এখনও মাস্কে অনীহা দেশের ৫০ শতাংশ মানুষের, স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে ভয়ঙ্কর তথ্য।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ এখনও মাস্কে অনীহা দেশের ৫০ শতাংশ মানুষের, স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে ভয়ঙ্কর তথ্য।করোনার মারণ কামড়ে কাবু গোটা দেশ। সংক্রমণ কিছুটা কমে এলেও লড়াই যে এখনও চলবে তা মানছেন সকলেই। এমন অবস্থায় সংক্রমণ রুখতে প্রধান অস্ত্র যথাযথ মাস্ক পরা ও সামাজিক দূরত্ববিধি পালন। দেশে দ্বিতীয় ঢেউ আসার জন্য চিকিৎসামহল দেশের মানুষের এই দুটি জিনিষের প্রতি অনীহাকেই দায়ী করেছেন।

আরও পড়ুনঃ বিপাকে মহাগুরু, ফিল্মি সংলাপে উস্কানির অভিযোগ নিয়ে রিপোর্ট তলব আদালতের।

এদিকে বিশ্বের সবথেকে ভয়ঙ্কর করোনা ঢেউ আছড়ে পড়েছে ভারতে। চরম সংকটজনক এই পরিস্থিতিতেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট ভয় ধরাচ্ছে দেশের চিকিৎসামহলকে। সাধারণ মানুষের মাস্ক পরার সচেতনতা নিয়ে দেশের ২০ টি কেন্দ্রে করা এই সমীক্ষায় দেখা যাচ্ছে দেশের ৫০ শতাংশ মানুষ এই চরম সংকটজনক পরিস্থিতিতেও মাস্ক পরেন না। বাকি ৫০ শতাংশের মধ্যেও রয়েছে আমূল বৈচিত্র্য। মাস্ক পরা ৫০ শতাংশের ৬৪ শতাংশ মানুষ যথাযথভাবে মাস্ক পরেন না। তাদের ক্ষেত্রে নাক খোলা থাকে যা করোনার প্রধান প্রবেশদ্বার। এছাড়াও ২০ শতাংশের মাস্ক থাকে থুতনির নীচে। যা না পরারই সমান। পরিসংখ্যান বলছে মাত্র ১৪ শতাংশ মানুষ যথাযথভাবে মাস্ক পরিধান করেন।

যথাযথ ভাবে নাক, মুখ, থুতনি ঢেকে বাড়ির বাইরে বের হন তাঁরা। চরম পরিস্থিতিতেও দেশের মানুষের এই দায়িত্বজ্ঞানহীনতা ভাবাচ্ছে দেশের স্বাস্থ্য মন্ত্রককে। এই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল জানান, দেশের আটটি রাজ্যে ১ লক্ষের বেশি অ্যাকটিভ কেস রয়েছে। ৯টি রাজ্যে ৫০ হাজার থেকে ১ লক্ষ অ্যাকটিভ কেস রয়েছে। ১৯টি রাজ্যে ৫০ হাজারের কম অ্যাকটিভ কেস রয়েছে। ফেব্রুয়ারির পর থেকেই এ দেশের করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। গত কয়েক সপ্তাহে পরীক্ষাও বেড়েছে। পজিটিভ রোগীর সংখ্যাও তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে।

এখনও মাস্কে অনীহা দেশের ৫০ শতাংশ মানুষের, স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে ভয়ঙ্কর তথ্য। এরইমধ্যে স্বাস্থ্যমন্ত্রকের এক সমীক্ষায় দেখা গিয়েছে, এ দেশে ৫০ শতাংশ মানুষ এখনও মাস্ক পরেন না। এই নিয়ে আশঙ্কা প্রকাশ করে চিকিৎসামহল জানাচ্ছে দেশের মানুষ দ্রুত এই ব্যাপারে সতর্ক না হলে আগামীদিনে করোনার তৃতীয় ঢেউয়ে আরও ভয়ঙ্কর চিত্রের সাক্ষী হবে গোটা দেশ।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
ছাপ্পা-অশান্তি-রক্তারক্তিতে শেষ চতুর্থ দফা, কত শতাংশ ভোট পড়ল বাংলায়?

ছাপ্পা-অশান্তি-রক্তারক্তিতে শেষ চতুর্থ দফা, কত শতাংশ ভোট পড়ল বাংলায়?

উত্তরবঙ্গ থেকে ভোট যত দক্ষিণের দিকে আসছে, ততই যেন চেনা ছবি দেখা যাচ্ছে বাংলায়। চতুর্থ দফায় ছাপ্পা থেকে শুরু করে অশান্তি, রক্তারক্তিকাণ্ড কিছুই বাকি গেল না। বিশেষ করে বর্ধমান-দূর্গাপুর কেন্দ্রের তুল্ল্যা বাজার কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করল।
অভিযুক্ত অযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের তথ্য সংগ্রহের কাজ শুরু করল সিবিআই

অভিযুক্ত অযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের তথ্য সংগ্রহের কাজ শুরু করল সিবিআই

এসএসসি পরীক্ষা থেকে চাকরি পাওয়া পর্যন্ত ২০১৬ সালে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি সংগ্রহের কাজ করেছে সিবিআই। প্রার্থীর পরীক্ষার রেজাল্ট, ইন্টারভিউ, শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শংসাপত্র, চাকরির নিয়োগপত্র, বেতনের নথি সহ যাবতীয় তথ্য যাচাই করে দেখছেন তদন্তকারীরা।
প্লে অফ নিশ্চিত, গুজরাটের বিরুদ্ধে কেমন হতে পারে নাইটদের প্রথম একাদশ

প্লে অফ নিশ্চিত, গুজরাটের বিরুদ্ধে কেমন হতে পারে নাইটদের প্রথম একাদশ

কারণ রাজস্থান রয়‌্যালস, তারা দুনম্বরেই রয়ে গিয়েছে। কেকেআর যদি শেষ দুটো ম‌্যাচ জিততে পারে গ্রুপ শীর্ষে থেকেই শেষ করবেন শ্রেয়সরা।
অবশেষে গলল বরফ? তৃণমূলের তারকা প্রচারক হিসাবে প্রত্যাবর্তন ঘটালেন কুণাল!

অবশেষে গলল বরফ? তৃণমূলের তারকা প্রচারক হিসাবে প্রত্যাবর্তন ঘটালেন কুণাল!

কুণাল ঘোষ। দলের রাজ্য সম্পাদক পদের পাশাপাশি লোকসভা নির্বাচনের তারকা প্রচারক হিসাবেও তাঁকে বাদ দিয়েছিল তৃণমূল কংগ্রেস। তিনি নিজেও বলেন, আমি সিস্টেমে মিসফিট। কিন্তু, তৃণমূলের একনিষ্ঠ সৈনিক হিসাবেই তিনি থাকবেন তাও জানান।
'৪ জুনের আগে শেয়ার কিনে রাখুন', কেন এমন বললেন অমিত শা

‘৪ জুনের আগে শেয়ার কিনে রাখুন’, কেন এমন বললেন অমিত শা

ওইদিন ব্যাপক ভোটে জয়ী হবেন বলে আত্মবিশ্বাসী শাহ। সাক্ষাৎকারে তিনি বলেন, “শেয়ার বাজার আবারও উর্ধ্বমুখী হবে। কারণ স্থায়ী সরকার থাকলে স্টক মার্কেটে যথেষ্ট লাভ হয়”।

Lifestyle and More...