পুজোর আগেই সিনেমা হল খোলার অনুমতি, রাজ্যের পথে এবার হাঁটল কেন্দ্রও।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ পুজোর আগেই সিনেমা হল খোলার অনুমতি, অক্টোবরের প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহ খোলা হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এবার সেই পথ অনুসরণ করলো কেন্দ্র। আনলক ফোরের দোরগোড়ায় এসে এমনটাই জানাল কেন্দ্র। ইঙ্গিত আগেই মিলেছিল। এবার তাতেই সিলমোহর পড়ল ।করোনা আবহের আনলক ফাইভ পর্যায়ে খুলতে পারে সিনেমা হল। বুধবার কেন্দ্রের দেওয়া নির্দেশিকায় এমনটাই জানানো হল। পাশাপাশি ছাড় দেওয়া হল একাধিক ক্ষেত্রে।

আরও পড়ুনঃ এক অ্যাপেই জানা যাবে মেট্রোর সমস্ত তথ্য, স্মার্ট পরিষেবা এবার মেট্রোরেলে।

বুধবার কেন্দ্রের দেওয়া নতুন গাইডলাইন জারি করে তাদের তরফে জানানো হয়, আগামী ১৫ অক্টোবর থেকে ৫০ শতাংশ দর্শকাসন ব্যবহার করে সিনেমা হল ও মাল্টিপ্লেক্স চালু করা যাবে। এর জন্য প্রয়োজনীয় SOP বা কোভিডবিধি শীঘ্রই সিনেমা হল কর্তৃপক্ষকে দেওয়া হবে। একইসঙ্গে খেলোয়াড়দের ট্রেনিংয়ের জন্য খুলে দেওয়া হচ্ছে সুইমিং পুল। খুলছে বিনোদন পার্কও। এমনকি অভিভাবকদের অনুমতি থাকলে ১৫ অক্টোবরের স্কুল বা কোচিং খোলার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও কেন্দ্রের তরফে জানানো হয়েছে।

অবশ্য এ নিয়ে রাজ্যগুলি নিজেদের মতো সিদ্ধান্ত নিতে পারে। উল্লেখ্য , মার্চের শেষ সপ্তাহে লকডাউন ঘোষণা হওয়ার পরই বন্ধ হয়ে যায় দেশের সমস্ত মাল্টিপ্লেক্স, সিনেমা হল ছাড়াও বিনোদনের অনান্য মাধ্যমগুলি । তারপর আনলকের বিভিন্ন পর্বে একাধিক ক্ষেত্রে ছাড় মিললেও সিনেমা হল খোলা নিয়ে কোনও নির্দেশিকা এতদিন দেয়নি কেন্দ্র। দীর্ঘদিন বন্ধ থাকায় চূড়ান্ত সমস্যায় পড়েছিলেন সিনেমা হল মালিকরা।

পুজোর আগেই সিনেমা হল খোলার অনুমতি, একাধিকবার প্রেক্ষাগৃহ খোলার আর্জি জানান, অভিনেতা থেকে শুরু করে পরিচালকরাও। তবে উৎসবের মরশুমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১ অক্টোবর থেকেই ৫০ জন দর্শক নিয়ে সিনেমা হল খোলার অনুমতি দিয়েছিলেন। পুজোর আগে সেই পথই অনুসরণ করল কেন্দ্র। এদিকে, সামাজিক অনুষ্ঠান, খেলা, বিনোদন কিংবা রাজনৈতিক জমায়েতের ক্ষেত্রে আগের মতোই ১০০ জনকে একসঙ্গে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হবে। তবে কনটেনমেন্ট জোনের আওতায় কোনওরকম অনুষ্ঠান বা জমায়েত করা যাবে না বলেই জানিয়েছে মোদি সরকার।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আসছে ঝড়বৃষ্টি, উপকূলবর্তি এলাকায় টর্নেডোর সতর্কতা জারি

আসছে ঝড়বৃষ্টি, উপকূলবর্তি এলাকায় টর্নেডোর সতর্কতা জারি

জানা গিয়েছে, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। এছাড়া আজ কলকাকা সহ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হুগলি এবং হাওড়ার আবহাওয়া শুষ্ক থাকবে।
২২ গজে জঙ্গি হামলার ছক, টি২০ বিশ্বকাপের নিরাপত্তা ঘিরে উদ্বেগ

২২ গজে জঙ্গি হামলার ছক, টি২০ বিশ্বকাপের নিরাপত্তা ঘিরে উদ্বেগ

এক্ষেত্রে মূল লক্ষ্য ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের স্টেডিয়ামগুলি। সে দেশের ক্রিকেটের সিইও জনি গ্রেভস একটি ক্রীড়া সংবাদমাধ্যমে জানিয়েছেন, তাঁরা এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নিচ্ছেন। আইসিসি, আয়োজক দেশ ও শহরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তাঁরা।
ফের টাকার পাহাড়! থরে থরে নোটের বান্ডিল মন্ত্রীর আপ্ত সহায়কের বাড়ি থেকে

ফের টাকার পাহাড়! থরে থরে নোটের বান্ডিল মন্ত্রীর আপ্ত সহায়কের বাড়ি থেকে

টাকা উদ্ধার প্রসঙ্গে ঝাড়খণ্ড বিজেপির মুখপাত্র প্রতুল সহদেব বলেন, “দুর্নীতি শুধু ঝাড়খণ্ডেই শেষ হচ্ছে না। এই বিপুল পরিমাণ টাকা দেখেই বোঝা যাচ্ছে, নির্বাচনে টাকা ব্যবহার করা হত। নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ করা উচিত।”
ভোটবঙ্গে আবারও বিস্ফোরণ, পাণ্ডুয়ায় বোমা ফেটে মৃত্যু হল এক কিশোরের

ভোটবঙ্গে আবারও বিস্ফোরণ, পাণ্ডুয়ায় বোমা ফেটে মৃত্যু হল এক কিশোরের

সোমবারই পান্ডুয়ায় হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটের আবহে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। বাম এবং বিজেপি তৃণমূলকে তোপ দেগেছে।
কত টাকার মালিক অভিজিৎ? হলফনামায় জানালেন তমলুকের বিজেপি প্রার্থী

কত টাকার মালিক অভিজিৎ? হলফনামায় জানালেন তমলুকের বিজেপি প্রার্থী

ছিলেন বিচারপতি। হলেন বিজেপি নেতা। আইনের এজলাস থেকে একেবারে জনতার এজলাসে। রাজনীতিতে যোগদানের সঙ্গে সঙ্গেই লোকসভা নির্বাচনের টিকিট! এমনকি তাঁর সাংসদ হবার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কথা হচ্ছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে।

Lifestyle and More...