দলীপ ট্রফি খেলতে আগ্রহীই নন ঈশান, ঋদ্ধিমান! কিন্তু কেন?

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ সদ্য সমাপ্ত হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় টেস্ট দলের অংশ ছিলেন ঈশান কিষাণ। তিনি না কেএস ভারত, কিপার হিসাবে কে একাদশে সুযোগ পাবেন, সেই নিয়ে জোর জল্পনা ছিল। শেষমেশ অবশ্য ভারতই সুযোগ পান। চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হতে এখনও খানিকটা সময় বাকি রয়েছে। তার আগেই আয়োজিত হবে দলীপ ট্রফি।

আরও পড়ুনঃ ডিভিশন বেঞ্চে ধাক্কা খেল রাজ্য, পুর নিয়োগ দুর্নীতিতে বহাল সিবিআই তদন্তের নির্দেশ

সেই টুর্নামেন্ট খেলতে নাকি আগ্রহীই নন ঈশান। অন্যদিকে, দলীপ ট্রফি খেলতে রাজি হননি ঋদ্ধিমান সাহাও। দুই তারকা ক্রিকেটারকে বাদ দিয়েই ঘোষণা হয়েছে পূর্বাঞ্চলের দল। ঘোষিত দলের আটজন ক্রিকেটার রয়েছেন বাংলা থেকে। অধিনায়ক করা হয়েছে অভিমন্যু ঈশ্বরণকে। পরের মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে ভার‍ত।

দলীপ ট্রফি খেলতে আগ্রহীই নন ঈশান, ঋদ্ধিমান! কিন্তু কেন?

সেখানেই ঈশানের অভিষেক হতে পারে বলে শোনা গিয়েছিল। এহেন পরিস্থিতিতে দলীপ ট্রফি থেকে সরে দাঁড়ালেন তিনি। ঈশান কিষাণ খেলতে আগ্রহী না হওয়ায় ভারতীয় কিপার তথা ত্রিপুরা দলের বর্তমান সদস্য ঋদ্ধিমান সাহাকেও দলীপ ট্রফিতে অংশগ্রহণ করার জন্য যোগাযোগ করা হয়। ত্রিপুরার নির্বাচক জয়ন্ত দে ঋদ্ধিমানকে দলে দেখতে আগ্রহী ছিলেন।

দলীপ ট্রফি খেলতে আগ্রহীই নন ঈশান, ঋদ্ধিমান! কিন্তু কেন?

তবে তিনিও খেলার আগ্রহ প্রকাশ করেননি। ভারতীয় দলের দরজা যে ঋদ্ধির জন্য বন্ধ হয়ে গিয়েছে, তা আগেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। সেই জন্যেই ঋদ্ধি আর দলীপ ট্রফিতেও খেলতে আগ্রহী নন। জয়ন্ত দে বলেন, ‘ঋদ্ধিমানের ক্ষেত্রে বিষয়টা অন্য।

দলীপ ট্রফি খেলতে আগ্রহীই নন ঈশান, ঋদ্ধিমান! কিন্তু কেন?

দলীপ ট্রফি খেলতে আগ্রহীই নন ঈশান, ঋদ্ধিমান! কিন্তু কেন?

ও নিজে জানায় যে দলীপ ট্রফিতে সেইসব ক্রিকেটাররাই খেলেন, যারা ভারতীয় দলে সুযোগ পেতে পারেন। আমি যদি আর ভারতীয় দলের হয়ে কোনদিন খেলার সুযোগই নাই পাই, তাহলে শুধু শুধু নিজে খেলে একজন তরুণ ক্রিকেটারের জায়গা আটকে রাখার মানে হয় না। সেই কারণেই আমরা অভিষেক পোড়েলকে সুযোগ দিই। ও বাকি দুইজনের পর কিপারের তালিকায় তৃতীয় স্থানে ছিল।’

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
হারিয়ে বদলা নেব, জেল থেকে বেরিয়েই চ্যালেঞ্জ সন্দেশখালির মাম্পির

হারিয়ে বদলা নেব, জেল থেকে বেরিয়েই চ্যালেঞ্জ সন্দেশখালির মাম্পির

সাদা কাগজে মহিলাদের দিয়ে সই করিয়ে ধর্ষণ-শ্লীলতাহানির মতো গুরুতর যৌন হেনস্থার অভিযোগ দায়ের করার নেপথ্যে সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি ওরফে পিয়ালি দাসের ভূমিকা ছিল, এই অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।
বিয়ে করছেন বনি-কৌশানী! প্রস্তুতি চলছে পুরোদমে

বিয়ে করছেন বনি-কৌশানী! প্রস্তুতি চলছে পুরোদমে

উল্লেখ্য, এর আগে টলিপাড়া থেকে একমাত্র নুসরত জাহানই তুরস্কে গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং করেছিলেন। আর ফিরে তারকাবন্ধুদের জন্য একটা রিসেপশনের আয়োজন করেছিলেন। যদিও নিখিল জৈনের সঙ্গে সেই বিয়ে টেকেনি!
ভুল করলে দু'টো থাপ্পড় মারবেন, আরামবাগকে 'অধিকার' দিলেন মমতা

ভুল করলে দু’টো থাপ্পড় মারবেন, আরামবাগকে ‘অধিকার’ দিলেন মমতা

ইতিমধ্যেই বাংলায় চতুর্থ দফায় নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী ২০ তারিখ আরামবাগে ভোটগ্রহণ। শেষলগ্নে সেই কেন্দ্রের গোঘাটে জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিনের সভা থেকে তৃণমূল সুপ্রিমো সাফ বললেন, আমরা যদি ভুল করে থাকি তাহলে দু'টো থাপ্পড় মারুন, আপনাদের সেই অধিকার আছে।
গলায় মালা পরিয়ে গালে ঠাটিয়ে চড়! কী প্রতিক্রিয়া দলেন কানহাইয়া?

গলায় মালা পরিয়ে গালে ঠাটিয়ে চড়! কী প্রতিক্রিয়া দিলেন কানহাইয়া?

দিল্লি উত্তর-পূর্ব কেন্দ্র থেকে চলতি লোকসভা নির্বাচনে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে কানহাইয়া কুমারকে। আর শনিবার প্রচারে বেরিয়ে 'চড়' খেলেন তিনি। গলায় মালা পরিয়ে ঠাটিয়ে চড় মারা হল এককালের বাম যুব নেতাকে।

রাজ্যে ফের ভোট প্রচারে প্রধানমন্ত্রী, করবেন বেশ কিছু সভা

উল্লেখ্য, চলতি লোকসভা নির্বাচনে সাত দফায় ভোট হচ্ছে বাংলায়। প্রচারের জন্য প্রতি দফাতেই রাজ্যে আসছেন মোদি। একসঙ্গে চার থেকে পাঁচটি করে সভা করছেন। কিছু দিন আগেও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় এক দিনে মোট চারটি সভা করে গিয়েছেন তিনি। রবিবার আবার বাংলায় আসছেন তিনি।

Lifestyle and More...