নজরবন্দি ব্যুরো: টানা এগারো দিনের বিদেশ সফর সেরে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল এসএসকেএম হাসপাতালে যান তিনি। পায়ের চোটের কারণে ১০ দিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। মুখ্যমন্ত্রীর বিদেশ সফর এবং পায়ের চোট নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। সোমবার সকালে খড়গপুরে একটি চা চক্রে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
খড়গপুরের বাগদায় এদিন চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, “পায়ে চোট লেগেছে না মনে লেগেছে বুঝতে পারছি না। এত খরচা করে ঘুরে এলেন, কাজের কাজ তো কিছুই হয়নি। যদি হয়ে থাকে ভগবানের কাছে প্রার্থনা করব তাড়াতাড়ি সেরে উঠুন। এত দৌড়াদৌড়ি করেছেন, দৌড়েছেন স্পেনে চোট তো লাগতেই পারে। কিন্তু পশ্চিমবাংলার মানুষ কী পেল এটার হিসাব দিতে হবে। উনি তাড়াতাড়ি সেরে উঠে আবার কাজে লাগুন।” ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, দিলীপ ঘোষ ইঙ্গিত দিতে চেয়েছেন যে বিদেশ সফর থেকে খালি হাতে ফিরে এসেছেন বলেই মুখ্যমন্ত্রী এখন পায়ের চোটের বাহানা করছেন।
১১ দিনের স্পেন সফরে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। সেখানে একাধিক কর্মসূচি ছিল তাঁর। বেশ কিছু বৈঠকে অংশ নিয়েছেন। বাংলায় ফুটবল খেলার শক্তি বাড়ানো ছিল এই সফরের অন্যতম উদ্দেশ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে লগ্নিকারী পেতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হতে পারে। মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহমেডানের কর্তারাও মুখ্যমন্ত্রীর সঙ্গেই রওনা দিয়েছিলেন।
গত শনিবার সন্ধ্যায় কলকাতায় ফিরে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে নেমে মুখ্যমন্ত্রী বলেন, আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমরা বাংলার জন্য অনেক কাজ করতে পেরেছি। বিদেশ সফরে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
‘কাজের কাজ তো কিছুই হয়নি’, বিদেশ ফেরত মুখ্যমন্ত্রীর পায়ের চোট নিয়ে বিস্ফোরক Dilip Ghosh
