নজরবন্দি ব্যুরোঃ সরস্বতীপুজোর সঙ্গে বাঙালির অভিন্ন হৃদয় যোগ। বাঙালি বিদ্যার দেবির পুজোর দিনটিকে কিছুটা প্রেম দিবস হিসেবেও জানে। সরস্বতীপুজোর দিনটি বসন্ত পঞ্চমী বলেও পরিচিত। বসন্ত পঞ্চমীকে শ্রীপঞ্চমী ও জ্ঞানপঞ্চমীও বলা হয়ে থাকে। বলা হয়, এ দিন আসলে বসন্ত ঋতুর সূচনা হয়। তবে আজকাল সব সময় তা হয় না। বাংলা ক্যালেন্ডারের দিন-তিথি একটু আগে-পরে সরে-সরে পড়ে।
আরও পড়ুনঃ জমি দখল নিয়ে অর্মত্য সেনকে ফের কটাক্ষ করলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।
তবে, এ কথা ঠিক, শীতের বিদায় শুরু হয়ে বসন্তের আগমনের বার্তা অন্তত প্রাকৃতিক ভাবে সূচিত হয়ে যায়। বিশ্বাস, এদিন বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর যথাবিহিত পুজো করলে সেই ব্যক্তি প্রখর জ্ঞান-বুদ্ধি-স্মৃতিশক্তির অধিকারী হন।
আজ, ২৬ জানুয়ারি সরস্বতী পুজো। এই পুজো হয় পঞ্চমী তিথিতে। যদিও ২৫ জানুয়ারি, বুধবার দুপুর ১২টা ৩৪ মিনিটেই পঞ্চমী তিথির সূচনা। পরদিন অর্থাৎ আজ ২৬ জানুয়ারি, বৃহস্পতিবার সকাল ১০টা ২৮ মিনিট পর্যন্ত থাকছে এই পঞ্চমী তিথি। তবে উদয়-তিথি মেনে ২৬ জানুয়ারিই বসন্ত পঞ্চমী ধরা হচ্ছে এবং সেদিনই বিধিমতো সরস্বতী পুজোর অনুষ্ঠান করা হচ্ছে।
আজ সরস্বতী পুজো, এই শ্রীপঞ্চমী তিথিতে রয়েছে একাধিক শুভ যোগ
এই বসন্ত পঞ্চমী তিথিতে একাধিক শুভ যোগ পড়ছে। ২৬ জানুয়ারি শুরু হবে শিব-যোগ; ভোররাত ৩.১০ মিনিট থেকে বিকেল ৩.২৯ মিনিট পর্যন্ত থাকবে এই যোগ। জানা গিয়েছে, এই যোগ শেষ হলেই শুরু হবে সিদ্ধ যোগ। বসন্তপঞ্চমীর দিন সর্বাথ সিদ্ধযোগ শুরু হবে সন্ধে ৬ টা ৫৭ মিনিট থেকে।

এই যোগ চলবে পরদিন সকাল ৭ টা ১২ মিনিট পর্যন্ত। এই যোগে যে কোনও কাজ সফল হবে। বসন্ত পঞ্চমীর দিন শুরু হবে রবি যোগও। বসন্ত পঞ্চমীর দিন রবি-যোগ শুরু হবে সন্ধে ৬ টা ৫৭ মিনিট থেকে।