আজ বিশ্বকাপের ফাইনাল, বৃষ্টির সম্ভবনা কেমন, কী বলছে হাওয়া অফিস
weather in World cup final match

নজরবন্দি ব্যুরো: ২০০৩ বিশ্বকাপের ফাইনালে হারের বদলা নিতে মরিয়া রোহিত। আর বদলা পূরণ হলেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের ২০ বছরের পুরনো ক্ষততেও পড়বে স্বস্তির প্রলেপ। সেমিতে কিউয়িদের হারিয়ে ৪ বছর আগের হারের বদলা নেওয়া হয়েছে। এবার অজিদের হারিয়ে জ্বালা জুড়োতে চায় ভারত। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার কথা দুপুর ২টোয়।

আরও পড়ুনঃক্রিকেট থেকে রাজনীতিতে! বাংলাদেশের নির্বাচনে প্রার্থী হচ্ছেন সাকিব

তার আগে ১.৩০ মিনিটে হবে টস। বিশ্বকাপ ফাইনালের মঞ্চ প্রস্তুত। কিন্তু সেখানকার আবহাওয়া কী বলছে? কাপযুদ্ধে কি থাবা বসাতে পারে বৃষ্টি? আবহাওয়ার খামখেয়ালিপনা কি বাদ সাধবে ক্রিকেটের উত্তেজনায়? হাওয়া অফিস আবহাওয়ার যে পূর্বাভাস দিয়েছে তাতে করে বৃষ্টির সম্ভবনা নেই।

WC Fainal: আজ বিশ্বকাপের ফাইনাল, বৃষ্টির সম্ভবনা কেমন, কী বলছে হাওয়া অফিস

ক্রিকেটপ্রেমীদের আশা, রোদ ঝলমলে আবহাওয়াতেই শুরু হবে ম্যাচ। রবিবার আহমেদাবাদের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা নামবে ১৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে ৫৮ শতাংশ আর্দ্রতা থাকতে পারে।

আজ বিশ্বকাপের ফাইনাল, বৃষ্টির সম্ভবনা কেমন, কী বলছে হাওয়া অফিস

WC Fainal: আজ বিশ্বকাপের ফাইনাল, বৃষ্টির সম্ভবনা কেমন, কী বলছে হাওয়া অফিস

রাতের দিকে আহমেদাবাদে শিশির পড়ার সম্ভাবনাও প্রবল। তবে রাতের দিকে শিশির পড়লে চিন্তা বাড়বে রোহিত শর্মার। অতিরিক্ত স্পিনার খেলানো হবে কিনা, সেই নিয়ে চাপে থাকবেন ভারত অধিনায়ক।

WC Fainal: আজ বিশ্বকাপের ফাইনাল, বৃষ্টির সম্ভবনা কেমন, কী বলছে হাওয়া অফিস