মাদক মামলায় জামিন রিয়ার ভাই সৌভিকের

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ মাদক মামলায় জামিন রিয়ার ভাই সৌভিকের ।মাদক মামলায় জামিন পেলেন রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তী । বুধবার তাঁর জামিন মঞ্জুর করল স্পেশাল NDPS আদালত । সুশান্তের মৃত্যুর পরই মাদকযোগে তদন্ত শুরু করে নাকোটিক্স কন্ট্রোল ব্যুরো । তাঁরই জেরে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করা হয় ।

আরও পড়ুনঃএকরাতেই মতবদল! অমিত শাহের ফোনেই ভোলবদল শুভেন্দুর?

আর তারপরেই তদন্ত মারফর রিয়ার ভাইকেও গ্রেফতার করে নাকোটিক্স কন্ট্রোল ব্যুরো । ফলে সেপ্টেম্বরেই রিয়া জামিন পেলেও ,তার তিনমাস পরে জামিন পেল তাঁর ভাই সৌভিক । উল্লেখ্য গত ১৪ জুন মুম্বাই-এর বান্দ্রার ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ । সবার প্রথমে এই ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাই থানার পুলিশ । পরে সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআই-এর হাতে ।

আর তারপরই মাদকযোগ খঁতিয়ে দেখতে তৎপর হয় NCB । ফলে NCB¬-র তরফে একাধিকবার রিয়াও তাঁর ভাই সৌভিককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় । রিয়ার ফ্ল্যাটে অভিযান চালানও হয়। আর তারপরেই রিয়া এবং তাঁর ভাইকে গ্রেফতার করা হয় । এরপরই বম্বে হাই কোর্টে জামিনের আবেদন করে সৌভিকের আইনজীবি । কিন্তু তা না মঞ্জুর হয়ে যায় । আবার নতুন করে ৭ নভেম্বর জামিনের আবেদন করা হয় । আর সেই আবেদন বুধবার মঞ্জুর হয় ।

মাদক মামলায় জামিন রিয়ার ভাই সৌভিকের ।উল্লেখ্য, সুশান্ত মৃত্যু মামলায় মাদক যোগে নাম ছিল অনেকেরই। এমনকি বলিউড তারকারাও বাদ যায়নি এর থেকে । এতে বলি তারকা দীপিকা পাডুকন থেকে শুরু করে সুশান্ত ঘনিষ্ঠ অনেকেরই নাম ছিল।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
নিজের কেন্দ্রে বিরোধীদের মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ! অমিত শাহের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

নিজের কেন্দ্রে বিরোধীদের মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ! অমিত শাহের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

গান্ধীনগর কেন্দ্রের বিরোধীদের দাবি, তাঁদের মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছেন অমিত শাহ। যদিও বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। 
বিরাটের স্ট্রাইক রেট নিয়ে এবার মুখ খুললেন গাভাস্কার, কটাক্ষ করলেন কোহলিকে

বিরাটের স্ট্রাইক রেট নিয়ে এবার মুখ খুললেন গাভাস্কার, কটাক্ষ করলেন কোহলিকে

তিনি বলেন, “ধারাভাষ্যকররা তখনই প্রশ্ন তুলেছিল, যখন তোমার স্ট্রাইক রেট ছিল ১১৮। তবে এটা অবশ্যই ঠিক যে তুমি ওপেন করতে আসছ, তোমার স্ট্রাইক রেট থাকছে ১১৮, ওই একই স্ট্রাইক রেট নিয়ে ১৪ বা ১৫তম ওভারে আউট হয়ে যাচ্ছ। সেটার জন্যও যদি প্রশংসা দাবি কর, তা হলে আলাদা ব্যাপার”।
সার্জিকাল স্ট্রাইক অভিষেকের, সন্দেশখালির নেতাদের দলে ফেরানোর সিদ্ধান্ত নেবে তৃণমূলের কোর কমিটি

সার্জিকাল স্ট্রাইক অভিষেকের, সন্দেশখালির নেতাদের দলে ফেরানোর সিদ্ধান্ত নেবে তৃণমূলের কোর কমিটি

সন্দেশখালির তিনজন তৃণমূল নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত আগেই নিয়েছে তৃণমূল। তাঁদের কি এবার দলে ফেরানো হবে? শনিবার কলকাতায় সাংবাদিক বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এ বিষয়ে ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত নেবে। ওঁদের বিরুদ্ধে পদক্ষেপ করার আগে আরেকটু যাচাই করে নিলে ভালো হতো।“
আপনি থাকছেন স্যার, কোচ থাকার ইঙ্গিত হাবাসের

আপনি থাকছেন স্যার, কোচ থাকার ইঙ্গিত হাবাসের

“আগামী মরশুমের জন্য কি পরিকল্পনা যদি জানতে চান তাহলে বলতে পারি আমি ক্লাবের সঙ্গে কথা বলছি আরও একবছর চুক্তি নবীকরণের বিষয়ে। গতকাল আমি বলেছিলাম ভারতে আমার ফুটবল কেরিয়ার শেষের দিকে। তবে এটা বলিনি এই ফাইনালের পরেই কোচিং ছেড়ে দেব।”
রাহুল গান্ধী ব্রিটিশ! দাবি জানিয়ে মনোনয়ন বাতিলের নালিশ কমিশনে

রাহুল গান্ধী ব্রিটিশ! দাবি জানিয়ে মনোনয়ন বাতিলের নালিশ কমিশনে

সুপ্রিম কোর্ট তাঁর সাজায় স্থগিতাদেশ দিয়েছে, কিন্তু আফজল আনসারির মতো নির্বাচনে লড়াইয়ের অনুমতি দেয়নি। রাহুল গান্ধীর উচিত নির্বাচন থেকে সরে দাঁড়ানো।”

Lifestyle and More...