কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের হিসাব চাইল কমিশন, সাড়ে চার ঘণ্টা সময় কেন লাগল? প্রশ্ন বিরোধীদের

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের দিন অশান্তির ঘটনায় প্রায় সাড়ে চার ঘণ্টা পর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের হিসেব চাইল রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই জেলাশাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছে। এনিয়ে কটাক্ষ করতে পিছু পা হয়নি বিরোধীরা। আজ সকাল থেকে একের পর এক অশান্তি হলেও ‘খোঁজ’ ছিল না রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার। কমিশনে কন্ট্রোল রুম খোলা হয়, লাগাতার ফোন আসায় নাজেহাল অবস্থা হয় আধিকারিকদের কিন্তু কমিশনারের দেখা পাওয়া যায়নি। অবশেষে দীর্ঘ সাড়ে চার ঘণ্টা পর পদক্ষেপ করলেন তিনি।

আরও পড়ুন: লালগোলায় তৃণমূল সিপিএম সংঘর্ষ, ফের নিহত এক বাম কর্মী

রাজ্য নির্বাচন কমিশনের তরফে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, জেলায় জেলায় কোন কোন বুথে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, তার হিসেব পেশ করতে হবে। বুথগুলিকে স্পর্শকাতর এবং স্পর্শকাতর নয়, এই দুইভাগে ভাগ করে তালিকা পাঠাতে বলা হয়েছে। তবে কতজন জওয়ান মোতায়েন রয়েছে তার পুঙ্খানুপুঙ্খ হিসেব প্রয়োজন নেই বলেই জানিয়েছে কমিশন। বিরোধীদের পাল্টা প্রশ্ন, ‘কেন্দ্রীয় বাহিনীর হিসেব চাইতে কেন সাড়ে চার ঘণ্টা লেগে গেল?’ এদিকে রাজ্য নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হলেও শনিবার রাজ্যে মোট ৬৫০ কোম্পানি বাহিনী পৌঁছেছে। বিরোধীদের অভিযোগ, বিভিন্ন জায়গায় অশান্তির সময় সশস্ত্র পুলিশকর্মীদের ভূমিকা ছিল নিষ্ক্রিয়।

কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের হিসাব চাইল কমিশন, সাড়ে চার ঘণ্টা সময় কেন লাগল? প্রশ্ন বিরোধীদের

সূত্রে খবর, ভোটের আগে শুক্রবার রাত থেকে কমিশনের অফিসে ১০ জন আধিকারিক রয়েছেন। রাত থেকেই একের পর এক অশান্তির খবর আসছে। পরিস্থিতি সামলাতে কার্যত হিমশিম খেতে হচ্ছে সকলকে। আজ সকাল ৭ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এরপরই সামনে আসে একাধিক সন্ত্রাসের ছবি। ব্যালট পেপারে আগুন, বোমাবাজি, ব্যালট বাক্স লুট, ব্যালট পেপারে আগুন জ্বালিয়ে দেওয়ার মত ঘটনা ঘটেছে। কিন্তু কমিশনার কোনও পদক্ষেপ না নেওয়ায় তাঁর ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। জানা যায়, আজ ভোট শুরু হওয়ার তিন ঘণ্টা পর কমিশনে আসে রাজীব সিনহা।

কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের হিসাব চাইল কমিশন, সাড়ে চার ঘণ্টা সময় কেন লাগল? প্রশ্ন বিরোধীদের
কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের হিসাব চাইল কমিশন, সাড়ে চার ঘণ্টা সময় কেন লাগল? প্রশ্ন বিরোধীদের

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের ভোটপর্বে অশান্তির ঘটনায় সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এনিয়ে রাজ্য নির্বাচন কমিশনারকে ফোন করে কার্যত ক্ষোভ উগরে দিয়েছেন বলেও জানা গিয়েছে। ফোনে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেছেন, “আর কত রক্ত চাই আপনার? তারপর বলেছি, সন্ধ্যা ৬টার পর আমি যাচ্ছি আপনার কার্যালয়ে তালা ঝোলাতে। পুলিশকে বলে রাখবেন।” এমনকি আজকের এই নির্বাচনকে ‘অবৈধ’ আখ্যা দিয়েছেন বিজেপি বিধায়ক।

কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের হিসাব চাইল কমিশন, সাড়ে চার ঘণ্টা সময় কেন লাগল? প্রশ্ন বিরোধীদের

কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের হিসাব চাইল কমিশন, সাড়ে চার ঘণ্টা সময় কেন লাগল? প্রশ্ন বিরোধীদের

 

Related News

Health

করোনার পর বাড়ছে মাঙ্কি ফিভারের দাপট, এই রোগের উপসর্গ কী? সতর্ক হন এখনই

করোনার পর বাড়ছে মাঙ্কি ফিভারের দাপট, এই রোগের উপসর্গ কী? সতর্ক...

চিকিৎসকদের মতে, বাঁদরের কামড় থেকেই মাঙ্কি ভাইরাসের সংক্রমণ ছড়ায়। এক্ষেত্রে সরাসরি বাঁদরের কামড় খেলে কিংবা বাঁদরের কামড় বসানো ফল খেলেও এই রোগে সংক্রমিত হয়।
শেষ হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগ ম্যাচ, সুপার আটে কোন কোন দল?

শেষ হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগ ম্যাচ, সুপার আটে কোন কোন দল?

এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে পৌঁছেছে বাংলাদেশ।সুপার এইট এর ম্যাচ শুরু হবে আগামী উনিশে জুন। সুপার এইটে ভারতের সামনে যে তিনটি দল থাকবে তারা হল বাংলাদেশ, আফগানিস্তান অস্ট্রেলিয়া
যে ৫ কারণে লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পেল না বিজেপি, কী বলছে গবেষণা?

যে ৫ কারণে লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পেল না বিজেপি, কী বলছে গবেষণা?

এখনও চুলচেরা বিশ্লেষণ চলছে বিজেপির এই বিপর্যয়ের কারণ নিয়ে। আসুন দেখে নেওয়া বিশেষজ্ঞরা কোন ৫ গুরুত্বপূর্ণ কারণ দেখিয়েছেন বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার নেপথ্যে!
সংঘর্ষ বিরোধী ডিভাইস ছিল না ট্রেনে, কী এই অ্যান্টি কলিশন ডিভাইস?

সংঘর্ষ বিরোধী ডিভাইস ছিল না ট্রেনে, কী এই অ্যান্টি কলিশন ডিভাইস?

তবে এখনও পর্যন্ত হাওড়া-গুয়াহাটি রুটে কবচ ব্যবস্থা চালু করা যায়নি। তাই প্রশ্ন উঠছে যে অ্যান্টি কলিশন ডিভাইস থাকলে হয়তো এত গুলো মানুষের প্রাণ অকালে ঝড়ে যেতনা। আর এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছেন রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে।
আমার তৈরি সিস্টেম আজও কার্যকর হল না কেন? রেলকে প্রশ্ন করে উত্তরবঙ্গে রওনা দিলেন মমতা

আমার তৈরি সিস্টেম আজও কার্যকর হল না কেন? রেলকে প্রশ্ন করে উত্তরবঙ্গে রওনা দিলেন...

রেল সূত্রে খবর, সিগন্যালিং সিস্টেমে সমস্যার কারণেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির সংঘর্ষ হয়। সিগন্যাল ফেল করেই মালগাড়িটি ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পার্সেল ভ্যান মালগাড়ির ইঞ্জিনের ছাদে উঠে যায়। পিছনের কামরাটি দুমড়ে মুচড়ে যায়।

শাহরুখের পর এবার জুটি বাঁধছেন অ্য়াটলি-সলমন, হিট হবে ভাইজানের পরের ছবি?

এমনিতেই সলমনের একটা বিগ হিট দরকার। অনেক আশা নিয়ে টাইগার থ্রি তৈরি করেছিলেন তিনি। তবে মারকাটারি সেই ছবি, বক্স অফিসে তেমন ব্যবসা দিতে পারেনি।এবার দেখার যে যদি এই জুটি একসাথে কাজ করে তা হলে সলমনের ভাগ্যে আরও একটা বিগ হিট থাকে কিনা।

Lifestyle and More...