নজরবন্দি ব্যুরোঃ সামান্থা নামটাই যথেষ্ট যেকোনো পুরুষ কে দুর্বল করতে। লাখো ছেলের ক্রাশ সামান্থার ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে আইটেম গানে নেচে ওঠেনি এমন মানুষের সংখ্যা খুব কমই রয়েছে। তাঁর এই মিনিট তিনেকের আইটেম গানে কোটি কোটি ভিউ হয়েছিলো। এবার তিনি তাঁর সেই ধারালো চিবুকের মত শরীরের রহস্য ফাস করলেন।
আরও পড়ুনঃ মোদির সঙ্গে সাংসদদের বৈঠকের আগেই দিল্লিতে শুভেন্দু, বৈঠক করবেন শাহ-নাড্ডাদের সঙ্গে
সামান্থার একজন ভারতীয় অভিনেত্রী,মডেল, প্রধানত তেলুগু ও তামিল চলচ্চিত্র শিল্পে কাজ করে এই জনপ্রিয় অভিনেত্রী।তাঁর ঝুলিতে চারটি ফিল্মফেয়ার পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার রয়েছে। ‘পুষ্পা’র এই আইটেম গানের জন্য পাঁচ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন সামান্থা। যেখানে তাঁর অভিনয়, নাচ তো বটেই তাছাড়াও তাঁর এত সুন্দর ধারালো শরীর দেখেও মুগ্ধ হয়েছিলো লক্ষ লক্ষ দর্শক।

এবার সেই শরীরের রহস্যই প্রকাশে আনলেন অভিনেত্রী। সম্প্রতি তিনি তাঁর সামাজিক মাধ্যমে তাঁর একটি ছবি শেয়ার করেন, যেখান তিনি জিম করছেন। যা মুহূর্তেও মধ্যেই ভাইরাল হয়ে যায়। শুধু সম্প্রতি নয় প্রায়শই অভিনেত্রী তাঁর শরীর চর্চার বিভিন্ন ছবি শেয়ার করেছেন।
লক্ষ পুরুষকে ঘায়েল করা সামান্থার ছিপছিপে ধারালো টোনড বডির রহস্য কী! জেনে নিন
এই সব ছবিতে কখনও তাঁকে জিমে প্ল্য়াঙ্ক করতে দেখা যায়, কখনও পুল আপস, বা কখনও স্টেবিলিটি বল-এর এক্সারসাইজ করতে দেখা যায়। তাঁর শরীর ধরে রাখতে যথেষ্ট পরিশ্রম করেন অভিনেত্রী। শুধু টাই নয় খাবারের বিষয়েও যথেষ্ট সচেতনন সামান্থা।