত্র ১৩ জন ক্রিকেটার। জাতীয় নির্বাচকেরা আগেই বিশ্রাম দিয়েছিলেন পাঁচ ক্রিকেটারকে। আরও দুই ক্রিকেটার ছুটি চেয়ে নিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে। তার উপর দলের কয়েক জনের হালকা জ্বর রয়েছে। তাই বুধবারের ম্যাচের আগে কিছুটা চিন্তায় ভারতীয় শিবির।
আরও পড়ুন: এ বছরও বিদ্যাসাগরের জন্মদিনেই শিক্ষক দিবস পালন করল বাংলা পক্ষ
বুধবার অজিদের বিরুদ্ধে শেষ ওয়ানডেতে নামছে ভারত। এর পরই টিম চলে যাবে বিশ্বকাপ মুডে। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচে খেলার সুযোগে পাবে টিম ইন্ডিয়া। তাই বুধবারই শেষ সুযোগ পরীক্ষানিরীক্ষার। অথচ সেই ম্যাচে ভারত অধিনায়ক পাচ্ছেন পাত্র ১৩ জন ক্রিকেটার। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে রোহিত জানান,
“আমাদের বেশ কয়েকজন ক্রিকেটার হয় অসুস্থ, নাহয় এই ম্যাচে খেলার মতো জায়গায় নেই। কয়েকজন ফুটবলার আছে যারা ব্যক্তিগত সমস্যায় বাড়ি ফিরে গিয়েছে। আবার আমরা কয়েকজনকে বিশ্রামও দিয়েছি। তাই এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে মাত্র ১৩ জন ক্রিকেটার।”

আগেই বিশ্রাম দেওয়া হয়েছে রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, শার্দূল ঠাকুর, প্রসিদ্ধ কৃষ্ণ এবং তিলক বর্মাকে। ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন হার্দিক পাণ্ড্য এবং মহম্মদ শামি। এশিয়া কাপে চোট পাওয়া অক্ষর পটেল এখনও ফিট নন। এই আট ক্রিকেটারের মধ্যে রুতুরাজ, প্রসিদ্ধ এবং তিলক বিশ্বকাপের দলে নেই।
তৃতীয় এক দিনের ম্যাচের আগে খারাপ খবর দিলেন রোহিত! যা শুনে মন খারাপ হবে ভারতীয়দের
ফলে বুধবারের ম্যাচে বিশ্বকাপের দলে থাকা পাঁচ জন ক্রিকেটারকে পাচ্ছেন না রোহিতেরা।বিশ্বকাপ শুরু হতে আর ১০দিনও বাকি নেই। অথচ ভারত অধিনায়ক বলছেন, দলে অনেকেই অসুস্থ! এই খবর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের চিন্তায় তো রাখবেই।