Rajabazar Fire: রাজাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, এলাকা ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ সপ্তাহের প্রথম দিনেই রাজাবাজারে ভয়াবহ অগ্নিকান্ড। রাজাবাজারে ট্রাম ডিপো ও ভিক্টোরিয়া কলেজের মাঝের রাস্তার সামনে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন লেগে যায়। আর এরজেরেই ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গাড়িতে আগুন লাগার প্রায় মিনিট দশেক পর এলাকায় এসে পৌঁছয় দমকল।

আরও পড়ুনঃ গোটা মন্ত্রিসভার জেলে যাওয়া উচিত, কেন এমন বললেন শুভেন্দু? কি যুক্তি?

কিন্তু তার মাঝেই  আগুনে ঝলসে যায় গাড়িটি। একের পর এক চাকা ফাটার আওয়াজে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে কিভাবে গাড়িতে আগুন লাগে তা এখনও পর্যন্ত জানা যায়নি। প্রতক্ষদর্শীদের জানিয়েছেন, রাজাবাজার থেকে শ্যামবাজারের দিকে যাচ্ছিল গাড়িটি ।

রাজাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, এলাকা ঘিরে চাঞ্চল্য
রাজাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, এলাকা ঘিরে চাঞ্চল্য

আচকাই সেই গাড়িতে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তখন দাউ দাউ করে গাড়িতে জ্বলছিল আগুন। জানা গিয়েছে, আগুন লাগার সময় গাড়িতে ছিলেন এক ব্যক্তি। কিন্তু তিনি আগুন জ্বলে উঠতে দেখেই কোনও মতে গাড়ি থেকে বেরিয়ে আসেন।  আর তারপরেই গোটা গাড়িতে আগুন লেগে যায়।

রাজাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে পোঁছায় দমকল

Rajabazar Fire: রাজাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, এলাকা ঘিরে চাঞ্চল্যকিন্তু দমকল আধিকারিকদের প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে জানা গিয়েছে। তবে শেষ রক্ষা পেল না গাড়িটি। দমকল কর্মীরা গাড়ি নেভাতে চেস্টা করলেও গাড়িটি ভস্মীভূত হয়ে যায়। তবে কি কারণে আগুন লাগেছিল তা  দমকলকর্মীরা ইতিমধ্যেই খুটিয়ে দেখতে শুরু করেছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, গাড়িটিতে শর্টসার্কিটের জন্য আগুন লেগে যায়।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
মাঠেই রাহুলকে ধমক, ফুঁসছেন ভক্তরা, বাঁচতে ইন্সটাগ্রামে কমেন্ট বন্ধ করলেন শিল্পপতি!

মাঠেই রাহুলকে ধমক, ফুঁসছেন ভক্তরা, বাঁচতে ইন্সটাগ্রামে কমেন্ট বন্ধ করলেন শিল্পপতি!

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ বলেন, "মানছি যে উনি দলের মালিক। দলের প্রতি আবেগপ্রবণ হওয়ারই কথা। এই মুহূর্তে একটা ম্যাচ খেলে ওরা বিধ্বস্ত। ক্রিকেটারেরাও আবেগ নিয়ন্ত্রণ করতে পারছে না। এমন অবস্থায়, এ ধরনের কথাবার্তা রুদ্ধদ্বারে হওয়া উচিত ছিল।"
বিশ্বকাপে বিরাটের ব্যাট করা উচিৎ কত নম্বরে? জানিয়ে দিলেন সৌরভ

বিশ্বকাপে বিরাটের ব্যাট করা উচিৎ কত নম্বরে? জানিয়ে দিলেন সৌরভ

তিনি আরও বলেন, “অসাধারণ একটা দল। সবচেয়ে ভাল যে দলটা বাছা যেত সেটাই হয়েছে। ব্যাটিংয়ের গভীরতাই শুধু নয়, বোলিং বিভাগও দারুণ লাগছে। এই মুহূর্তে বুমরা বিশ্বের সেরা জোরে বোলার। কুলদীপ, অক্ষর, সিরাজের মধ্যে অভিজ্ঞ বোলারেরা রয়েছে। এখন আমাদের হাতে থাকা এটাই সেরা কম্বিনেশন”।
অপেক্ষার অবসান, আজ থেকে খুলে গেল কেদারনাথ মন্দিরের দরজা

অপেক্ষার অবসান, আজ থেকে খুলে গেল কেদারনাথ মন্দিরের দরজা

“ভক্ত ও তীর্থযাত্রীরা এই যাত্রার জন্য বছরভর অপেক্ষা করে থাকেন। আজকে অক্ষয়তৃতীয়ার পবিত্র দিনে খুলে গেল মন্দিরের দরজা। মন্দিরের দরজা খুলতেই বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়েছে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে প্রথম পুজো দেওয়া হয়। পূর্ণাঙ্গ আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে দর্শন।”
মিথ্যে অভিযোগ দিয়ে সন্দেশখালিকে অশান্ত করার ষড়যন্ত্র বিজেপির, রেখার বিরুদ্ধে FIR করল তৃণমূল

মিথ্যে অভিযোগ দিয়ে সন্দেশখালিকে অশান্ত করার ষড়যন্ত্র বিজেপির, রেখার বিরুদ্ধে FIR করল তৃণমূল

ভাইরাল ভিডিও-তে দেখা গিয়েছে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে যিনি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে মহিলাদের ২ হাজার টাকার বিনিময়ে মিথ্যে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।
ক্ষমতা থাকলে চেম্বারের ফুটেজ দেখাক! শ্লীলতাহানি মামলায় রাজ্যপালকে 'সুপ্রিম' হুঁশিয়ারি অভিষেকের

ক্ষমতা থাকলে চেম্বারের ফুটেজ দেখাক! শ্লীলতাহানি মামলায় রাজ্যপালকে ‘সুপ্রিম’ হুঁশিয়ারি অভিষেকের

রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মচারী রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য-রাজনীতি।

Lifestyle and More...