২৮ বছর পর ‘কোপা’ আবার নীল-সাদার, স্বপ্ন সফল এলএম10- এর

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ লাতিন আমেরিকান ক্লাসিকোর টানে ভোর থেকে জেগে উঠেছিল গোটা বাংলার ফুটবলপ্রেমীরা। কারণ আজ ছিল মেসি বনাম নেইমারের লড়াই। আর সেই লরাইতে নেইমারের ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর কোন বড় আন্তর্জাতিক শিরোপা জিতলো মেসির আর্জেন্টিনা।

মেসি পেলেন প্রথম আন্তর্জাতিক শিরোপা। অ্যাঞ্জেল ডি মারিয়ার করা একমাত্র গোলে কোপা আমেরিকার ফাইনালে লিড নেয় লিওনেল মেসির দল। ১৯৯৩ সালে শেষবার কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্তিনা। তারপর চারবার ফাইনালে উঠেও একবারও জিততে পারেনি।

কোপা আমেরিকার ফাইনালে প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে খেলা শেষ করে আর্জেন্টিনা। গোল করেন অ্যাঞ্জেল ডি মারিয়া। রেনান লোডির ভুল আর তারপরে এডারসন নেট খুঁজে পেতে ভুল করেননি অভিজ্ঞ ডি মারিয়া।

২৮ বছর পর ‘কোপা’ আবার নীল-সাদার, স্বপ্ন সফল এলএম10- এর

দুই দলের দুই মহাতারকা অর্থাত্‍ লিওনেল মেসি ও নেইমার দুজনেই ঝলক দেখালেও , বিপক্ষের কোচের স্ট্র্যাটেজির কাছে কার্যত বন্দি থাকলেন। মেসি ও নেইমার দৌড়লেই তিনজন করে মার্কিংয়ের চেনা ছকই দেখা গেল প্রথমার্ধে।

কিন্তু শত চেষ্টাতেও আর সমতা ফেরাতে পারেনি ব্রাজিল । নেইমার, রিচার্ডলিসনদের যেন একেবারে পকেটে পুরে ফেললেন ওটামেন্টি, অ্যাকুনারা। নেইমারের পায়ে বল এলেই কোনও না কোনও আর্জেন্টিনার ডিফেন্ডার তাঁকে ট্যাকল করেছেন। আর ডি-বক্সের মধ্যে বল নিয়ে গেলেই পাঁচিলের মতো দাঁড়িয়ে ছিলেন ওটামেন্ডি।

গোলরক্ষক মার্টিনেজের কৃতিত্বও কম কিছু নয়। বিশেষ করে দ্বিতীয়ার্ধে। একাধিক বিশ্বমানের সেভ উপহার দিয়ে দলকে জিতিয়ে এনেছেন তিনি। আর এর সব কিছুর ফল ২৮ বছর পর ‘কোপা’ আবার নীল-সাদার।

২৮ বছর পর ‘কোপা’ আবার নীল-সাদার, স্বপ্ন সফল এলএম10- এর
২৮ বছর পর ‘কোপা’ আবার নীল-সাদার, স্বপ্ন সফল এলএম10- এর

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
ভোটের দিনেও অস্বস্তিতে শতাব্দী, সরকারি ভাতা পাই না বলে ক্ষোভ অশীতিপর বৃদ্ধার!

ভোটের দিনেও অস্বস্তিতে শতাব্দী, সরকারি ভাতা পাই না বলে ক্ষোভ অশীতিপর বৃদ্ধার!

চলন্ত গাড়ি থামিয়ে অভিযোগ জানালেন অশীতিপর এক বৃদ্ধা। পরনে সাদা থান। মাথায় ঘোমটা। অভিযোগ, সরকারি ভাতা পান না, সব টাকা নিয়ে নেয় তৃণমূলের নেতা কর্মীরা!
দ্রাবিড় আর কোচ থাকবেন না, নতুন কোচ কে? নাম নিয়ে জল্পনা

দ্রাবিড় আর কোচ থাকবেন না, নতুন কোচ কে? নাম নিয়ে জল্পনা

তবে পরিস্থিতি যা তাতে বিসিসিআই বিদেশি কোচের দিকেও ঝুঁকতে পারে। আর সেই ইঙ্গিতও দিয়ে রাখলেন জয় শাহ। ডানকান ফ্লেচারের পরে আর কোনও বিদেশি কোচ থাকেনি ভারতীয় দলে। তবে এ ব্যাপারে পুরো দায়িত্ব সিএসির হাতে। যে কমিটিতে যতীন পারাঞ্জাপে, অশোক মালহোত্র, সুলক্ষণা নায়েক।
ভোটদানের হারে এগিয়ে বহরমপুর, সকাল ১১টা পর্যন্ত বাংলার আট কেন্দ্রে কত ভোট পড়ল?

ভোটদানের হারে এগিয়ে বহরমপুর, সকাল ১১টা পর্যন্ত বাংলার আট কেন্দ্রে কত ভোট পড়ল?

এ রাজ্যের আটটি কেন্দ্রে চলছে ভোট। বহরমপুর, বোলপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল এবং বীরভূম। ভোট চলবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
২০২৬- এ মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না, ভোটের দিন ফের জানালেন অধীর

২০২৬- এ মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না, ভোটের দিন ফের জানালেন অধীর

অধীর বাবু যায় বলুক না কেন ইন্ডিয়া জোট নিয়ে তাঁকে দায়ি করেছেন অভিষেক। তিনি বহরমপুরে প্রচার করতে গিয়ে অভিযোগ করেছেন, অধীরের জন্যই বাংলায় ইন্ডিয়া জোট সফল হয়নি৷ ভোটের দিনও অধীর বনাম তৃণমূল কথার লড়াই থামল না৷
CAAর জন্য কারও নাগরিকত্ব হারালে আপনার থুতু চাটব আমি, চ্যালেঞ্জ মিঠুনের

CAAর জন্য কারও নাগরিকত্ব হারালে আপনার থুতু চাটব আমি, চ্যালেঞ্জ মিঠুনের

“২টো টার্ম মিথ্যে কথা বলেছে। মুসলমান ভাইদের কিচ্ছু দেয়নি। খালি বলে যাচ্ছে বিজেপি মুসলমানদের দুশমন। বিজেপি মুসলমানদের দুশমন নয়। বিজেপি এলে একটাই ভালো হবে। আপনারা সবাই নাগরিকত্ব পেয়ে যাবেন। আমি চ্যালেঞ্জ করছি আপনাদের”।

Lifestyle and More...