নজরবন্দি ব্যুরো: বিশেষ কারণে কলকাতা মেট্রোর সময় সূচিতে বদল! আগামী রবিবার দুই ঘণ্টা আগে থেকেই পরিষেবা পাবেন যাত্রীরা। সংশ্লিষ্ট দিনে অতিরিক্ত সংখ্যক মেট্রো চলবে বলেও জানা গিয়েছে। রবিবার অর্থাৎ ২৮ তারিখ সিভিল সার্ভিস পরীক্ষার জন্য রদবদল করা হয়েছে মেট্রোর সময়সূচীতে। গত মঙ্গলবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
আরও পড়ুন: সোনার দরে স্বস্তি! অনেকটাই দাম কমল হলুদ ধাতুর, মুখে হাসি ফুটল ক্রেতাদের
সূত্রে খবর, রবিবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে সকাল ৭ টা থেকেই মেট্রো পরিষেবা চালু হবে। সাধারণ দিনে রবিবারগুলিতে কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো চালু হয় সকাল ৯ টায়। অন্যান্য দিন ১৩০ টি মেট্রো চলবে। তবে ওই দিনে ১৪৬ টি মেট্রো চলবে। রবিবার (২৮ মে) কেবল সিভিল সার্ভিসের পরীক্ষার কারণে যাত্রীদের সুবিধার্থে দু ঘণ্টা আগেই পরিষেবা চালু করা হবে। তবে অন্য দিনগুলিতে নির্ধারিত সময়ে মেট্রো চালু হবে।
মেট্রো কর্তৃপক্ষ আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, পাওয়ার ব্লকের কাজের জন্য ৬ মে থেকে ১১ জুন প্রত্যেক শনি ও রবিবার সকাল ১০ টায় কবি সুভাষ থেকে মেট্রো পরিষেবা চালু হবে। কিন্তু সিভিল সার্ভিসেসের প্রিলিমিনারি পরীক্ষার জন্য ২৮ মে সকাল ৭ টা থেকে মেট্রো চালু হয়ে যাবে। ওইদিন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত আপ এবং ডাউন লাইনে ৭৩ টি করে মেট্রো চলবে।

কবি সুভাষ থেকে মহানায়ক মেট্রো স্টেশনের মধ্যে কাজের জন্য এক মাস মেট্রোর সময়সূচিতে পরিবর্তন আনা হয়। ৬-১১ মে পর্যন্ত কেবল শনি রবি অর্থাৎ ৬-৭, ১৩-১৪, ২০-২১, ২৭-২৮, ৩-৪ এবং ১১ তারিখ পরিষেবা নিয়ন্ত্রিত থাকবে। এই দিনগুলিতে সকাল ৬ টা ৫০ এর বদলে মেট্রো চালু হবে সকাল দশটায়। তবে দক্ষিণেশ্বর এবং দমদমের মধ্যে মেট্রো পরিষেবা অপরিবর্তিত থাকবে।
মেট্রোর সময় সূচিতে বদল, সিভিল সার্ভিস পরীক্ষার জন্য বড় সিদ্ধান্ত
