বোর্ড প্রেসিডেন্ট সৌরভের ভাবনায়, দেশের মাটিতেই হতে পারে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো : বোর্ড প্রেসিডেন্ট সৌরভের ভাবনায়, দেশের মাটিতেই হতে পারে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ।করোনা আবহে সোমবার সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ভারতের মাটিতেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়ে রাখলেন। এরই সঙ্গে বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের কথাও উঠে আসে বোর্ড প্রেসিডেন্টের মুখ থেকে।

আরও পড়ুনঃ সমস্ত জল্পনার অবসান। গোয়ার হয়ে খেলবেন অশোক দিন্দা।

ভারতের মাটিতে সিরিজ আয়োজন প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন,’এটা (ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ) ভারতে আয়োজন অগ্রাধিকার পাবে। আমরা চেষ্টা করব যেন ভারতের মাটিতে হয়। সংযুক্ত আরব আমিরাতে সুবিধাটা হলো, তাদের তিনটি স্টেডিয়াম আছে (আবু ধাবি, দুবাই, শারজাহ)।’

বিসিসিআই সম্প্রতি এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে সেখানে ম্যাচ আয়োজনের ব্যাপারে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। একই সুবিধা দেশের মাটিতেও আছে বলে মনে করেন সৌরভ।

বোর্ড প্রেসিডেন্ট সৌরভের ভাবনায়,ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে সিরিজ আয়োজনের ম্যাচ ভেন্যু প্রসঙ্গে সৌরভের কথায়, ‘মুম্বইয়ের সিসিআই, ওয়াংখেড়ে ও ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আমাদেরও একই সুযোগ-সুবিধা রয়েছে। আমাদের ইডেন গার্ডেন্সও রয়েছে (কলকাতায়)।’ সঙ্গে বোর্ড প্রেসিডেন্ট জুড়ে বলেছেন,’আমাদের একটা বায়ো বাবল ব্যবস্থা গড়ে তুলতে হবে। আমরা আমাদের ক্রিকেট ভারতে ধরে রাখতে চাই, এটাই খেলার উপযুক্ত জায়গা, এখানেই খেলার প্রাণ। তবে আমরা কোভিড-১৯ পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’প্রসঙ্গত, আগামী বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে সিরিজটি আয়োজনের কথা রয়েছে।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
ছাপ্পা-অশান্তি-রক্তারক্তিতে শেষ চতুর্থ দফা, কত শতাংশ ভোট পড়ল বাংলায়?

ছাপ্পা-অশান্তি-রক্তারক্তিতে শেষ চতুর্থ দফা, কত শতাংশ ভোট পড়ল বাংলায়?

উত্তরবঙ্গ থেকে ভোট যত দক্ষিণের দিকে আসছে, ততই যেন চেনা ছবি দেখা যাচ্ছে বাংলায়। চতুর্থ দফায় ছাপ্পা থেকে শুরু করে অশান্তি, রক্তারক্তিকাণ্ড কিছুই বাকি গেল না। বিশেষ করে বর্ধমান-দূর্গাপুর কেন্দ্রের তুল্ল্যা বাজার কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করল।
অভিযুক্ত অযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের তথ্য সংগ্রহের কাজ শুরু করল সিবিআই

অভিযুক্ত অযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের তথ্য সংগ্রহের কাজ শুরু করল সিবিআই

এসএসসি পরীক্ষা থেকে চাকরি পাওয়া পর্যন্ত ২০১৬ সালে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি সংগ্রহের কাজ করেছে সিবিআই। প্রার্থীর পরীক্ষার রেজাল্ট, ইন্টারভিউ, শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শংসাপত্র, চাকরির নিয়োগপত্র, বেতনের নথি সহ যাবতীয় তথ্য যাচাই করে দেখছেন তদন্তকারীরা।
প্লে অফ নিশ্চিত, গুজরাটের বিরুদ্ধে কেমন হতে পারে নাইটদের প্রথম একাদশ

প্লে অফ নিশ্চিত, গুজরাটের বিরুদ্ধে কেমন হতে পারে নাইটদের প্রথম একাদশ

কারণ রাজস্থান রয়‌্যালস, তারা দুনম্বরেই রয়ে গিয়েছে। কেকেআর যদি শেষ দুটো ম‌্যাচ জিততে পারে গ্রুপ শীর্ষে থেকেই শেষ করবেন শ্রেয়সরা।
অবশেষে গলল বরফ? তৃণমূলের তারকা প্রচারক হিসাবে প্রত্যাবর্তন ঘটালেন কুণাল!

অবশেষে গলল বরফ? তৃণমূলের তারকা প্রচারক হিসাবে প্রত্যাবর্তন ঘটালেন কুণাল!

কুণাল ঘোষ। দলের রাজ্য সম্পাদক পদের পাশাপাশি লোকসভা নির্বাচনের তারকা প্রচারক হিসাবেও তাঁকে বাদ দিয়েছিল তৃণমূল কংগ্রেস। তিনি নিজেও বলেন, আমি সিস্টেমে মিসফিট। কিন্তু, তৃণমূলের একনিষ্ঠ সৈনিক হিসাবেই তিনি থাকবেন তাও জানান।
'৪ জুনের আগে শেয়ার কিনে রাখুন', কেন এমন বললেন অমিত শা

‘৪ জুনের আগে শেয়ার কিনে রাখুন’, কেন এমন বললেন অমিত শা

ওইদিন ব্যাপক ভোটে জয়ী হবেন বলে আত্মবিশ্বাসী শাহ। সাক্ষাৎকারে তিনি বলেন, “শেয়ার বাজার আবারও উর্ধ্বমুখী হবে। কারণ স্থায়ী সরকার থাকলে স্টক মার্কেটে যথেষ্ট লাভ হয়”।

Lifestyle and More...