Gold Price: সোনার দরে স্বস্তি! অনেকটাই দাম কমল হলুদ ধাতুর, মুখে হাসি ফুটল ক্রেতাদের

নজরবন্দি ব্যুরো: সপ্তাহ মাঝেই দাম কমল সোনার। মঙ্গলে অমঙ্গলের পর বুধে খানিক স্বস্তি। দর নেমে যাওয়ায় ক্রেতাদের মুখে হাসি ফিরল। গত কয়েকদিন ধরেই সোনার দর ছিল ঊর্ধ্বমুখী। এদিন ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ৪৫০ টাকা এবং ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ৪৯০ টাকা। জেনে নিন আজ কলকাতায় কত যাচ্ছে সোনার দাম?

আরও পড়ুন: একদিনের স্বস্তি কাটিয়ে ফের চড়ল সোনার দর! মঙ্গলে কত হল হলুদ ধাতুর দাম?

১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা: ৬ হাজার ১৪২ টাকা।
৮ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা: ৪৯ হাজার ১৩৬ টাকা।
১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা: ৬১ হাজার ৪২০ টাকা।
১০০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা: ৬ লক্ষ ১৪ হাজার ২০০ টাকা।

সোনার দরে স্বস্তি! বুধে দাম কমল হলুদ ধাতুর

১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনা: ৫ হাজার ৬৩০ টাকা।
৮ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনা: ৪৫ হাজার ৪০ টাকা।
১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনা: ৫৬ হাজার ৩০০ টাকা।
১০০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনা: ৫ লক্ষ ৬৩ হাজার টাকা।

সোনার দরে স্বস্তি! বুধে দাম কমল হলুদ ধাতুর
সোনার দরে স্বস্তি! বুধে দাম কমল হলুদ ধাতুর

মঙ্গলবার সোনার দাম বেড়েছিল। ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছিল ১০০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছিল ১১০ টাকা। বুধে ফের দাম কমল। এদিন সোনার পাশাপাশি রুপোর দাম কমেছে। এক কেজি রুপোর দাম কমেছে ৫০০ টাকা। এক কেজি রুপোর বাটের দাম ৭৪ হাজার ৬০০ টাকা।

সোনার দরে স্বস্তি! বুধে দাম কমল হলুদ ধাতুর

সোনার দরে স্বস্তি! বুধে দাম কমল হলুদ ধাতুর
সোনার দরে স্বস্তি! বুধে দাম কমল হলুদ ধাতুর