Kolkata International Book Fair: বাড়বাড়ন্ত কোভিড, পিছিয়ে গেল কলকাতা বইমেলা

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যজুড়ে হুহু করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। শুরু হয়েছে আংশিক লকডাউন সাথে একাধিক কঠোর করোনা বিধি। জনগনের স্বাস্থ্য সুরক্ষিত করতে উঠে পড়ে লেগেছে প্রশাসন। জোর কদমে চলছে টিকাকরণ। কিন্তু এরই মাঝে স্থগিত করে দেওয়া হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র (Kiff 2022) উৎসব কে। তাই প্রশ্ন উঠছিল করোনা আবহে জানুয়ারিতেই কি বইমেলা হবে?

আরও পড়ুনঃ সুরের থেকে বেসুরো শুনতে ভালো লাগে, জোড়া বৈঠকের পর জানালেন শান্তনু ঠাকুর

পূর্ব নির্ধারন অনুযায়ী জানুয়ারি মাসেই সল্টলেকের সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কলকাতা বইমেলা (Kolkata Book Fair)। ৩১ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা ছিল এই বইমেলার। কিন্তু আজ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, কোভিড আবহে পিছিয়ে গেল কলকাতা বইমেলা। ৩১ জানুয়ারির পরিবর্তে বইমেলা শুরু হচ্ছে ২৮ ফেব্রুয়ারি ।

এবারের থিম কান্ট্রি বাংলাদেশ। কথা আছে বইমেলার প্রাঙ্গনে উদযাপিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবর্ষ। সাথে পালিত হবে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর, নেতাজি সুভাষচন্দ্র বসু-র ১২৫তম জন্মবর্ষ, সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ এবং ভারতের স্বাধীনতার ৭৫ বছর।

Kolkata Book Fair 2022
Kolkata Book Fair 2022

করোনা পরিস্থিতি নিয়ে নয়া নির্দেশিকা জারি করেছেন রাজ্য সরকার। যেখানে খোলা মাঠে মেলার অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের নয়া বিজ্ঞপ্তি মেনে হচ্ছে বইমেলা। কিন্তু সেই তারিখ কবে? তা নিয়ে ধোঁয়াশা ছিল যা আজ কেটে গেল মেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়ের ঘোষণায়।

Kolkata International Book Fair: বাড়বাড়ন্ত কোভিড, পিছিয়ে গেল কলকাতা বইমেলা

কারন গত বছর করোনার কারণে বইমেলা হয়নি। এবছর কি হবে তা নিয়ে তৈরী হয়েছিল সংশয়। বুকসেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ডের তরফে বলা হয়েছিল, বইমেলা হলে প্রবেশের ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক। শারীরিক দূরত্ব-সহ মেনে চলতে হবে যাবতীয় কোভিড বিধি। গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্য়ায় জানিয়েছেন, ‘আমরা সমস্ত আয়োজন করে রেখেছি। মানুষজনকেও বলছি, মেলায় প্রবেশ করতে গেলে ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া আবশ্যক।’

Kolkata International Book Fair: বাড়বাড়ন্ত কোভিড, পিছিয়ে গেল কলকাতা বইমেলা

করোনা আবহে জানুয়ারিতেই কি বইমেলা? মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দিল গিল্ড
করোনা আবহে জানুয়ারিতেই কি বইমেলা? মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দিল গিল্ড

মেলামাঠে সামাজিক দূরত্ব বজায় রাখতে কমিয়ে দেওয়া হয়েছে প্রতিটি স্টলের মাপ। ১০০ বর্গফুটের স্টল ছোট করে ৬৭ বর্গফুট করা হয়েছে। ১৬০০ বর্গফুটের স্টলের মাপ কমিয়ে ১০৫০ বর্গফুট হয়েছে। এর ফলে মেলার মাঠে ফাঁকা জায়গার পরিমাণ বেড়েছে প্রায় ৩০-৩৫ শতাংশ। তৈরি হয়ে গিয়েছে বইমেলার ম্যাপ।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC

প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC

রায় ঘোষণার পরদিনই দলে দলে চাকরিচ্যুতরা ভিড় জমিয়েছেন ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে। তাঁদের সাফ প্রশ্ন, “সিবিআই-এর মতো সংস্থা যদি এতদিন ধরে তদন্ত করে যোগ্য অযোগ্য বাছতে অপারগ হয় তাহলে কি করে হবে?”
আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

উত্তরবঙ্গের একাধিক জেলায় পারদ চড়বে। নীচের তিন জেলায় মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ক্রমেই তাপমাত্রা বাড়বে। তবে উপরের জেলাগুলিতে যেমন- দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে কুমারটুলি ফুটবল কোচিং সেন্টার

নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে কুমারটুলি ফুটবল কোচিং...

কুমারটুলি ফুটবল কোচিং সেন্টারের সম্পাদক রাজীব গুহ ও তাঁর বন্ধু সঞ্জয় ঘোষ রায় যিনি ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেছেন, তাঁদের উদ্দেশ্য ভালো মানের খেলোয়ার তৈরি করে ময়দানে পাঠানো ও বাংলা তথা ভারতের প্রতিনিধিত্ব করানো।
আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

তিনি এ জন্য ১০০ কোটি টাকা ঘুষও নিয়েছিলেন। সেই টাকা পঞ্জাব এবং গোয়ার বিধানসভা নির্বাচনে আপের প্রচারে খরচ করা হয়েছে। কেজরীওয়াল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ‘রাজনৈতিক স্বার্থ’ নিয়ে বিজেপি এ সব করছে।
বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

অবশেষে বাঘের চোখে জল! হ্যাঁ, তিনি আসলে বাঘমানুষ। সন্দেশখালির বেতাজ বাদশা। যাকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হয় ইডিকে। সকলকে চমকে দিয়ে নিঃশব্দে গা-ঢাকা দিয়ে থাকতে পারেন মাসের পর মাস। সেই শাহজাহান শেখ এবার প্রিজন ভ্যানে বসে স্ত্রী তসলিমা বিবির হাত ধরে কাঁদলেন!

Lifestyle and More...