Biden & Modi: “আপনি ভীষণ জনপ্রিয়, আমি আপনার একটা অটোগ্রাফ চাই”, মোদীর কাছে আবদার জুড়লেন বাইডেন

Biden asked Modi for an autograph

নজরবন্দি ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অটোগ্রাফ চাইলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জাপানে জি৭ সম্মেলনে যোগ দিয়ে দেখা হয় দুই রাষ্ট্র প্রধানের। সেখানেই মোদীর সঙ্গে এ কথা বলে মজা করেছেন বাইডেন। জানা গিয়েছে, মোদীর জনপ্রিয়তার বিষয়টি উল্লেখ করেই অটোগ্রাফ চেয়েছেন বাইডেন।

আরও পড়ুন: কেরলের মন্দিরে নিষিদ্ধ RSS! নির্দেশিকা ঘিরে বিতর্ক তুঙ্গে

সম্মেলনে মোদীকে বসে থাকত দেখে এগিয়ে এসেছিলেন বাইডেন। বাইডেনকে এগিয়ে আসতে দেখে আসন ছেড়ে উঠে যান প্রধানমন্ত্রী মোদী। দুজনে আলিঙ্গন করেন। তারপরেই মার্কিন প্রেসিডেন্ট বলেন,

Biden & Modi: "আপনি ভীষণ জনপ্রিয়, আমি আপনার একটা অটোগ্রাফ চাই”, মোদীর কাছে আবদার জুড়লেন বাইডেন

“আপনি তো ভীষণ জনপ্রিয়, আমি আপনার একটা অটোগ্রাফ নেবই। গোটা যুক্তরাষ্ট্র আপনার আসার অপেক্ষায়। ভাবছেন আমি মজা করছি? বিশ্বাস করুন, এত ফোন আমি জীবনে কখনও পাইনি।”

উল্লেখ্য, ২০১৪ সালে ক্ষমতায় আসে বিজেপি। ভারতের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। তখন থেকেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তিনি। যত সময় গিয়েছে দেশের বাইরে বিশ্বের বিভিন্ন দেশে মোদীর গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। বিদেশের রাষ্ট্রনেতাদের মধ্যেও জনপ্রিয়তা অর্জন করেছেন মোদী।

Biden & Modi: "আপনি ভীষণ জনপ্রিয়, আমি আপনার একটা অটোগ্রাফ চাই”, মোদীর কাছে আবদার জুড়লেন বাইডেন

আর এর প্রমাণ পাওয়া গেল আরও একবার জি-৭ সম্মেলনে। শুধু বাইডেন নয়, এক সুর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর গলাতেও। তিনি বলেন, “সিডনিতে ২০ হাজার মানুষের সামনে আপনি বক্তব্য রাখবেন। আমার কাছে টিকিটের জন্য বহু আবেদন আসছে।”

“আপনি ভীষণ জনপ্রিয়, আমি আপনার একটা অটোগ্রাফ চাই”, মোদীর কাছে আবদার জুড়লেন বাইডেন

Biden & Modi: "আপনি ভীষণ জনপ্রিয়, আমি আপনার একটা অটোগ্রাফ চাই”, মোদীর কাছে আবদার জুড়লেন বাইডেন

কারণ কিছু দিনের মধ্যেই অস্ট্রেলিয়া সফরে যাবেন মোদী। তার আগেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর মুখে এই মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।