TET: প্রাথমিকে চাকরি যাওয়ার পর প্রেমিকের বাড়িতে ধরনা, অবশেষে আজ শুভবিবাহ!

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ প্রাথমিক শিক্ষক নিয়োগে চরম দুর্নীতির হদিশ মিলেছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে হাইকোর্টের বিচারপতি ২৬৯ জন শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করেছেন। এদিকে বরখাস্ত হওয়া শিক্ষকরা কেউ লজ্জায় মুখ লুকোচ্ছেন কেউ আবার পাল্টা মামলা প্রস্তুতিতে আছেন। কিন্তু এরই মধ্যে কোচবিহারে যে ঘটনা ঘটেছে তা হার মানায় সব কিছুকেই। প্রাথমিকে চাকরি চলে যেতে কোচবিহারের এক শিক্ষিকার বয়ফ্রেন্ড মুখ ফিরিয়ে নিয়েছিল।

আরও পড়ুনঃ চাকরি গেল আরও ৪ শিক্ষকের, নিয়োগ দুর্নীতিতে বরখাস্তর সংখ্যা বেড়ে ২৭৩

এরপরেই বিয়ের দাবিতে যুবকের বাড়ির সামনে ধরনায় বসেছিলেন কোচবিহারের নিশিগঞ্জে যুবতী। গতকাল প্রবল ঝড় উপেক্ষা করেও প্রেমিকের বাড়ির সামনে থেকে সরেননি তিনি। আর তা দেখেই মন গলেছে পাত্রের বাড়ির সদস্যদের! বুধবার যুবকের বাড়ির বাইরে ধরনায় বসা ওই তরুণী বৃষ্টিতে ভিজলে ‘হবু শাশুড়িমা’ তাঁকে বাড়ির ভেতরে ডেকে নেন। জানা গিয়েছে, অবশেষে চারহাত এক হতে চলেছে তাঁদের। সবকিছু ঠিক থাকলে আজই হবে ‘শুভ পরিণয়’।

TET: প্রাথমিকে চাকরি যাওয়ার পর প্রেমিকের বাড়িতে ধরনা, অবশেষে আজ শুভবিবাহ!

তৃণমূলের মাথাভাঙা -২ ব্লক সহ সভাপতি সাবলু বর্মন রয়েছেন এই বিবাহের নেপথ্যে। প্রেমিকার ধর্নার খবর পৌছেছিল তাঁর কানেও। জানা গিয়েছে তিনিই যোগাযোগ করেন প্রেমিকের বাড়ির লোকজনের সাথে। সাবলু বর্মন জানিয়েছেন, “আজ বৃহস্পতিবার তাদের রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার কথা। আজ দুই পরিবারের সম্মতিতে সই হবে। সার্টিফিকেট ওরা নিয়ম মোতাবেক পরে পাবে।”

প্রাথমিকে চাকরি যাওয়ার পর প্রেমিকের বাড়িতে ধরনা, অবশেষে আজ শুভবিবাহ!

TET: প্রাথমিকে চাকরি যাওয়ার পর প্রেমিকের বাড়িতে ধরনা, অবশেষে আজ শুভবিবাহ!

উল্লেখ্য, বুধবার প্রাথমিক শিক্ষক মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই আধিকারিকদের নিয়ে এসআইটি গঠন করা হবে। বিচারপতির মন্তব্য, তিনি প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সিবিআই এবং পর্ষদের রিপোর্ট দেখেছেন। এতে একেবারে স্পষ্ট, যে বেছে বেছে নিয়োগ হয়েছে। নিয়োগে যে দুর্নীতি হয়েছে, তা প্রাথমিক শিক্ষা পর্ষদের রিপোর্ট থেকে স্পষ্ট।

প্রাথমিকে চাকরি যাওয়ার পর প্রেমিকের বাড়িতে ধরনা, অবশেষে আজ শুভবিবাহ!
প্রাথমিকে চাকরি যাওয়ার পর প্রেমিকের বাড়িতে ধরনা, অবশেষে আজ শুভবিবাহ!

প্রাথমিক রিপোর্ট দেখে মোট ২৬৯ জনকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তবে সেই তালিকায় নতুন ৪ টি নাম সংযোজিত হয়েছে আজ। ২০১৪ সালের অফলাইনে যে টেট পরীক্ষা হয়েছিল সেখানে ২৭৩ জন অতিরিক্ত ১ নাম্বার করে পেয়েছিলেন বলে জানা গিয়েছে প্রাথমিকে রিপোর্টে। প্রশ্নপত্র ভুল থাকায় বাড়তি নম্বরের জন্যে আবেদন করেছিলেন ২৭৮৭ জন। সেখানেই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কত টাকার মালিক অভিজিৎ? হলফনামায় জানালেন তমলুকের বিজেপি প্রার্থী

কত টাকার মালিক অভিজিৎ? হলফনামায় জানালেন তমলুকের বিজেপি প্রার্থী

ছিলেন বিচারপতি। হলেন বিজেপি নেতা। আইনের এজলাস থেকে একেবারে জনতার এজলাসে। রাজনীতিতে যোগদানের সঙ্গে সঙ্গেই লোকসভা নির্বাচনের টিকিট! এমনকি তাঁর সাংসদ হবার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কথা হচ্ছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে।
আগামিকাল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার রেজাল্ট, কি ভাবে দেখবেন ফল

আগামিকাল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার রেজাল্ট, কি ভাবে দেখবেন ফল

চলতি বছরে ১২ ফেব্রুয়ারি ২ এপ্রিল দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষা হয়েছে। পরীক্ষার দিনই বাতিল হয়ে যায় রসায়ন পরীক্ষা। ২৬ ফেব্রয়ারির পরিবর্তে ২১ মার্চ দ্বাদশ শ্রেণির রসায়নের পরীক্ষা নেওয়া হয়।
হঠাৎই অসুস্থ প্রিয়ঙ্কা চোপড়া-র স্বামী নিক জোনাস, বাতিল সব অনুষ্ঠান

হঠাৎই অসুস্থ প্রিয়ঙ্কা চোপড়া-র স্বামী নিক জোনাস, বাতিল সব অনুষ্ঠান

এই ঘটনার জন্য আপনাদের যে সমস্যার সৃষ্টি হল তার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। আপনাদের ভালবাসা। আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ অনুরাগী। অগাস্টে ১২০ শতাংশ নিয়ে হাজির হব।'
একদিন কেষ্ট ঠিকই বেরোবে, বীরভূমে ভোটপ্রচারে গিয়ে অনুব্রতর পাশে মমতা

একদিন কেষ্ট ঠিকই বেরোবে, বীরভূমে ভোটপ্রচারে গিয়ে অনুব্রতর পাশে মমতা

বীরভূমে ভোটপ্রচারে এসে সেই কেষ্টর কথা মনে পড়বে না মুখ্যমন্ত্রীর? তাই কি হয়! রবিবার লাভপুরের জনসভা থেকে অনুব্রতর কথা স্মরণ করলেন তৃণমূল সুপ্রিমো। বললেন, একদিন কেষ্ট ঠিকই বেরোবে, তাঁকে ভুলে গেলে চলবে না।
তৃণমূল থেকে সাসপেন্ড শাহজাহান, ভিডিও ভাইরাল হবার পর আক্ষেপ অভিষেকের

তৃণমূল থেকে সাসপেন্ড শাহজাহান, ভিডিও ভাইরাল হবার পর আক্ষেপ অভিষেকের

যদিও এই ভাইরাল ভিডিও ভুয়ো বলে দাবি করেছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, “কয়লা ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আইপ্যাক সংস্থার মদতে এই ধরনের ভিডিও তৈরি হয়েছে। সন্দেশখালির আন্দোলন থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই এই পরিকল্পনা এঁটেছে তৃণমূল।” 

Lifestyle and More...