নজরবন্দি ব্যুরোঃ মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণের পরেই কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীকে গ্রেফতার করল পুলিশ। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। এই মুহুর্তে কৌস্তভকে ব্যাঙ্কশাল আদালতের পথে নিয়ে যাওয়া হচ্ছে। সকাল থেকেই বিক্ষোভে শামিল হচ্ছে কংগ্রেসের নেতারা। এরই মধ্যে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক সময়ে কংগ্রেসকে প্রতিদান দিচ্ছে।
আরও পড়ুনঃ SSC: হু হু করে বাড়ছে চাকরি বাতিলের সংখ্যা, স্বচ্ছতা নিয়ে প্রশ্নের মুখে সরকার
নন্দীগ্রামের বিধায়কের কথায়, ভবানীপুরের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় কমপার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বিধায়ক হওয়ার জন্য মুখ্যমন্ত্রীর পদ বাঁচানোর জন্য। তখন এই প্রদেশ কংগ্রেস প্রার্থী না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থনের ঘোষণা করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক সময়ে কংগ্রেসকে তার প্রতিদান দিচ্ছেন।

এরপরেই তৃণমূল এবং কংগ্রেসের যোগ নিয়ে খোঁচা দিয়ে বলেন, আমি আশা করব কংগ্রেসের সর্বভারতীয় নেতা কপিল সিব্বাল বা অভিষেক মনু সিংভি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারকে প্রতিদিন নানাভাবে সাহায্য করছেন, ঠিক একইভাবে কপিল সিব্বাল ও অভিষেক মনু সিংভির সহকর্মী তাঁকেও সাহায্য করবে তাঁর জামিনের বিষয়ে সাহায্য করবে। এমনটাই আশা করব।
মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক সময়ে কংগ্রেসকে প্রতিদান দিচ্ছে, খোঁচা শুভেন্দুর

ইতিমধ্যেই কৌস্তভের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ৫০৪, ৫০৫, ৫০৬, ৫০৯, ৩৫৪ এ এবং ১২০ বি ধারায় আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে গ্রেফতার করা হয়। কৌস্তভকে গ্রেফতারের প্রতিবাদে একযোগে সরব হয়েছে বাম ও কংগ্রেস। গ্রেফতারের সময় কৌস্তভ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছেন, এভাবে ভয় দেখিয়ে কণ্ঠরোধ করা যাবে না, গ্রেফতারির পর প্রতিক্রিয়া কৌস্তভ বাগচীর।