নজরবন্দি ব্যুরো: এবার কেরলের মন্দিরে নিষিদ্ধ করা হল RSS-র গতিবিধি। বিতর্ক উসকে এই নির্দেশিকা জারি করেছে ত্রিবাঙ্কুর দেবাস্বম বোর্ড। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, পুজার্চনা ছাড়া মন্দির চত্বরে অন্য কোনও গতিবিধি করা যাবে না। যা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি। বাড়ছে উত্তেজনা।
বলে রাখা ভাল, কেরলে হিন্দু মন্দিরগুলির নিয়ন্ত্রণ করে ত্রিবাঙ্কুর দেবাস্বম বোর্ড। স্বশাসিত এই বোর্ডের নিয়ন্ত্রণে রয়েছে বিখ্যাত শবরীমালা-সহ প্রায় ১ হাজার ২০০ মন্দির। সেগুলিতে সংঘের কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে।
১৮ মে বোর্ডের তরফে জারি করা এক সার্কুলারে বলা হয়, পুজার্চনা ছাড়া মন্দির চত্বরে অন্য কোনও গতিবিধি করা যাবে না। এই নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপ করা হবে। উল্লেখ্য, এর আগেও এমন নির্দেশ দেওয়া হয়েছিল।
কিন্তু মন্দিরগুলি তা পালন করেনি বলে অভিযোগ। কেরলে প্রথম থেকেই সক্রিয় রাষ্ট্রীয় স্বয়ং সেবক। এহেন পরিস্থিতিতে মন্দিরে সংঘের কার্যকলাপ নিষিদ্ধ করাকে কেন্দ্র করে বিতর্কের মেঘ জমতে শুরু করেছে।
কেরলের মন্দিরে নিষিদ্ধ RSS! নির্দেশিকা ঘিরে বিতর্ক তুঙ্গে
কারণ কিছুদিন আগেই লাভ জেহাদ নিয়ে উত্তাল হয়ে উঠেছিল কেরল। মামলা পৌঁছে গিয়াছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। আর এবার এই অবস্থায় এই নির্দেশিকার পর কী হয় সেটাই এবার দেখার।