আজ খেলতে পারেন অশ্বিন! নাকি রোহিতের মাইন্ডগেম?
Ashwin can play today! Or Rohit's mind game?

নজরবন্দি ব্যুরো: ২০০৩ বিশ্বকাপের ফাইনালে হারের বদলা নিতে মরিয়া রোহিত। আর বদলা পূরণ হলেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের ২০ বছরের পুরনো ক্ষততেও পড়বে স্বস্তির প্রলেপ। সেমিতে কিউয়িদের হারিয়ে ৪ বছর আগের হারের বদলা নেওয়া হয়েছে। এবার অজিদের হারিয়ে জ্বালা জুড়োতে চায় ভারত।

আরও পড়ুনঃ আজ বিশ্বকাপের ফাইনাল, বৃষ্টির সম্ভবনা কেমন, কী বলছে হাওয়া অফিস

আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার কথা দুপুর ২টোয়। তার আগে ১.৩০ মিনিটে হবে টস। বিশ্বকাপ ফাইনালের মঞ্চ প্রস্তুত। এবারের বিশ্বকাপে এমনিতেই দুর্দান্ত ফর্মে রয়েছে রোহিতের দল। আত্মবিশ্বাস তুঙ্গে বলা চলে। তবে এই ফাইনালে নামার আগে একটি গুঞ্জন উঠেছে।

আজ খেলতে পারেন অশ্বিন! নাকি রোহিতের মাইন্ডগেম?
আজ খেলতে পারেন অশ্বিন! নাকি রোহিতের মাইন্ডগেম?

ভারতীয় দলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে ফাইনাল ম্যাচে ভারতীয় দলে পরিবর্তন আনতে চলেছেন রাহুল দ্রাবিড়। কারণ হিসাবে উঠে এসেছে, আমদাবাদের ২২ গজ। কারণ যে পিচে ফাইনাল খেলা হবে তাতে বল টার্ন করবে। অর্থাৎ স্পিনাররা সাহায্য পাবে। সেই সঙ্গে বল বাউন্সও করবে নাকি।

আজ খেলতে পারেন অশ্বিন! নাকি রোহিতের মাইন্ডগেম?

আজ খেলতে পারেন অশ্বিন! নাকি রোহিতের মাইন্ডগেম?

ঠিক সেই কারণেই শোনা যাচ্ছে সিরাজকে সম্ভবত বসানো হতে পারে। তাঁর পরিবর্তে খেলতে পারেন অশ্বিন। যদি ভারতীয় দলে অশ্বিন আসেন তাহলে সত্যি অবাক হওয়ার থাকবে। কারণ ফাইনালে এসে দলের কম্বিনেশন ভাঙতে চাইবেন না রাহুল দ্রাবিড়। এছাড়া ভারতীয় দলে আর কোনও চমকের কিছু নেই।

আজ খেলতে পারেন অশ্বিন! নাকি রোহিতের মাইন্ডগেম?