২১-এর বিধানসভায় বিরোধী ভোটের রাস টানতে ঘুঁটি সাজাচ্ছেন মাস্টারমাইন্ড পিকে।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ ২১-এর বিধানসভায় বিরোধী ভোটের রাস টানতে ঘুঁটি সাজাচ্ছে মাস্টারমাইন্ড পিকে। বাংলার ২১শে ভোটের নেপথ্যে এই মুহূর্তে যাঁকে নিয়ে সবথেকে চর্চা, পর্দার অন্তরালে থেকে বাংলার গণতন্ত্রের ভোটের স্স্ট্যাটিসস্টিক কষছেন যিনি, তিনি হলেন প্রশান্ত কিশোর। গত ভোটে তাঁর কৌশলেই গুজারাটে ভোটে ব্যাপক জয়লাভ করে বিজেপি। পাল্টা খেলেছি তৃণমূল।

২০১৯-এর লোকসভায় বিজেপির কাছে ধাক্কা খেয়ে সেই  প্রশান্ত কিশোরের স্মরণ নিয়েছিল বাংলার রাজ্য সরকার। দলের প্রচার পরিকল্পনার জন্য বাংলাইয় আগমন হয়েছিল কিশোরের। আর সেই থেকেই চরচায় তিনি। কী পরিক;ল্পনা কষছেন আর কী ছকে বাজিপাত দিতে চাইছেন বিরোধী দল্কে তাই নিয়ে জল্পনার সেশ নেই রাজনীতির অন্দরে। তবে সুরও কেটেছে দলের অন্দরেই। পিকের জন্যই ক্ষোভ প্রকাশ করে একে একে দলত্যাগ করেছেন অনেকে। অনেকে মনে করছেন এই মুহুর্তে তৃণমূল বেশ খানিকটা ব্যাকফুটে পিকের জন্যই ।

আরও পড়ুনঃ দলের হাল ফেরাতে ‘দুয়ার’ পেরিয়ে ‘বাড়ি বাড়ি’ যাবে সিপিএম।

প্রশান্ত কিশোরকে বাংলায় আনার আগেই দলত্যাগ করে বিজেপির হাত ধরেছিলেন ততকালীন ‘তৃণমূলের চাণক্য’ মুকুল রায় । তাই চানক্যের পর এবার ‘মাস্টারমাইন্ড’ পিকে কেই দলের রাস টানার সুতো দেন তৃণমূল সুপ্রিমো। দায়িত্বের শুরুতেই প্রশান্ত কিশোর ‘দিদিকে বলো’, ‘বাংলার গর্ব মমতা’, ‘বাংলার যুবশক্তি’ বিভিন্ন প্রকল্পের পরিকল্পনা করে ব্যাপক সাফল্য এনেছিলেন বাংলায় এবং তৃণমূলে। ভোটের ঠিক আগে আবারও সেই ট্যাক্টিস ই বজায় রাখছেন পিকে এবং টিম পিকে।

বাংলায় তৃণমূলের এখন দলত্যাগের ঘটনা চলছে প্রতিদিন। আর এই ঘটনার সূচনা হেভিওএট মন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে, অধিকারীর দলত্যাগ জে ফাটল ধরিয়েছিল দলের অন্দরে, দিন দিন বাড়ছে তা দ্রুত গতিতে। একে একে ‘দাদার অনুগামী’ হয়ে দল ছাড়ছেন একাধিক নেতা মন্ত্রী। এমতাবস্থায় দল্কে ঠিক রেখে ২০০ এর বেশি আসন জিতে বাংলায় আবার ক্ষমতায় মমতার সরকারকে আনার অঙ্গীকার করেছেন প্রশান্ত কিশোর। কৌশলী পিকে মেরুকরণের এই ভোটে  দলের শূন্যস্থান পূরণে টার্গেট করছেন গোষ্ঠীর নেতাদের।  হিন্দু-মুসলিম ভোটব্যাঙ্ক থেক মতুয়া, আদিবাসী, গোর্খা ইত্যাদি ইত্যাদি গোষ্ঠী সবস্তরে একেবারে সকলের মধ্যে দল্কে পৌঁছে দেওয়ায়র একাধিক উপায় এব্রে ক্করছেন তিনি। তৃণমূল ইতিমধ্যেই পাহাড়ে গোর্খা নেতা বিমল গুরুং ও জঙ্গলমহলে ছত্রধর মাহাতোকে নিজেদের দিকে  এনেছে,এতে কিছু আসন ফিরবে বলেও আসা করছে দল।

২১-এর বিধানসভায় বিরোধী ভোটের রাস টানতে ঘুঁটি সাজাচ্ছে মাস্টারমাইন্ড পিকে।সম্প্রতি দেখা গিয়েছে ডুয়ার্সের আদিবাসী বিকাশ পরিষদের নেতা রাজেশ লাকরা কে দলে নিয়েছে তৃণমূল। তারপর জলপাইগুড়ির নাগরাকাটার আদিবাসী সমাজকর্মী সঞ্জয় কুজুরও যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। আদিবাসি ভোট দলের ভোটব্যাঙ্কে আনতে এটা পিকের মাস্টারস্ট্রোক বলেই ,মনে করছেন অনেকে।

২১ এর বিধানসভা ভোট পিকের কাছেও একটা চ্যালেঞ্জ। শুধু বিরোধী দলের হয়ে কৌশল বানান আলাদা, কিন্তু  মাস্টারস্ট্রোক-এর রাজ জানা দলের অন্যরা বিরোধী দলে যাওয়ায় আগামী ভোটের কিছু নকশা যে বদল করতে হবে পিকে এবং টিম পিকে কে তা বুঝছেন সকলেই। যদিও আত্মিবিশ্বাসি পিকে অলরেডি জানিয়েছেন ২০০ এর বেশি আসনে জিতবে তৃণমূল, এবং বাংলায় রাজত্ত্ব করবে তৃণমূলই। এখন দেখার তৃণমূলকে জেতাতে ঠিক কী কী পরিকল্পনা কষছেন তৃণমূলের মাস্টারমাইন্ড। আর কীই বা তাঁর মাস্টারস্ট্রোক।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
ভোটের দিনেও অস্বস্তিতে শতাব্দী, সরকারি ভাতা পাই না বলে ক্ষোভ অশীতিপর বৃদ্ধার!

ভোটের দিনেও অস্বস্তিতে শতাব্দী, সরকারি ভাতা পাই না বলে ক্ষোভ অশীতিপর বৃদ্ধার!

চলন্ত গাড়ি থামিয়ে অভিযোগ জানালেন অশীতিপর এক বৃদ্ধা। পরনে সাদা থান। মাথায় ঘোমটা। অভিযোগ, সরকারি ভাতা পান না, সব টাকা নিয়ে নেয় তৃণমূলের নেতা কর্মীরা!
দ্রাবিড় আর কোচ থাকবেন না, নতুন কোচ কে? নাম নিয়ে জল্পনা

দ্রাবিড় আর কোচ থাকবেন না, নতুন কোচ কে? নাম নিয়ে জল্পনা

তবে পরিস্থিতি যা তাতে বিসিসিআই বিদেশি কোচের দিকেও ঝুঁকতে পারে। আর সেই ইঙ্গিতও দিয়ে রাখলেন জয় শাহ। ডানকান ফ্লেচারের পরে আর কোনও বিদেশি কোচ থাকেনি ভারতীয় দলে। তবে এ ব্যাপারে পুরো দায়িত্ব সিএসির হাতে। যে কমিটিতে যতীন পারাঞ্জাপে, অশোক মালহোত্র, সুলক্ষণা নায়েক।
ভোটদানের হারে এগিয়ে বহরমপুর, সকাল ১১টা পর্যন্ত বাংলার আট কেন্দ্রে কত ভোট পড়ল?

ভোটদানের হারে এগিয়ে বহরমপুর, সকাল ১১টা পর্যন্ত বাংলার আট কেন্দ্রে কত ভোট পড়ল?

এ রাজ্যের আটটি কেন্দ্রে চলছে ভোট। বহরমপুর, বোলপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল এবং বীরভূম। ভোট চলবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
২০২৬- এ মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না, ভোটের দিন ফের জানালেন অধীর

২০২৬- এ মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না, ভোটের দিন ফের জানালেন অধীর

অধীর বাবু যায় বলুক না কেন ইন্ডিয়া জোট নিয়ে তাঁকে দায়ি করেছেন অভিষেক। তিনি বহরমপুরে প্রচার করতে গিয়ে অভিযোগ করেছেন, অধীরের জন্যই বাংলায় ইন্ডিয়া জোট সফল হয়নি৷ ভোটের দিনও অধীর বনাম তৃণমূল কথার লড়াই থামল না৷
CAAর জন্য কারও নাগরিকত্ব হারালে আপনার থুতু চাটব আমি, চ্যালেঞ্জ মিঠুনের

CAAর জন্য কারও নাগরিকত্ব হারালে আপনার থুতু চাটব আমি, চ্যালেঞ্জ মিঠুনের

“২টো টার্ম মিথ্যে কথা বলেছে। মুসলমান ভাইদের কিচ্ছু দেয়নি। খালি বলে যাচ্ছে বিজেপি মুসলমানদের দুশমন। বিজেপি মুসলমানদের দুশমন নয়। বিজেপি এলে একটাই ভালো হবে। আপনারা সবাই নাগরিকত্ব পেয়ে যাবেন। আমি চ্যালেঞ্জ করছি আপনাদের”।

Lifestyle and More...