জারি নিষেধাজ্ঞা, আজ সন্ধ্যে ৭টা পর্যন্ত প্রচার করতে পারবেন না দিলীপ ঘোষ

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: জারি নিষেধাজ্ঞা, আজ সন্ধ্যে ৭টা পর্যন্ত প্রচার করতে পারবেন না দিলীপ ঘোষ। শীতলকুচি ঘটনার প্রেক্ষিতে দিলীপের মন্তব্যের জেরেই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, গত কাল অর্থাৎ ১৫ই এপ্রিল সন্ধ্যে ৭টা থেকে আজ ১৬ এপ্রিল সন্ধ্যে ৭টা পর্যন্ত কোনো প্রচার করতে পারবেন না বিজেপির রাজ্য সভাপতি।

আরও পড়ুনঃ ব্যাপক ছড়াচ্ছে করোনা, আজ থেকেই বন্ধ ভিক্টোরিয়া, জাদুঘর সহ একাধিক স্থান

রাজ্যে শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে নেতা নেত্রীদের উস্কানিমূলক মন্তব্যের জের কমাতে, এই পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। এই তালিকায় শুধু দিলীপ নন, বিজেপির আরো নেতারা সহ আছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মীয় উস্কানি মূলক মন্তব্য এবং সেনা ঘেরাও প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর ২৪ ঘণ্টা প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। প্রতিবাদে একক এবং কোনো দলীয় পতাকা ছাড়া প্রায় ৩ ঘণ্টা ধর্মতলায় প্রতিবাদ জানিয়েছিলেন তৃনমূল সুপ্রিমো।

বিজেপির রাজ্য সভাপতি সেদিন জানিয়েছিলেন গোটা নির্বাচনই মুখ্যমন্ত্রীকে ব্যান করলে খুশি হতেন তিনি। তার পরই একে একে নোটিস জারি হয়েছে একাধিক বিজেপি নেতাদের নামে। শীতলকুচি কাণ্ডের প্রেক্ষিতে বিতর্কিত মন্তব্য করার জন্য মুখ্যমন্ত্রীর পরেই ৪৮ ঘণ্টা প্রচারে নিষেধাজ্ঞা এসেছিল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার ওপর। নোটিস জারি হয়েছে সায়ন্তন বসুর নামেও।

একই ঘটনার জেরে এবার নিষেধাজ্ঞা জারি হয়েছে বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ওপর। চতুর্থ দফার ভোটের দিন, কেন্দ্রীয় বাহিনীর গুলিতে শীতলকুচির মাথাভাঙায় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারান ৫ জন। সেই ঘটনা নিয়ে যখন উত্তাল দেশ এবং রাজ্যের রাজনীতি, একের পর এক বিতর্কিত মন্তব্য করেছিলেন রাজ্যের বিজেপি নেতারা। ঘটনার পরের দিন নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ জানান, দুষ্টুমি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে।

সেই মন্তব্য নিয়ে জোর আলোচনা হয়েছে রাজনীতির অলিন্দে। কমিশন জানিয়েছিল দিলীপ ঘোষের মন্তব্য যথেষ্ট প্ররোচনামূলক এবং উত্তেজক। ভোট আবহে নেতিবাচক প্রভাব ফেলবে এই ধরনের মন্তব্য। সেই কারণেই মমতা, রাহুলের পর এবার দিলীপ ঘোষের প্রচারে ২৪ ঘন্টার নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। আজ সন্ধ্যা ৭টার পর ফের প্রচার করতে পারবেন তিনি।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
রেমাল ল্যান্ড ফলের আগেই KKR ধামাকা, আইপিএল চ্যাম্পিয়ন বাদশার দল

রেমাল ল্যান্ড ফলের আগেই KKR ধামাকা, আইপিএল চ্যাম্পিয়ন বাদশার দল

কম রানের পুঁজি সত্ত্বেও অর্ধশতরান করে ফেললেন বেঙ্কটেশ আয়ার। মরসুমে কেকেআরের সেরা বোলার বরুণ চক্রবর্তীকে মাত্র দু’ওভার হাত ঘোরাতে হল! আইপিএলের ইতিহাসে সবচেয়ে একপেশে ম্যাচ হল রবিবার।
আতঙ্কের নাম রেমাল, আংশিক বন্ধ হল কলকাতা মেট্রো পরিষেবা

আতঙ্কের নাম রেমাল, আংশিক বন্ধ হল কলকাতা মেট্রো পরিষেবা

মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, বিকেল সাড়ে ৫টা থেকে আর টালিগঞ্জ থেকে নিউ গরিয়া পর্যন্ত মেট্রো চলাচল করবে না। তবে, দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ বা মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশন পর্যন্ত এখনও পর্যন্ত মেট্রো চলাচল জারি আছে।
শিয়রে সাইক্লোন রেমাল, পাশে থাকবে রাজ্য সরকার, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

শিয়রে সাইক্লোন রেমাল, পাশে থাকবে রাজ্য সরকার, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় রবিবার এবং সোমবার লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। 
কালীঘাটে বামেদের প্রচারে পুলিশের বাধা, মুখ্যমন্ত্রীর পাড়ায় গণতন্ত্র নেই, সরব শায়রা-মীনাক্ষী

কালীঘাটে বামেদের প্রচারে পুলিশের বাধা, মুখ্যমন্ত্রীর পাড়ায় গণতন্ত্র নেই, সরব শায়রা-মীনাক্ষী

প্রসঙ্গত, এই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। সেখানেই বামেদের মিছিলের সামনে ব্যারিকেড তুলে দেয় পুলিশ। বলা হয়, ১৪৪ ধারা জারি রয়েছে। এরপর বাম কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের তীব্র বচসা শুরু হয়।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, বাতিল শুভেন্দুর সভা-সুকান্তের রোড শো

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, বাতিল শুভেন্দুর সভা-সুকান্তের রোড শো

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার মধ্যরাতে এটি স্থলভাগে আছড়ে পড়তে চলেছে। যদিও তার আগে থেকেই আকাশ বেশ মেঘলা। প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে নিজেদের কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নিল বিজেপি।

Lifestyle and More...