মুম্বইয়ের পর এবার পিচ বিতর্ক আমদাবাদে, মাইন্ড গেমে শুরু অস্ট্রেলিয়ার
now the pitch debate is in Ahmedabad

নজরবন্দি ব্যুরোঃ ওয়াংখেড়েতে যুদ্ধ জিতে গতকালই আহমেদাবাদে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। মাঠে এসে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বাইশ গজ খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা । কারণ গোটা দেশের নজরে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের এই ভূখণ্ড।

আরও পড়ুনঃ ‘ও শুধু আমার’, ফাইনালের আগে শুভমানকে একি বললেন সচিন কন্যা সারা? তোলপাড় সোশ্যাল মিডিয়া

এই বাইশ গজই ফাইনাল-যুদ্ধের ভাগ্য নির্ধারণ করে দেবে। পিচের চরিত্রের উপরে নির্ভর করে রয়েছে অনেককিছু।মুম্বইয়ে ভারত বনাম নিউ জ়িল্যান্ড ম্যাচের আগে ওয়াংখেড়ের পিচ নিয়ে অনেক বিতর্কই হয়েছে। তরতাজা পিচের বদলে ইচ্ছাকৃত ভাবে পুরনো পিচে খেলানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

World Cup Fainal: মুম্বইয়ের পর এবার পিচ বিতর্ক আমদাবাদে, মাইন্ড গেমে শুরু অস্ট্রেলিয়ার

ফাইনালের আগে সেই অস্ত্রে ভারতকে আক্রমণ করে চাপের খেলা শুরু করে দিলেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। নতুন করে পিচ বিতর্ক উস্কে দিয়েছেন তিনি। পিচ নিয়ে এক প্রশ্নের উত্তরে স্টার্ক বলেন, “আমরা এখনও জানি না পিচ কেমন হতে চলেছে।

মুম্বইয়ের পর এবার পিচ বিতর্ক আমদাবাদে, মাইন্ড গেমে শুরু অস্ট্রেলিয়ার

World Cup Fainal: মুম্বইয়ের পর এবার পিচ বিতর্ক আমদাবাদে, মাইন্ড গেমে শুরু অস্ট্রেলিয়ার

আগে আমদাবাদ যায়। তার পর বুঝতে পারব তরতাজা উইকেটে খেলা হবে নাকি পুরনো উইকেটেই।” পিচ বিতর্ক নিয়ে প্রশ্ন না করা হলেও স্টার্ক যে সেই প্রসঙ্গই খুঁচিয়ে দিয়েছেন, এটা তাঁর মন্তব্যেই স্পষ্ট বলে মত ক্রিকেটপ্রেমীদের।

World Cup Fainal: মুম্বইয়ের পর এবার পিচ বিতর্ক আমদাবাদে, মাইন্ড গেমে শুরু অস্ট্রেলিয়ার