29th KIFF: এবছর কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে থাকবেন শাহরুখ,সলমন ও অনিল, ঘোষণা মমতার

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হতে যাচ্ছে আগামী ৫ ডিসেম্বর থেকে। প্রতিবারের মতো এবছরও এক সপ্তাহ ধরে চলবে এই উৎসব। দেশ বিদেশের ছবি প্রদর্শিত হবে একাধিক সিনেমাহলে। প্রতিবছরই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে উপস্থিত থাকেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, বাংলা ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান।

আরও পড়ুন: গোটা ‘প্রধান’ টিম উড়ল উত্তরবঙ্গে, মাঝ আকাশ থেকে ভিডিয়ো শেয়ার করলেন বিশ্বনাথ

এবছর তাদের সঙ্গে মঞ্চে থাকবেন সালমান খান ও অনিল কাপুরও। বুধবার মুম্বইয়ে সাংবাদিকদের সামনে এমনই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘কলকাতায় বড় করে চলচ্চিত্র উৎসব হয়। অমিতাভ বচ্চনজি না এলে তো আমাদের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবই হবে না। আমি আমন্ত্রণ জানিয়ে এসেছি।

এবছর কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে থাকবেন শাহরুখ,সলমন ও অনিল, ঘোষণা মমতার

শাহরুখ, সলমনও আসবেন, অনিল কাপুরও হ্যাঁ বলেছেন। মহেশ ভাটজিও আসেন।’ এদিকে, বুধবার অমিতাভ বচ্চনের জলসায় গিয়ে বচ্চন পরিবারের সঙ্গে আড্ডা দেওয়ার পাশাপাশি বিগ বি-কে রাখিও পরিয়েছেন মমতা।

এবছর কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে থাকবেন শাহরুখ,সলমন ও অনিল, ঘোষণা মমতার

29th KIFF: এবছর কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে থাকবেন শাহরুখ,সলমন ও অনিল, ঘোষণা মমতার

শুধু তাই নয়, দুর্গাপুজোয় কলকাতায় আসার আমন্ত্রণও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, এই বছরেই মৃণাল সেনের জন্মশতবার্ষিকী সেই উপলক্ষ্যে এবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁর ছবির মাধ্যমেই শ্রদ্ধার্ঘ্য জানানো হবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি পরিচালক মৃণাল সেনকে। তবে শুধুমাত্র মৃণাল সেন নন, এবছর ট্রিবিউট জানানো হবে বলিউডের ম্যাটিনি আইডল দেব আনন্দকে।

29th KIFF: এবছর কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে থাকবেন শাহরুখ,সলমন ও অনিল, ঘোষণা মমতার

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আজই কি হাবাসের কোচিং জীবনের ইতি? কোচের মন্তব্যে জল্পনা শুরু

আজই কি হাবাসের কোচিং জীবনের ইতি? কোচের মন্তব্যে জল্পনা শুরু

অনেকের আবার ধারণা, সরাসরি কোচ না থাকলেও অন্য কোনও দায়িত্বে থাকতে পারেন হাবাস। যেমনটা কলিঙ্গ সুপার কাপের আগে ছিলেন। শেষপর্যন্ত জুয়ান ফেরান্দোকে সরিয়ে তাঁকে মোহনবাগানের হেড কোচ করা হয়েছিল। সেখান থেকে ধুঁকতে থাকা দলকে তুলে লিগ শিল্ড জিতিয়েছেন।
সপ্তাহান্তে স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস, আসছে বৃষ্টি

সপ্তাহান্তে স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস, আসছে বৃষ্টি

সোমবার থেকে রাজ্যের বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টি শুরু হবে বলে হাওয়া অফিস জানিয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। আর সে কারণেই রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
যোগ্য-অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব, মোদির আশ্বাসের পরেই উল্টোসুর SSC চেয়ারম্যানের

যোগ্য-অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব, মোদির আশ্বাসের পরেই উল্টোসুর SSC চেয়ারম্যানের

আজ আবার চাকরিহারারা করুণাময়ীতে অবস্থান বিক্ষোভে নামেন। তাঁদের বক্তব্য, তাঁরা যোগ্য। তাই চাকরি ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ, এই নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে ফের একবার উত্তাল রাজ্য-রাজনীতি।
সবকিছু আপনার ইচ্ছামতো হবে না, আইপিএল এ অধিনায়কত্ব নিয়ে অবশেষে মুখ খুললেন রোহিত

সবকিছু আপনার ইচ্ছামতো হবে না, আইপিএল এ অধিনায়কত্ব নিয়ে অবশেষে মুখ খুললেন রোহিত

একাধিক অধিনায়কের নেতৃত্বে খেলেছি। ফলে ব্য়াপারটা আমার কাছে আলাদা বা নতুন কিছু নয়। আমার জন্য় যা তোলা আছে, সেভাবেই আমাকে চলতে হবে। তারপর প্লেয়ার হিসেবে আমার থেকে কী চাওয়া হচ্ছে, সেটাই পূরণ করার চেষ্টা করেছি বিগত এক মাস বা তার বেশি সময়ে ধরে।'

বিরোধীদের চেয়ে বেশি ক্ষতিকর কুণাল ঘোষ! যেন বহুদিনের ক্ষোভ উগড়ে দিলেন পার্থ

শুধু দলের রাজ্য সম্পাদক পদ থেকেই নয়, তারকা প্রচারকের তালিকা থেকেও কুণাল ঘোষকে সরিয়ে দিয়েছে তৃণমূল। অভিযোগ, বারংবার দলবিরোধী মন্তব্য করছেন তিনি। যদিও কুণালের সাফ কথা, তিনি দলের সৈনিক কিন্তু সত্য কথা বলতে তিনি পিছপা হবেন না।

Lifestyle and More...