চেকবই এর প্রতি পৃষ্ঠার দাম ৫ টাকা, ব্যাঙ্ক SMS পাঠালে আপনাকে গুনতে হবে ২৫ পয়সা!

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ চেকবই এর প্রতি পৃষ্ঠার দাম ৫ টাকা, ব্যাঙ্ক SMS পাঠালে আপনাকে গুনতে হবে ২৫ পয়সা! বাড়ানো হল অতিরিক্ত চার্জ, নতুন নিয়ম চালু করল SBI, Axis সহ একাধিক ব্যাঙ্ক! আজ থেকেই চালু হচ্ছে নতুন নিয়ম। আপনি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(SBI), আক্সিস ব্যাঙ্ক(Axis Bank), সিন্ডিকেট ব্যাঙ্ক(Syndicate Bank) বা আইডিবিআই(IDBI) ব্যাঙ্কের গ্রাহক হন। তাহলে অবশ্যইনতুন নিয়ম গুলি জেনে রাখুন।

আরও পড়ুনঃ বড় ধাক্কা সাধারনের হেঁসেলে, চলতি বছরেই রান্নার গ্যাসের দাম বাড়ল ১৪০ টাকা!

  • স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(SBI): আজ থেকে স্টেট ব্যাঙ্কের ATM বা ব্র্যাঞ্চ থেকে মোট চারবার বিনা শুল্কে টাকা তোলা যাবে। প্রথম চারবারের পর থেকে প্রতিবার টাকা তোলার জন্য ১৫ টাকা মাশুল সহ জিএসটি দিতে হবে। পাশাপাশি বেসিক সেভিংস অ্যাকাউন্টের চেক বইতে প্রথম ১০টি পাতা বিনামূল্যে পাবেন। ১০ এর বেশি পাতা নিতে হলে তা কিনতে হবে। প্রথম ১০ পাতার পর পরের ১০ পাতা পিছু দাম পড়বে ৪০ টাকা+জিএসটি, ২৫ পাতার জন্য ৭৫ টাকা+জিএসটি। তবে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এই চার্জ প্রযোজ্য হবে না।
  • আক্সিস ব্যাঙ্ক(Axis Bank):স্টেট ব্যাঙ্কের মতোই অ্যাক্সিস ব্যাঙ্কও প্রথম কয়েকবার  বিনা শুল্কে টাকা তোলার পর এটিএম-এ টাকা তোলার ক্ষেত্রে মাশুলের পরিমাণ বৃদ্ধি করছে। ১ জুলাই থেকে নূন্যতম ব্যালেন্স-এর পরিমাণও বাড়িয়ে দিয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক। পশাপাশি অ্যাএক্সিস ব্যাঙ্কের গ্রাহকরা যে এসএমএস পান ব্যাঙ্কের তরফে। এবার থেকে OTP SMS ছাড়া সব কিছুর জন্যে ২৫ পয়সা মাশুল গনতে হবে এসএমএসপিছু!
  • সিন্ডিকেট ব্যাঙ্ক(Syndicate Bank): সিন্ডিকেট ব্যাঙ্কের গ্রাহকদের আজ বৃহস্পতিবার, অর্থাৎ ১ জুলাই থেকে নতুন IFSC কোড ব্যবহার করতে হবে। কানারা ব্যাঙ্কের সঙ্গে সংযুক্তিকরণের জন্য এই নিয়ম চালু করা হয়েছে। ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার ব্র্যাঞ্চের নতুন কোড সংগ্রহ করতে পারেন। অথবা ব্যাঙ্কের ব্রাঞ্চে যোগাযগ করুন।
  • আইডিবিআই(IDBI BANK): SBI-এর মতই এই ব্যাঙ্কেও চেকবই-এর দাম বাড়ানো হচ্ছে ব্যাপকভাবে। এবার থেকে প্রথম ২০টা পাতা বিনামূল্যে দেওয়া হবে। তারপর প্রতি পাতা ৫ টাকা করে কিনতে হবে গ্রাহকদের। শুধুমাত্র ‘সাবকা সেভিংস’ অ্যাকাউন্ট যাঁদের আছে, তাঁরাই বাদ পড়ছেন অতিরিক্ত মাশুলের আওতা থেকে।চেকবই এর প্রতি পৃষ্ঠার দাম ৫ টাকা, ব্যাঙ্ক SMS পাঠালে আপনাকে গুনতে হবে ২৫ পয়সা! আজ থেকেই চালু হচ্ছে নয়া নিয়ম!

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
গৌতম গম্ভীর কি পরবর্তী ভারতীয় কোচ? কথা চালাচ্ছে BCCI

গৌতম গম্ভীর কি পরবর্তী ভারতীয় কোচ? কথা চালাচ্ছে BCCI

তিনি কেকেআর এর মেন্টর হিসেবে কাজ করছেন। আর এই বার কেকেআর প্লেঅফে উঠে গিয়েছে। এর আগে কোচিং করিয়েছেন লখনউ সুপার জায়ান্টসেও। তাদেরকেও দুবার প্লে অফে তুলেছেন গম্ভীর। কোনও আন্তর্জাতিক বা ঘরোয়া দলে কোচিংয়ের অভিজ্ঞতা না থাকলেও, তাঁকেই কোচের দৌড়ে শীর্ষে রাখছে বিসিসিআই।
ক্যান্সার আক্রান্ত বাম কর্মীকে মারধর, পাটুলি থানা ঘেরাওয়ের ডাক দিলেন সৃজন

ক্যান্সার আক্রান্ত বাম কর্মীকে মারধর, পাটুলি থানা ঘেরাওয়ের ডাক দিলেন সৃজন

শুক্রবার সিপিআইএম-এর একটি পথসভা চলছিল। তখনই সেই ব্যক্তিকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় সরব হয়েছেন যাদবপুরের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য।
এবার রোজভ্যালি কাণ্ডেও নাম জড়াল দেবের, কী বললেন ঘাটালের প্রার্থী

এবার রোজভ্যালি কাণ্ডেও নাম জড়াল দেবের, কী বললেন ঘাটালের প্রার্থী

আর এই নিয়ে আমার কাছে কোনও নোটিস আসেনি। অনেকেই ছিলেন সেই সময়। আর এই ঘটনা আজকের নয়। অনেকদিন আগের। ওই ইভেন্টে আরও অনেক অভিনেতা ও অভিনেত্রী পারফর্ম করেছিলেন।
এবার রাজ্যের সমস্ত শিক্ষককেই প্রমাণ দিতে হবে তিনি শিক্ষকের চাকরিতে যোগ্য কিনা, নির্দেশ শিক্ষা দফতরের

এবার রাজ্যের সমস্ত শিক্ষককেই প্রমাণ দিতে হবে তিনি শিক্ষকের চাকরিতে যোগ্য কিনা, নির্দেশ শিক্ষা...

মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলায় শিক্ষক নিয়োগ এসেছিল। এই নিয়ে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। গোটা রাজ্যে অবৈধ নিয়োগ আছে কিনা তা খুঁজে নির্দেশ দেন বিচারপতি। ফলে প্রশ্ন উঠেছে ৩০-৩৫ বছর আগে যাঁরা নিযুক্ত হয়েছেন, সেই শিক্ষকদের তথ্য কেন দিতে হবে? সেই প্রশ্নও তুলেছেন অনেকে।
প্রচারে বেরিয়ে সপাটে চর খেলেন কানহাইয়া কুমার, দিল্লিতেই আক্রান্ত কংগ্রেস প্রার্থী

প্রচারে বেরিয়ে সপাটে চর খেলেন কানহাইয়া কুমার, দিল্লিতেই আক্রান্ত কংগ্রেস প্রার্থী

এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন আপ-এর কাউন্সিলর ছায়া গৌরব শর্মা৷ তাঁর দাবি, কানহাইয়া কুমারকে নিয়ে তিনি কর্তার নগরের দলীয় কার্যালয় থেকে বেরনোর সময়ই সাত থেকে আটজন হামলা চালায়৷

Lifestyle and More...