Love Bite: ভালবাসার প্রকাশ ‘আদুরে কামড়’ -এ বিপদ? ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু হয় ১৭ বছরের তরুণের!

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ ভালবাসার প্রকাশ ‘আদুরে কামড়’ -এ বিপদ? ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু হয় ১৭ বছরের তরুণের! ভালবাসা থকবে আর সেখানে আদরের ছোঁয়া থাকবেনা তা কখনও হয়? অনেক প্রেমিক-প্রেমিকারা আদর করে একে অপরের গলায় কামড় দিতে পছন্দ করেন। সেই চরম ঘনিষ্ঠ মুহূর্তে আদরে কামড় দিয়েছিলেন প্রেমিকা, কিন্তু সেই কামড়ে অকালে প্রাণ গেল তরতাজা প্রেমিকের! পাশ্চাত্যে এই ‘আদরের দাগ’ পরিচিত ‘হিকি’ নামে। হিকির উদ্দেশ্য নিছকই উত্তেজনা এবং ভালবাসা প্রকাশ করা। কিন্তু এক বার সেই ভালবাসার কামড়েই মৃত্যু হয়েছিল এক প্রেমিকের।

আরও পড়ুনঃ পার্কস্ট্রিট স্টেশনে আত্মহত্যার চেষ্টা, বন্ধ মেট্রো পরিষেবা

হয়েছে কি? ২০১৬ সালের অগস্ট মাসে মেক্সিকো সিটির বাসিন্দা জুলিও তাঁর ২৪ বছর বয়সি বান্ধবীর সঙ্গে একটি মনোরম এবং রোম্যান্টিক সন্ধ্যা কাটান আর সেখানেই ক্ষণিকের উত্তেজনায় প্রেমিকের গলায় দাঁত বসিয়েছিলেন বান্ধবী, আর তার জেরে মস্তিষ্কে জমাট বেঁধে রক্ত, এরপরই মৃত্যু হয় ওই প্রেমিকের। মৃত প্রেমিকের নাম জুলিও ম্যাকিয়াস গঞ্জালেজ। শুক্রবার রাতে আচমকা স্ট্রোকে মৃত্যু হয়েছে মেক্সিকো সিটির বাসিন্দা বছর সতেরোর খুলিও ম্যাকিয়াস গঞ্জালেজ।

ভালবাসার প্রকাশ 'আদুরে কামড়' -এ বিপদ? ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু হয় ১৭ বছরের তরুণের!
ভালবাসার প্রকাশ ‘আদুরে কামড়’ -এ বিপদ? ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু হয় ১৭ বছরের তরুণের!

রাতে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে খাবার টেবিলে নৈশভোজে বসে হঠাৎই খিঁচুনি শুরু হয় জুলিও-র। পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই খুলিওর সারা শরীরে খিঁচুনি দেখা দেয়। জরুরি কল পেয়ে স্বাস্থ্যকর্মীরা দ্রুত বাড়িতে এসে পৌঁছান। কিন্তু হাসপাতালে রওনা হওয়ার আগেই নিথর হয় তরুণের দেহ। তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ভালবাসার প্রকাশ 'আদুরে কামড়' -এ বিপদ? ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু হয় ১৭ বছরের তরুণের!
ভালবাসার প্রকাশ ‘আদুরে কামড়’ -এ বিপদ? ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু হয় ১৭ বছরের তরুণের!

ময়নাতদন্তের পরে চিকিৎসকদের দাবি, প্রেমিকার দেওয়া ‘আদুরে কামড়ে’ জুলিওর গলায় রক্ত জমাট বেঁধে গিয়েছিল। সেই জমাট বাঁধা রক্ত তরল রক্তের সঙ্গে বাহিত হয়ে মস্তিষ্কে পৌঁছনোর পরই জুলিওর ব্রেন স্ট্রোক হয়।

জুলিওকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু অনেক চেষ্টা করেও তাঁকে বাঁচানো যায়নি। চিকিৎসা চলাকালীনই তাঁর মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু হয়েছে জুলিওর। তাঁরা এ-ও জানান, প্রেমিকার থেকে পাওয়া হিকির কারণেই জুলিওর ব্রেন স্ট্রোক হয়েছে।

ভালবাসার প্রকাশ 'আদুরে কামড়' -এ বিপদ? ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু হয় ১৭ বছরের তরুণের!

জুলিওর পরিবারের সদস্যরা তাঁর প্রেমিকাকেই এই মৃত্যুর জন্য দায়ী করেন। প্রেমিকা ইচ্ছা করে জুলিওর গলায় জোর করে কামড়ে দিয়েছিলেন বলেও দাবি করা হয়। জুলিওর মৃত্যুর খবর পেয়ে তাঁর প্রেমিকা শহর ছেড়ে পালিয়ে যান। নিউ ইয়র্ক সিটির লেনক্স হিল হাসপাতালের চিকিত্সক রবার্ট গ্ল্যাটারের মতে, ‘ঠিক ভাবে কামড় দেওয়া না হলে একটি হিকিও এক জন মানুষের প্রাণ কেড়ে নিতে পারে।’

ভালবাসার প্রকাশ 'আদুরে কামড়' -এ বিপদ? ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু হয় ১৭ বছরের তরুণের!

গ্ল্যাটার আরও জানান, দীর্ঘ সময়ের হিকির কারণে ক্যারোটিড ধমনীর উপর সরাসরি চাপ পড়তে পারে। এর ফলে রক্তনালির দেওয়াল ছিঁড়ে যেতে পারে এবং রক্ত জমাট বেঁধে যেতে পারে। এই জমাট বাঁধা রক্ত মস্তিষ্কে গিয়ে ব্রেন স্ট্রোকের দিকে ঠেলে দিতে পারে।

ভালবাসার প্রকাশ ‘আদুরে কামড়’ -এ বিপদ? ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু হয় ১৭ বছরের তরুণের!

ভালবাসার প্রকাশ 'আদুরে কামড়' -এ বিপদ? ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু হয় ১৭ বছরের তরুণের!

তবে এই প্রথম নয়, ২০১০ সালেও নিউজিল্যান্ডের এক জন ৪৪ বছর বয়সি মহিলা হিকির কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন। এই ঘটনায় রক্ত জমাট বেঁধে মহিলার হৃৎপিণ্ডে চলে গিয়েছিল। আর এর ফলে তাঁর পক্ষাঘাত হয়।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
রেমাল ল্যান্ড ফলের আগেই KKR ধামাকা, আইপিএল চ্যাম্পিয়ন বাদশার দল

রেমাল ল্যান্ড ফলের আগেই KKR ধামাকা, আইপিএল চ্যাম্পিয়ন বাদশার দল

কম রানের পুঁজি সত্ত্বেও অর্ধশতরান করে ফেললেন বেঙ্কটেশ আয়ার। মরসুমে কেকেআরের সেরা বোলার বরুণ চক্রবর্তীকে মাত্র দু’ওভার হাত ঘোরাতে হল! আইপিএলের ইতিহাসে সবচেয়ে একপেশে ম্যাচ হল রবিবার।
আতঙ্কের নাম রেমাল, আংশিক বন্ধ হল কলকাতা মেট্রো পরিষেবা

আতঙ্কের নাম রেমাল, আংশিক বন্ধ হল কলকাতা মেট্রো পরিষেবা

মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, বিকেল সাড়ে ৫টা থেকে আর টালিগঞ্জ থেকে নিউ গরিয়া পর্যন্ত মেট্রো চলাচল করবে না। তবে, দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ বা মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশন পর্যন্ত এখনও পর্যন্ত মেট্রো চলাচল জারি আছে।
শিয়রে সাইক্লোন রেমাল, পাশে থাকবে রাজ্য সরকার, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

শিয়রে সাইক্লোন রেমাল, পাশে থাকবে রাজ্য সরকার, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় রবিবার এবং সোমবার লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। 
কালীঘাটে বামেদের প্রচারে পুলিশের বাধা, মুখ্যমন্ত্রীর পাড়ায় গণতন্ত্র নেই, সরব শায়রা-মীনাক্ষী

কালীঘাটে বামেদের প্রচারে পুলিশের বাধা, মুখ্যমন্ত্রীর পাড়ায় গণতন্ত্র নেই, সরব শায়রা-মীনাক্ষী

প্রসঙ্গত, এই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। সেখানেই বামেদের মিছিলের সামনে ব্যারিকেড তুলে দেয় পুলিশ। বলা হয়, ১৪৪ ধারা জারি রয়েছে। এরপর বাম কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের তীব্র বচসা শুরু হয়।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, বাতিল শুভেন্দুর সভা-সুকান্তের রোড শো

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, বাতিল শুভেন্দুর সভা-সুকান্তের রোড শো

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার মধ্যরাতে এটি স্থলভাগে আছড়ে পড়তে চলেছে। যদিও তার আগে থেকেই আকাশ বেশ মেঘলা। প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে নিজেদের কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নিল বিজেপি।

Lifestyle and More...