Bangla Pokkho: এ বছরও বিদ‍্যাসাগরের জন্মদিনেই শিক্ষক দিবস পালন করল বাংলা পক্ষ

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ বিগত কয়েক বছরের মতোই এ বছরও বিদ‍্যাসাগরের জন্মদিনেই ‘শিক্ষক দিবস’ পালন করল বাংলা পক্ষ। ২০১৮ সাল থেকেই এই দিনটিকে শিক্ষক দিবস রূপে পালন করে আসছে বাংলা পক্ষ। ৫ই সেপ্টেম্বরকে যে বাংলা পক্ষ শিক্ষক দিবস হিসাবে মানে না এ কথা আগেই স্পষ্ট করে দেওয়াআ হয়েছিল। আজ ২৪ টি সাংগঠনিক জেলার একজন করে বিশিষ্ট শিক্ষককে ‘বিদ‍্যাসাগর জাতীয় শিক্ষক সম্মান ১৪৩০’-এ ভূষিত করা হয় সংগঠনের তরফে।

আরও পড়ুনঃ সন্তান অসুস্থ জেনেও বদলিতে ‘না’, DI-কে দ্রুত বদলির নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

বাংলা পক্ষর মতে, রাধাকৃষ্ণণ গবেষণাপত্র নকলের অভিযোগে অভিযুক্ত। তাই এই বিতর্কিত ব‍্যক্তির জন্মদিনে নয়, শিক্ষক দিবস পালন হোক বাঙালি জাতির মহান শিক্ষক বিদ‍্যাসাগর মহাশয়ের জন্মদিনেই। বাঙালি জাতিকে তিনি আক্ষরিক অর্থেই বর্ণ পরিচয়ের মাধ‍্যমে শিক্ষা দান করেছিলেন, আধুনিক শিক্ষাবিস্তারে তাঁর ভূমিকা অনস্বীকার্য। তাঁর জন্মদিনের মত উপযুক্ত দিন শিক্ষক দিবসের জন‍্য আর নেই।

এ বছরও বিদ‍্যাসাগরের জন্মদিনেই শিক্ষক দিবস পালন করল বাংলা পক্ষ
এ বছরও বিদ‍্যাসাগরের জন্মদিনেই শিক্ষক দিবস পালন করল বাংলা পক্ষ

বাংলা পক্ষর এই দাবিকে অতীতে সমর্থন করেছেন সমাজের বহু বিশিষ্ট ব‍্যক্তি। বিশিষ্ট বাঙালিদের সাক্ষর সহ একটি চিঠি মাননীয় মুখ‍্যমন্ত্রীর কাছেও পৌঁছে দিয়েছে বাংলা পক্ষ। চিঠিতে আবেদন করা হয়েছে যাতে এইদিনটিকে বাংলার জাতীয় শিক্ষক দিবস ঘোষণা করা হয় ও সংসদে বাংলার প্রতিনিধিরা এই দিনটিকে রাষ্ট্রীয় শিক্ষক দিবস করার দাবি উত্থাপন করেন।

এ বছরও বিদ‍্যাসাগরের জন্মদিনেই শিক্ষক দিবস পালন করল বাংলা পক্ষ
এ বছরও বিদ‍্যাসাগরের জন্মদিনেই শিক্ষক দিবস পালন করল বাংলা পক্ষ

বিগত বছর গুলোর মত আজ ২৪ টি সাংগঠনিক জেলার একজন করে বিশিষ্ট শিক্ষককে “বিদ‍্যাসাগর জাতীয় শিক্ষক সম্মান ১৪৩০”-এ ভূষিত করা হয়। প্রাতিষ্ঠানিক, প্রথাগত শিক্ষার বাইরে বিশেষ ভূমিকা রাখতে পেরেছেন এমন ব‍্যক্তিদেরই নির্বাচন করা হয়েছে। চাবাগানের হতদরিদ্র শ্রমিক পরিবার থেকে পুরুলিয়ার প্রত‍্যন্ত অঞ্চলে শিক্ষাবিস্তারে কাজ, দরিদ্র ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় ব‍্যক্তিগত স্কলারশিপ, পুলিশ, সেনার চাকরির উপযুক্ত করে বাঙালি যুবসমাজকে প্রশিক্ষণ দেওয়ার মত ব‍্যতিক্রমী কাজ করে যাওয়া শিক্ষকরা রয়েছেন এবারের তালিকায়।

এ বছরও বিদ‍্যাসাগরের জন্মদিনেই শিক্ষক দিবস পালন করল বাংলা পক্ষ
এ বছরও বিদ‍্যাসাগরের জন্মদিনেই শিক্ষক দিবস পালন করল বাংলা পক্ষ

এই তালিকায় রয়েছেন আছেন সাসপেণ্ড হওয়া বিশ্বভারতীর অধ‍্যাপক সুদীপ্ত ভট্টাচার্য। তালিকায় আছেন বিশিষ্ট ক্রীড়া প্রশিক্ষক কুন্তল রায়, আছেন নাট‍্য অভিনেতা, প্রশিক্ষক পরাণ বন্দ‍্যোপাধ‍্যায়। প্রথাগত শিক্ষার বাইরেও ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক শিক্ষার গুরুত্বের কথাও স্মরণ করিয়েছে এই তালিকার নির্বাচন। রাজ‍্য জুড়ে সারাদিনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ‍্যমে এই সম্মাননা অনুষ্ঠান পরিচালিত করেছে বাংলা পক্ষ।

বীরসিংহে বিদ‍্যাসাগর মহাশয়ের জন্মভিটায় বাংলা পক্ষ এদিন সকালে শ্রদ্ধা নিবেদন করে। উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক গর্গ চট্টোপাধ‍্যায়। তিনি বলেন, “বীরসিংহের পুণ‍্যভূমিতে দাঁড়িয়ে বাংলার সরকারের কাছে আরও একবার দাবি করছি আজকের দিনটিকে বাংলার জাতীয় শিক্ষক দিবস ঘোষণা করা হোক। বাংলা ভাষার উন্নতিসাধন ও আধুনিক শিক্ষা বিস্তারে বিদ‍্যাসাগরের যা ভূমিকা, তারপরও অন‍্য কোন ব‍্যক্তির জন্মদিনে শিক্ষক দিবস বাঞ্ছনীয় নয়। বাংলার সকল সাংসদ, বিশেষত ঘাটালের সংসদের কাছে অনুরোধ বিদ‍্যাসাগরের জন্মদিনকে রাষ্ট্রীয় শিক্ষক দিবস করার দাবিতে সংসদে সোচ্চার হন। বাংলা পক্ষ বিগত ছ’বছর এই দাবিতে লড়ছে, আমরা দৃঢ় ভাবে বিশ্বাস করি আগামীদিনে এই ২৬ শে সেপ্টেম্বরই হবে শিক্ষক দিবস।”

এ বছরও বিদ‍্যাসাগরের জন্মদিনেই শিক্ষক দিবস পালন করল বাংলা পক্ষ
এ বছরও বিদ‍্যাসাগরের জন্মদিনেই শিক্ষক দিবস পালন করল বাংলা পক্ষ

এ বছরও বিদ‍্যাসাগরের জন্মদিনেই শিক্ষক দিবস পালন করল বাংলা পক্ষ

পশ্চিম বর্ধমান জেলার শিক্ষক দিবসের অনুষ্ঠানে অংশ গ্রহণ করে সংগঠনের সাংগঠনিক সম্পাদককৌশিক মাইতি বলেন, “বিদ্যাসাগর বাঙালি জাতির শিক্ষক। তাঁর জন্মদিনে শিক্ষক দিবস পালন করতে পেরে আমরা গর্বিত। আজ বাংলা পক্ষর নেতৃত্বে বাঙালি বাংলা জুড়ে মহাসমারোহে শিক্ষক দিবস পালন করলো। অনেক স্কুলেও শিক্ষক দিবস পালিত হল আজ। আমরা আপ্লুত। আগামীতে প্রতিটা স্কুলে ২৬ শে সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হবে।”

এ বছরও বিদ‍্যাসাগরের জন্মদিনেই শিক্ষক দিবস পালন করল বাংলা পক্ষ
এ বছরও বিদ‍্যাসাগরের জন্মদিনেই শিক্ষক দিবস পালন করল বাংলা পক্ষ

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
যোগ্য-অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব, মোদির আশ্বাসের পরেই উল্টোসুর SSC চেয়ারম্যানের

যোগ্য-অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব, মোদির আশ্বাসের পরেই উল্টোসুর SSC চেয়ারম্যানের

আজ আবার চাকরিহারারা করুণাময়ীতে অবস্থান বিক্ষোভে নামেন। তাঁদের বক্তব্য, তাঁরা যোগ্য। তাই চাকরি ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ, এই নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে ফের একবার উত্তাল রাজ্য-রাজনীতি।
সবকিছু আপনার ইচ্ছামতো হবে না, আইপিএল এ অধিনায়কত্ব নিয়ে অবশেষে মুখ খুললেন রোহিত

সবকিছু আপনার ইচ্ছামতো হবে না, আইপিএল এ অধিনায়কত্ব নিয়ে অবশেষে মুখ খুললেন রোহিত

একাধিক অধিনায়কের নেতৃত্বে খেলেছি। ফলে ব্য়াপারটা আমার কাছে আলাদা বা নতুন কিছু নয়। আমার জন্য় যা তোলা আছে, সেভাবেই আমাকে চলতে হবে। তারপর প্লেয়ার হিসেবে আমার থেকে কী চাওয়া হচ্ছে, সেটাই পূরণ করার চেষ্টা করেছি বিগত এক মাস বা তার বেশি সময়ে ধরে।'

বিরোধীদের চেয়ে বেশি ক্ষতিকর কুণাল ঘোষ! যেন বহুদিনের ক্ষোভ উগড়ে দিলেন পার্থ

শুধু দলের রাজ্য সম্পাদক পদ থেকেই নয়, তারকা প্রচারকের তালিকা থেকেও কুণাল ঘোষকে সরিয়ে দিয়েছে তৃণমূল। অভিযোগ, বারংবার দলবিরোধী মন্তব্য করছেন তিনি। যদিও কুণালের সাফ কথা, তিনি দলের সৈনিক কিন্তু সত্য কথা বলতে তিনি পিছপা হবেন না।
টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বর থেকে ছিটকে গেল ভারত, প্রথম হল কে?

টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বর থেকে ছিটকে গেল ভারত, প্রথম হল কে?

অপর দিকে ভারতীয়দের মধ্যে টেস্টে অলরাউন্ডারের তালিকায় এক নম্বরে রয়েছেন রবীন্দ্র জাদেজা। বোলার হিসেবে প্রথম স্থানে আছেন রবিচন্দ্রন অশ্বিন। টি-টোয়েন্টি ব্যাটিংয়ে শীর্ষস্থানে রয়েছেন সূর্যকুমার যাদব।
ভোট প্রচারে গিয়ে দেবের চপারে আগুন! অল্পের জন্য রক্ষা পেলেন তৃণমূলের নায়ক প্রার্থী

ভোট প্রচারে গিয়ে দেবের চপারে আগুন! অল্পের জন্য রক্ষা পেলেন তৃণমূলের নায়ক প্রার্থী

তার ভাষণে মাঝে মাঝে দলের অন্দরে বিতর্ক তৈরি হলেও সেগুলো খুব একটা মাথা ছাড়া দিয়ে উঠছে না। কারণ দেব যেখানেই প্রচারে যাচ্ছেন সেখানেই জমায়েত হচ্ছেন বহু সংখ্যক মানুষ। আর এতেই প্রচারে যথেষ্ট লাভ হচ্ছে তৃণমূলের।

Lifestyle and More...