কর্মীদের ১০০ শতাংশ হাজিরা, বিজ্ঞপ্তি দিয়ে নির্দেশ নবান্নের।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: কর্মীদের ১০০ শতাংশ হাজিরা, বিজ্ঞপ্তি দিয়ে নির্দেশ নবান্নের। এবার নবান্নে কর্মীদের ১০০ শতাংশ হাজিরা দিতে হবে। বৃহস্পতিবার এমনই নির্দেশিকা জারি করে জানিয়ে দিল নবান্ন। করোনা আবহে ৫০ শতাংশ কর্মীদের নিয়েই চলছিল অফিসের কাজ। বাকি ৫০ শতাংশ ওয়ার্ক ফ্রম হোম। তবে এবার নবান্নে কর্মীদের ১০০ শতাংশ হাজিরা দিতে হবে বলেই নির্দেশ।

আরও পড়ুন: মামাবাড়ি বেড়াতে এসে রহস্য মৃত্যু, জোড়াবাগান যৌন নির্যাতনের ঘটনায় আটক ৩।

অতিমারির জেরে গত বছর মার্চ মাস থেকে লকডাউনে সব বন্ধ ছিল। তারপর ধীরে ধীরে অফিস-কাছারি খুললেও ৫০ শতাংশ কর্মী নিয়েই কাজকর্ম চলছিল। বাকিরা বাড়ি থেকেই এতদিন কাজ করছিলেন।  পাশাপাশি বেসরকারি অফিসগুলিকেও যতটা সম্ভব ওয়ার্ক ফ্রম হোম করার আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।  

করোনার আবহে মোকাবিলায় সরকারি কর্মচারীদের স্বাস্থ্যের কথা ভেবে নতুন করে গাইডলাইনও জারি করেছিল রাজ্য সরকার।  বিভিন্ন দপ্তরের ‘রোস্টার’ অনুযায়ী এতদিন ঘুরিয়ে ফিরিয়ে ৫০ শতাংশ কর্মী নিয়েই কাজ চালাচ্ছিল সরকারি দপ্তরগুলি। তবে এখন পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই ভাল। যান চলাচল পরিষেবাও স্বাভাবিক হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পঠন পাঠন চালু করার ভাবনাও রয়েছে।  

 বিভিন্ন দপ্তরের ‘রোস্টার’ অনুযায়ী এতদিন ঘুরিয়ে ফিরিয়ে ৫০ শতাংশ কর্মী নিয়েই কাজ চালাচ্ছিল সরকারি দপ্তরগুলি। তবে এখন পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই ভাল। যান চলাচল পরিষেবাও স্বাভাবিক হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পঠন পাঠন চালু করার ভাবনাও রয়েছে।

দোড়গোড়ায় ২১ এর নির্বাচন। এই সময় সরকারি কাজ অনেকটাই বেশি। ‘দুয়ারে সরকার’ থেকে শুরু করে নির্বাচনের আগে একগুচ্ছ প্রকল্পের জন্য কাজের চাপ সামাল দিতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এখন একাধিক সরকারি প্রকল্প চলছে। ‘দুয়ারে সরকার’-এর মতো বিভিন্ন কর্মসূচির জন্য অনেক অফিসারদের প্রয়োজন, প্রয়োজন কর্মীদেরও সেই কারণেই দফতরগুলির আধিকারিক ও কর্মীদের হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও ঠিকাকর্মীরা যাতে কাজের সময় পুরোটাই অফিসে থাকেন, সে কথাও বলা হয়েছে। উল্লেখ্য, বাংলায় করোনা পরিস্থিতি অনেকটাই ভাল বলে মনে করছে রাজ্য সরকার। সংক্রমণের প্রকোপও অনেকটাই কম।  ধীরে ধীরে খুলে দেওয়া হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান, চালু হয়েছে যানবাহন। সব ঠিক থাকলে আগামী সপ্তাহেই খুলে যাবে স্কুলও। ফলে নবান্নের সরকারি কাজকর্মও যে এবার পুরোদমে চালু হবে, সে কথা বলাই বাহুল্য।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
বিয়ে করছেন বনি-কৌশানী! প্রস্তুতি চলছে পুরোদমে

বিয়ে করছেন বনি-কৌশানী! প্রস্তুতি চলছে পুরোদমে

উল্লেখ্য, এর আগে টলিপাড়া থেকে একমাত্র নুসরত জাহানই তুরস্কে গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং করেছিলেন। আর ফিরে তারকাবন্ধুদের জন্য একটা রিসেপশনের আয়োজন করেছিলেন। যদিও নিখিল জৈনের সঙ্গে সেই বিয়ে টেকেনি!
ভুল করলে দু'টো থাপ্পড় মারবেন, আরামবাগকে 'অধিকার' দিলেন মমতা

ভুল করলে দু’টো থাপ্পড় মারবেন, আরামবাগকে ‘অধিকার’ দিলেন মমতা

ইতিমধ্যেই বাংলায় চতুর্থ দফায় নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী ২০ তারিখ আরামবাগে ভোটগ্রহণ। শেষলগ্নে সেই কেন্দ্রের গোঘাটে জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিনের সভা থেকে তৃণমূল সুপ্রিমো সাফ বললেন, আমরা যদি ভুল করে থাকি তাহলে দু'টো থাপ্পড় মারুন, আপনাদের সেই অধিকার আছে।
গলায় মালা পরিয়ে গালে ঠাটিয়ে চড়! কী প্রতিক্রিয়া দলেন কানহাইয়া?

গলায় মালা পরিয়ে গালে ঠাটিয়ে চড়! কী প্রতিক্রিয়া দিলেন কানহাইয়া?

দিল্লি উত্তর-পূর্ব কেন্দ্র থেকে চলতি লোকসভা নির্বাচনে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে কানহাইয়া কুমারকে। আর শনিবার প্রচারে বেরিয়ে 'চড়' খেলেন তিনি। গলায় মালা পরিয়ে ঠাটিয়ে চড় মারা হল এককালের বাম যুব নেতাকে।

রাজ্যে ফের ভোট প্রচারে প্রধানমন্ত্রী, করবেন বেশ কিছু সভা

উল্লেখ্য, চলতি লোকসভা নির্বাচনে সাত দফায় ভোট হচ্ছে বাংলায়। প্রচারের জন্য প্রতি দফাতেই রাজ্যে আসছেন মোদি। একসঙ্গে চার থেকে পাঁচটি করে সভা করছেন। কিছু দিন আগেও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় এক দিনে মোট চারটি সভা করে গিয়েছেন তিনি। রবিবার আবার বাংলায় আসছেন তিনি।
মমতার পাশে ইন্ডিয়া, অধীরকে সতর্ক করল কংগ্রেস হাইকম্যান্ড

মমতার পাশে ইন্ডিয়া, ‘হয় মানো নয় বাইরে যাও’ অধীরকে সতর্ক করল কংগ্রেস হাইকম্যান্ড

যদিও অধীর এসব সতর্ক বার্তাতে একেবারেই ভাবিত নন। তাঁর কথায়, "আমিও কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য। আমিও হাইকমান্ডেরই লোক!"

Lifestyle and More...