নজরবন্দি ব্যুরো: বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। তবে বিতর্ক তাঁর পিছু ছাড়ছে না কোনওমতেই। ওডিআই বিশ্বকাপে সাকিবের কিছু সিদ্ধান্ত নিয়ে আলোচনাও হয়েছে, হয়েছে বিতর্কও। এবার নতুন করে চর্চায় উঠে এসেছে তিনি। ২০২৪ সালে ৭ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।
আরও পড়ুনঃ কেন ঘুমের ওষুধ খেয়েছিলেন? অবশেষে মুখ খুললেন তানজিন তিশা
আর সেই নির্বাচনে ক্রিকেট ময়দানের পাশাপাশি রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন সাকিব। ইতিমধ্যে নির্বাচনের প্রার্থী হিসাবে মনোনয়নপত্রও তুলেছেন। আর সেই সঙ্গে প্রশ্ন উঠে গিয়েছে তাহলে কি এবার ক্রিকেট-জীবনে ইতি টানতে চলেছেন সাকিব? সাকিব নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি রাজনীতিতে এলে স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট দলটির জন্য তা অত্যন্ত কার্যকরী হতে চলেছে বলে মত রাজনৈতিক মহলের।

কিন্তু, ক্রিকেটের ময়দান কাঁপানো সাকিব কি সত্যিই যোগ দিচ্ছেন রাজনীতিতে? এই প্রসঙ্গে বাংলাদেশের সংবাদ মাধ্যমের তরফে তাঁকে প্রশ্ন করা হলে তিনি কিছুটা বিষ্ময় প্রকাশ করেন। অর্থাৎ এই দাবি আদৌ সত্যি কিনা, তা এখনও স্পষ্ট নয়। তবে রাজনৈতিক মহলের দাবি তিনি ভোটে লড়বেন। বাংলাদেশের বর্তমান শাসকদল, আওয়ামী লিগের হয়েই আসন্ন জাতীয় নির্বাচনে লড়তে চলেছেন বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান।
ক্রিকেট থেকে রাজনীতিতে! বাংলাদেশের নির্বাচনে প্রার্থী হচ্ছেন সাকিব
শনিবার আওয়ামী লিগের তরফেই একথা জানান দলের সম্পাদক বিপ্লব বড়ুয়া। তিনি জানান, এদিনই ঢাকা-১০ আসনের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র তুলেছেন সাকিব আল হাসান। তবে তিনি নিজে মনোনয়নপত্র তুলতে যাননি। বর্তমানে তিনি দেশের বাইরে রয়েছেন।