ICC World Cup23: বিশ্বকাপের ফাইনালে হারের কারণ কী? বোর্ড কে জানালেন কোচ রাহুল দ্রাবিড়

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: পরপর দশ ম্যাচ জেতার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে বিশ্বকাপে হার নজরবন্দি ব্যুরো:পরপর দশ ম্যাচ জেতার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে বিশ্বকাপে হার। লিগ পর্যায়ে ভালো খেলেও ফাইনালে এই হারে টিম ইন্ডিয়ার সাথে সাথে ১৪০ কোটি ভারতীয়র স্বপ্ন ভেঙে চুরমার। ভারতের এই হার নিয়ে রাজনৈতিক রং লেগেছিল দেশের রাজনীতিতে।

আরও পড়ুন: ‘মানুষের আস্থা, বিশ্বাস অর্জন করেছেন’, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান Adhir Chowdhury

বিরোধী রাজনৈতিক দলগুলি কটাক্ষ করেছিল নরেন্দ্র মোদীকে। এবার ভারতীয় বোর্ড হারের ব্যাখ্যা চাইল কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মার কাছে। গতকাল বোর্ডের তিন আধিকারিকের সঙ্গে বৈঠকে বসেছিলেন কোচ রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মা। বিশ্বকাপের পর ছুটি কাটাতে দেশের বাইরে রোহিত। তাই তিনি ভিডিও কলের মাধ্যমে এই বৈঠকে যোগ দিয়েছিলেন। অধিনায়ক এবং কোচের কাছে জানতে চাওয়া হয়।

বিশ্বকাপের ফাইনালে হারের কারণ কী? বোর্ড কে জানালেন কোচ রাহুল দ্রাবিড়
বিশ্বকাপের ফাইনালে হারের কারণ কী? বোর্ড কে জানালেন কোচ রাহুল দ্রাবিড়

এক সর্বভারতীয় দৈনিকের খবর অনুযায়ী, ভারতের হারের পিছনে প্রধান কারণ ছিল নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ। রাহুল দ্রাবিড় জানান, স্টেডিয়ামের পিচ যতটা টার্ন করবে ভেবেছিলাম ততটা বল ঘোরেনি। আর সেই কারণেই ভারতের পরিকল্পনা মাঠে মারা যায়। বোর্ডের পক্ষ থেকে আরও জিজ্ঞেস করা হয় বিশ্বকাপে ভারতের পরিকল্পনা কী ছিল?

বিশ্বকাপের ফাইনালে হারের কারণ কী? বোর্ড কে জানালেন কোচ রাহুল দ্রাবিড়

ICC World Cup23: বিশ্বকাপের ফাইনালে হারের কারণ কী? বোর্ড কে জানালেন কোচ রাহুল দ্রাবিড়

রাহুল বলেন, পরিকল্পনা অনুযায়ী বাকি ম্যাচগুলো খেলেছিল ভারত এবং সব কটিতেই সাফল্য এসেছিল কিন্তু আসল দিনে পরিকল্পনা খাটেনি। অন্যদিকে অস্ট্রেলিয়া নিজের পরিকল্পনা অনুযায়ী বল করেছে। ভারতের রান তাড়া করার সময় অজিদের ৩ উইকেট পড়ে গেলেও ট্রাভিস হেড ভারতীয় বোলারদের সামনে চীনের প্রাচীরের মত দাঁড়িয়ে পড়েন। যার উত্তর ভারতীয় বোলারদের কাছে ছিল না। আর সেই কারণেই অসহায় আত্ম সমর্পণ করতে বাধ্য হয় ভারতীয় বোলাররা।

ICC World Cup23: বিশ্বকাপের ফাইনালে হারের কারণ কী? বোর্ড কে জানালেন কোচ রাহুল দ্রাবিড়

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ফের রাজ্যে ভোটপ্রচারে আসছেন নরেন্দ্র মোদি, এবার চার জায়গায় সভা করবেন প্রধানমন্ত্রী

ফের রাজ্যে ভোটপ্রচারে আসছেন নরেন্দ্র মোদি, এবার চার জায়গায় সভা করবেন প্রধানমন্ত্রী

পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে বিজেপি শিবিরের আশা, আরামবাগ লোকসভা কেন্দ্রেও প্রথম বার তারা জয়ী হতে চলেছে। প্রসঙ্গত, গত শুক্রবার রাজ্যে তিনটে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফের সাত দিনের মধ্যে বাংলায় আসছেন মোদি। নির্বাচনকে সামনে রেখে এ রাজ্যে ইতিমধ্যেই ১২টি সভা করেছেন প্রধানমন্ত্রী।
দুপুর ৩টে পর্যন্ত কত শতাংশ ভোট পড়ল বাংলার চার কেন্দ্রে? জানাল নির্বাচন কমিশন

দুপুর ৩টে পর্যন্ত কত শতাংশ ভোট পড়ল বাংলার চার কেন্দ্রে? জানাল নির্বাচন কমিশন

আজ, ৭মে, দেশের মোট ৯৩টি কেন্দ্রে তৃতীয় দফায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এর মধ্যে রয়েছে রাজ্যের চার কেন্দ্র। মালদহ উত্তর ও দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ।
দাদার ভোট প্রচারে ভাই, বহরমপুরে ইউসুফের হয়ে প্রচারে আসছেন ইরফান!

দাদার ভোট প্রচারে ভাই, বহরমপুরে ইউসুফের হয়ে প্রচারে আসছেন ইরফান!

সূত্রের খবর রেজিনগর, বেলডাঙায় রোড শো করতে পারেন তাঁরা। কিন্তু পুরো বিষয়টি এখনও নিশ্চিত নয়। ভোট নিয়ে তৃণমূলের দাবি, তৃণমূলের দাবি, প্রচারে ইউসুফ যেভাবে সাড়া পাচ্ছেন, তাতে তাঁর জয় সময়ের অপেক্ষা।
বিজেপি নেতার ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন শাহজাহান! কী বললেন সন্দেশখালির বাঘ?

BJP নেতার ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন শাহজাহান! কী বললেন সন্দেশখালির ধৃত TMC নেতা?

১৪ দিন জেল হেফাজত শেষে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় সন্দেশখালির মূল অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে। সেখানেই ভাইরাল ভিডিও প্রসঙ্গে মুখ খোলেন তিনি। একদিকে যেমন, বিজেপির তরফে অভিযোগ, এই ভিডিও ফেক, উন্নততর প্রযুক্তি ব্যবহার করে ঘটনা ধামাচাপা দিতে তৈরি করেছে তৃণমূল। সেখানে কিন্তু শাহজাহানের বক্তব্য, "ওটা ফেক না, ওটা অরিজিনাল।"
দিঘায় জলোচ্ছ্বাস, আনন্দে আত্মহারা পর্যটকেরা

দিঘায় জলোচ্ছ্বাস, আনন্দে আত্মহারা পর্যটকেরা

চলতি সপ্তাহে দিঘায় পর্যটকের ভিড় বাড়ছে। সমুদ্রের ভয়ঙ্কর রূপ উপভোগ করার জন্য বহু পর্যটক এসেছেন। এ দিন জোয়ারের সময় ফুলে ওঠে সমুদ্রের জল। বাতাসের কারণে উত্তাল হয় সমুদ্র। সমুদ্র উত্তাল থাকায় পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন।

Lifestyle and More...