Mamata Banerjee-Arvind Kejriwal বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে, মোদী বিরোধিতায় ফের কাছাকাছি দুই মুখ্যমন্ত্রী!

Mamata Banerjee-Arvind Kejriwal বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে, মোদী বিরোধিতায় ফের কাছাকাছি দুই মুখ্যমন্ত্রী!

নজরবন্দি ব্যুরো: ফের কাছাকাছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার নবান্নে বৈঠক করবেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী। গোয়ার নির্বাচন পর্বে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এবং আপ সুপ্রিমোর সম্পর্কের দূরত্ব মিটতে চলেছে? আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোট মজবুত করার লক্ষ্যেই এই সাক্ষাৎ! এদিনের বৈঠকের ঘিরে ঘুরছে নানা জল্পনা।

আরও পড়ুন: জন্ম ও মৃত্যুর তথ্য নথিভুক্ত হবে, ভোটার তালিকা স্বচ্ছ করতে ঐতিহাসিক উদ্যোগ কেন্দ্রের।

সূত্রে খবর, মঙ্গলবার দুপুরের মধ্যেই কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছাবেন দিল্লির মুখ্যমন্ত্রী। সেখান থেকে সরাসরি নবান্নের উদ্দেশ্যে রওনা দেবেন। তৃণমূলের অন্দরমহল সূত্রে খবর, ‘রাজ্য সচিবালয়ে দুজনের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে আলোচনা হবে। লোকসভা নির্বাচনের সম্ভাব্য কৌশল নিয়েও আলোচনা চলতে পারে।’ ইতিমধ্যেই কেজরিওয়াল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেছেন।

Mamata Banerjee-Arvind Kejriwal বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে, বিরোধী জোট নিয়ে আলোচনা?
Mamata Banerjee-Arvind Kejriwal বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে, বিরোধী জোট নিয়ে আলোচনা?

তৃণমূল কংগ্রেস এবং আম আদমি পার্টি- এই দুই রাজনৈতিক দলের সঙ্গেই কংগ্রেসের চাপানউতোর সম্পর্ক রয়েছে। কয়েকদিন আগেই কর্ণাটকে বিজেপিকে হারিয়ে জয়লাভ করেছে কংগ্রেস। সেইসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্কভাবে কংগ্রেসের নাম এড়িয়ে কর্ণাটকের মানুষদের শুভেচ্ছা জানিয়েছিলেন। এমনকি ওই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও তিনি যাননি। তৃণমূলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন কাকলি ঘোষ দস্তিদার। অন্যদিকে, এই অনুষ্ঠান আমন্ত্রণ জানানো হয়নি কেজরিওয়ালকে।

Mamata Banerjee-Arvind Kejriwal বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে, বিরোধী জোট নিয়ে আলোচনা?

২০২৪ সালে কেন্দ্র থেকে বিজেপিকে সরাতে মরিয়া প্রচেষ্টা বিরোধী দলগুলির। কয়েক সপ্তাহ আগেই কলকাতা সফরে এসে নবান্নে বৈঠক করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তাঁদের মধ্যে বিরোধী জোট নিয়ে আলোচনা হয়েছিল বলেই খবর। এছাড়া, মুম্বই সফরে গিয়ে উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেছে তাঁরা। নীতীশ রান বিরোধী দলগুলিকে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন।

Mamata Banerjee-Arvind Kejriwal বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে, বিরোধী জোট নিয়ে আলোচনা?

Mamata Banerjee-Arvind Kejriwal বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে, বিরোধী জোট নিয়ে আলোচনা?
Mamata Banerjee-Arvind Kejriwal বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে, বিরোধী জোট নিয়ে আলোচনা?