নজরবন্দি ব্যুরো: আগামী বছর লোকসভা নির্বাচন। এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। কয়েকমাসের মধ্যেই দিনক্ষণ ঘোষণা করে দেবে জাতীয় নির্বাচন কমিশন। হেভিওয়েট নেতারা কোন কেন্দ্র থেকে প্রার্থী হবেন, এনিয়ে আলোচনা প্রচুর। আসন্ন লোকসভায় বাংলার বহরমপুর কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন রাহুল গান্ধী! কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হল।
আরও পড়ুন: ‘কাজের কাজ তো কিছুই হয়নি’, বিদেশ ফেরত মুখ্যমন্ত্রীর পায়ের চোট নিয়ে বিস্ফোরক Dilip Ghosh
সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর সাংসদ অধীর চৌধুরী (Adhir Chowdhury) বলেন, “রাহুল গান্ধী কারও অনুমতি নিয়ে দাঁড়াননি। কংগ্রেস ওয়েনাড়ে কেন্দ্রে লড়াইয়ের জন্য রাহুলকে টিকিট দিয়েছিল। সেখানে তিনি জিতেছিলেন। আমেঠিতে হেরেছিলেন। দল ঠিক করবে রাহুল গান্ধী (Rahul Gandhi) কোথায় দাঁড়াবেন? আমেঠিতে দাঁড়াতে পারেন, ওয়েনাড়ে দাঁড়াতে পারেন, আবার বহরমপুরেও দাঁড়াতে পারেন!” অধীরের মন্তব্যের পর থেকেই নানা জল্পনা শুরু হয়েছে। তবে কি বাংলায় প্রার্থী হবেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি? অধীরের আসন লেখা হবে রাহুলের নামে? এমন নানা প্রশ্নই উঠে আসছে।
২০১৯ সালে দক্ষিণের রাজ্য কেরলের ওয়েনাড় ও উত্তরপ্রদেশের আমেঠি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন রাহুল গান্ধী। ৪ লক্ষের বেশি ভোটে ওয়েনাড় কেন্দ্রে জয়লাভ করেছিলেন কংগ্রেস নেতা। এবার কী করবেন তিনি? নিজের নির্বাচিত কেন্দ্র থেকেই ফের প্রার্থী হবেন নাকি বহরমপুরে প্রার্থী হয়ে বঙ্গবাসীকে চমকে দেবেন। উস্কে দিচ্ছে জল্পনা।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) আগে কংগ্রেস, তৃণমূল, আপ, সমাজবাদী পার্টি সহ একাধিক বিরোধী দল হাত মেলায়। ইতিমধ্যেই বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র (Indian National Developmental Inclusive Alliance) তিনটি বৈঠক সম্পন্ন হয়েছে। আগামী বছরই মোদীকে ক্ষমতাচ্যুত করতে আত্মবিশ্বাসী তারা। যদিও এই বিরোধী জোটকে গুরুত্ব দিতে নারাজ পদ্ম শিবির।
লোকসভায় বহরমপুর থেকে প্রার্থী Rahul Gandhi? জল্পনা উস্কে দিলেন অধীর
