আজ থেকেই দরজা খুলল জাতীয় গ্রন্থাগার, আসতে পারবে গবেষক পড়ুয়ারা

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ আজ থেকেই দরজা খুলল জাতীয় গ্রন্থাগার, তবে এখনই সমস্ত পড়ুয়াদের জন্য খুলছে না গ্রন্থাগারের দরজা। বন্ধ থাকবে শিশুদের বিভাগও। তবে গবেষণারত পড়ুয়া আসতে চান, তাঁদের আগের দিন অনলাইনে সিট বুক করে আসতে হবে। তবেই মিলবে পড়ার সুযোগ।

আরও পড়ুনঃ ত্রিপুরায় পার্টি অফিস খুলছে তৃণমূল কংগ্রেস, ফিতে কাটবেন অভিষেক

পাশাপাশি সমস্ত বিভাগেই একসঙ্গে কতজন পড়তে পারবে তাঁর নির্দিষ্ট সংখ্যা রয়েছে। একসাথে সকলে পড়তে আসলে কোভিড বিধি লঙ্ঘন হতে পারে। তাই আগে থেকে আসন বুক করে আসতে হবে। গ্রন্থাগার খোলা-বন্ধের সময়ে কোনও পরিবর্তন হচ্ছে না বলে জানানো হয়েছে।

আজ থেকেই দরজা খুলল জাতীয় গ্রন্থাগার, কিন্তু সবার জন্যই জাতীয় গ্রন্থাগার না খুলে শুধু গবেষকদের জন্য কেন খোলা হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন সেখানে নিয়মিত পড়তে যাওয়া কিছু পড়ুয়া। তাঁরা বলেছেন, গবেষকদের থেকে অনেক বেশি সাধারণ পড়ুয়া গ্রন্থাগার ব্যবহার করতেন। তাঁদের ঢোকার অনুমতি কেন দেওয়া হবে না? করোনা-বিধি মেনে অন্যান্য জায়গায় যেমন ৫০ শতাংশ উপস্থিতির অনুমতি দেওয়া হচ্ছে, জাতীয় গ্রন্থাগারেও তেমনই ব্যবস্থা করা হোক।

আজ থেকেই দরজা খুলল জাতীয় গ্রন্থাগার, তবে এখনই সকলের জন্য খুলবে না দ্বার। 

পাঠকদের একাংশের দাবি, শহরের অন্যান্য বড় গ্রন্থাগারগুলিতে এই ভাবে শুধু গবেষকদের জন্য দরজা খোলা হয়নি। সেখানে করোনা-বিধি মেনে সাধারণ পাঠকেরাও যেতে পারছেন। গ্রন্থাগারের ডিরেক্টর অজয়প্রতাপ সিংহ জানান,”এই আটটি ভাষার বিভাগ খোলার প্রস্তুতি প্রায় শেষ। ইন্টার্নশিপের মাধ্যমে কিছু কর্মী নিয়োগ হচ্ছে। মাসখানেকের মধ্যে এই আটটি ভাষার বিভাগ খুলে যাবে বলে আশা করছি।”

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
CAAর জন্য কারও নাগরিকত্ব হারালে আপনার থুতু চাটব আমি, চ্যালেঞ্জ মিঠুনের

CAAর জন্য কারও নাগরিকত্ব হারালে আপনার থুতু চাটব আমি, চ্যালেঞ্জ মিঠুনের

“২টো টার্ম মিথ্যে কথা বলেছে। মুসলমান ভাইদের কিচ্ছু দেয়নি। খালি বলে যাচ্ছে বিজেপি মুসলমানদের দুশমন। বিজেপি মুসলমানদের দুশমন নয়। বিজেপি এলে একটাই ভালো হবে। আপনারা সবাই নাগরিকত্ব পেয়ে যাবেন। আমি চ্যালেঞ্জ করছি আপনাদের”।
ইন্ডিয়া জোট জিতলেই বিনামূল্যে বিদ্যুৎ-চিকিৎসা- শিক্ষা, ভোটের আগে কেজরির গ্যারান্টি

ইন্ডিয়া জোট জিতলেই বিনামূল্যে বিদ্যুৎ-চিকিৎসা- শিক্ষা, ভোটের আগে কেজরির গ্যারান্টি

তিহাড়ে বন্দি থাকার সময় জেল থেকেই সরকারি সিদ্ধান্ত নিচ্ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। লোকসভা নির্বাচনী চলাকালীন ২১ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন তিনি। আর তার পরই তাঁর...
বিজেপি ক্ষমতায় এলে রান্নার গ্যাসের দাম হবে আড়াই হাজার, আশঙ্কা অভিষেকের

বিজেপি ক্ষমতায় এলে রান্নার গ্যাসের দাম হবে আড়াই হাজার, আশঙ্কা অভিষেকের

চতুর্থ দফা লোকসভা নির্বাচনের আগের দিন বাংলার নানান প্রান্তে চলল জমজমাট প্রচার। একদিকে যেমন চার জায়গায় সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ঠিক সেরকমই রবিবাসরীয়...
নতুন করে উত্তপ্ত সন্দেশখালি, ভিডিও ভাইরালের কারণে তৃণমূল নেতাকে মাটিতে ফেলে মারধর!

নতুন করে উত্তপ্ত সন্দেশখালি, ভিডিও ভাইরালের কারণে তৃণমূল নেতাকে মাটিতে ফেলে মারধর!

বিগত তিন মাসেরও বেশি সময় ধরে শিরোনামে সন্দেশখালি। এরই মধ্যে দু'টি স্টিং ভিডিও প্রকাশ হওয়ায় শুরু হয়েছে বিতর্ক। রবিবার নির্বাচনের মধ্যেই সন্দেশখালিতে শুরু হল নতুন করে অশান্তি। ভিডিও ভাইরালের কারণে তৃণমূলের এক নেতাকে বাড়ি থেকে বের করে মারধর করলেন মহিলারা।
সন্দেশখালিতে বিজেপির হয়ে কাজ করছে জাতীয় মহিলা কমিশন! নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

সন্দেশখালিতে বিজেপির হয়ে কাজ করছে জাতীয় মহিলা কমিশন! নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

সন্দেশখালির ঘটনা নিয়ে নেতিবাচক ভাবনা তৈরি করে বিজেপি রাজনৈতিক ফসল তুলতেই এমন কৌশল নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। শুধু তাই নয়, জাতীয় মহিলা কমিশনের এমন প্রচেষ্টাকে ‘ষড়যন্ত্র’, ‘প্রতারণা’, ‘জালিয়াতি’ হিসাবে দেখিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে তৃণমূলের তরফে।

Lifestyle and More...