অনেক খুজেও পাচ্ছেন না শায়া! পেটিকোট ছাড়াই এইভাবে পড়ে নিন শাড়ি
how to wear saree without petticote

নজরবন্দি ব্যুরোঃ শাড়ি ছোট বড় সমস্ত মেয়েদের কাছেই এক আবেগ। ছোটবেলাতে সরস্বতী পুজো হোক বা বড় হয়ে যেকোনো বিশেষ অনুষ্ঠানে শাড়ি ছাড়া বাঙালির ঠিক চলেনা। তবে এখনকার ব্যাস্ততার জীবনে সবসময় শাড়ি পড়া সম্ভব হয়ে ওঠে না।

আরও পড়ুনঃ বোঁদে খেতে সকলে ভালবাসেন, কিন্তু এই জনপ্রিয় মিষ্টি ঘরে বানাবেন কীকরে?

কলেজে বা অফিসে সবাই সাধারনত কুর্তি বা টপ জিন্স পড়ে তাই কোন সময় শাড়ি পড়তে চাইলেও অনেক সময় খুঁজে পাওয়া যায় না পেটিকোট। তাই পেটিকোট ছাড়াও কোন কোন উপায়ে শাড়ি পড়া যায় তা জেনে নিন।

অনেক খুজেও পাচ্ছেন না শায়া! এই পদ্ধতি অবলম্বন করুন 

শেপওয়্যারঃ শেপওয়্যার বর্তমানে খুবই প্রয়োজনীয় এবং প্রচলিত একটি জিনিস। কারণ এতে শরীর শুধু রোগাই লাগেনা পাশাপাশি কার্ভলাইনও সুন্দরভালে হাইলাইটেড হয়। এর সাহায্যে শাড়ি পড়লে খুবই সুন্দর একটা লুক ক্রিয়েট হয়।

স্কার্ট: লং স্কার্টের সঙ্গে শাড়ি পরার প্রচলন বহু আগে থেকে চলে আসছে। কারণ লং
স্কার্ট দেখতে অনেকটা পেটিকোটের মতই। তাই পেটিকোট খুঁজে না পেলে নিসন্দহে ব্যাবহার করতে পারেন স্কাট।

অনেক খুজেও পাচ্ছেন না শায়া! এই পদ্ধতি অবলম্বন করুন 

জিন্সের সঙ্গে: জিন্সের সঙ্গে শাড়ি পড়া এখন বর্তমান ফ্যাসানে ইন। এটি যেমন একটা স্মার্ট লুক ক্রিয়েট করে তেমনই এটি খুবই আরামদায়ক।

অনেক খুজেও পাচ্ছেন না শায়া! এই পদ্ধতি অবলম্বন করুন 

অনেক খুজেও পাচ্ছেন না শায়া! এই পদ্ধতি অবলম্বন করুন 
অনেক খুজেও পাচ্ছেন না শায়া! এই পদ্ধতি অবলম্বন করুন 

লেগিংস বা প্যান্ট: জিন্সের পাশাপাশি লেগিংস বা প্য়ান্টের সাথেও পড়তে পারেন শাড়ি। তবে এক্ষেত্রে আপনাকে বেশ কয়েকটি সেফটি পিন ব্যাবহার করতে হবে। কারণ শাড়ি যদি ভারী হয়ে তাহলে সমস্যা হতে পারে তবে শাড়ি হালকা হলে কোন অসুবিধা নেই।