নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার বাংলার বিজেপি সাংসদদের নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির ডাকা আলোচনায় সুকান্ত মজুমদারের নেতৃত্বে সমস্ত সাংসদদের উপস্থিত থাকার কথা। মোদির সঙ্গে সাংসদদের বৈঠকের আগেই দিল্লিতে শুভেন্দু। সোমবার তড়িঘড়ি দিল্লি গেলেন বিরোধী দলনেতা। সূত্রের খবর, ঝটতি সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে কথা বলবেন তিনি।
বঙ্গ বিজেপির বর্তমান অবস্থা নিয়ে প্রধানমন্ত্রীকে অবগত করতেই সময় চেয়েছিলেন সুকান্ত মজুমদাররা। বাংলায় বিজেপির সাংগঠনিক অবস্থা সম্পর্কে অবগত করতে চান তাঁরা। সেইমতো মঙ্গলবার, ২৮ মার্চ বাংলার সাংসদদের সঙ্গে দেখা করার কথা জানিয়েছেন মোদি। এমনকি রাজ্যের একাধিক বিষয়েও প্রধানমন্ত্রীকে অবগত করতে চান তাঁরা। কিন্তু এই সমস্ত কিছুর আগেই দিল্লি গেলেন শুভেন্দু।

সূত্রের খবর, সংসদে তিনি অমিত শাহর সঙ্গে দেখা করেছেন। এছাড়াও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে চান তিনি। সূত্রের খবর, বঙ্গ বিজেপির যে অবস্থা, তাতে বারবার গোষ্ঠী কোন্দলের কথা শোনা যাচ্ছে। এমত অবস্থায় নিজের অবস্থান সম্পর্কে শীর্ষ নেতৃত্বকে অবগত করতেই দিল্লি ছুটলেন শুভেন্দু। দেখা করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গেও।
মোদির সঙ্গে সাংসদদের বৈঠকের আগেই দিল্লিতে শুভেন্দু, বিজেপিতে ফাটল!

এছাড়াও বিজেপির এই বৈঠক প্রসঙ্গে বলা হচ্ছে, আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে শাসক দল বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ তুলছে তার অধিকাংশ শুভেন্দুর বিরুদ্ধে। অভিযোগের জবাব দিতে গিয়ে বিড়ম্বনার মুখে পড়তে হচ্ছে গেরুয়া শিবিরকে। তাই শুভেন্দু সম্পর্কে পদক্ষেপ নেওয়ার জন্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সারতে চাইছেন দলের সাংসদরা।