হাইকোর্টে মিলল না জামিন, স্ত্রীর শেষকৃত্যে প্যারোলে মুক্তি পেতে পারেন Kalighater Kaku

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: সোমবার রাতে হৃদ্‌‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সুজয়ের স্ত্রীর। এরপরেই মঙ্গলবার স্ত্রী বাণী ভদ্রের প্রয়াণে জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ। কিন্তু আদালতে জামিন পেলেন না কালীঘাটের কাকু। তবে স্ত্রীর শেষকৃত্যে প্যারোলে মুক্তি পেতে পারেন তিনি এমনটাই জানিয়েছে আদালত।

আরও পড়ুন: Mamata Banerjee-র খোঁজ নিলেন রাজ্যপাল, SSKM-এ এমআরআই মুখ্যমন্ত্রীর!

প্রসঙ্গত, সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কালীঘাটের কাকুর স্ত্রী বাণী ভদ্র। জানা যাচ্ছে, সুজয়কৃষ্ণ ভদ্রের গ্রেফতারির পর থেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁর স্ত্রী বাণী ভদ্র। সোমবার গভীর রাতে নিউ আলিপুরের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর পরিবারের সদস্যরাই তড়িঘড়ি চিকিৎসক ডাকেন। কিন্তু শেষরক্ষা হয়নি। তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ইতিমধ্যেই জেলে বসেই স্ত্রীয়ের মৃত্যুর খবর পেয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র।

হাইকোর্টে মিলল না জামিন, শেষকৃত্যে প্যারোলে মুক্তি পেতে পারেন সুজয়
হাইকোর্টে মিলল না জামিন, শেষকৃত্যে প্যারোলে মুক্তি পেতে পারেন সুজয়

মঙ্গলবার স্ত্রীর প্রয়াণের পর জামিনের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সুজয়। কিন্তু জামিনের আর্জি খারিজ করে বিচারপতি জানান, জেল কোড অনুযায়ী সুজয় শশ্মান যাত্রায় যেতে পারেন। তবে সাময়িক ভাবে ক’দিন মুক্তি দেওয়া যায় কি না তা শুক্রবার বিবেচনা করবে আদালত। যদিওবা এদিন আদালতে সুজয়ের আইনজীবী কিশোর দত্ত বলেন, “অন্তত ১৫ দিনের জন্য জামিন চাইছি। ওঁর স্ত্রী মারা গিয়েছেন।” এরপরেই বিচারপতি জানান, এই বিষয়ে পরে বিবেচনা করে দেখা হবে। তবে জেল যদি প্যারোল দেয় তাহলে আদালতের কোনও আপত্তি নেই বলেই জানিয়েছেন বিচারপতি।

হাইকোর্টে মিলল না জামিন, শেষকৃত্যে প্যারোলে মুক্তি পেতে পারেন সুজয়

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য-রাজনীতি! কোটি কোটি টাকা উদ্ধারের পাশাপাশি নাম জড়িয়ে তৃণমূলের হেভিওয়েট নেতাদের নাম। দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্য সহ তাঁর ঘনিষ্ঠ তাপস মণ্ডল কেও। শুধু তাই নয়, কুন্তলকে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে তাপস মণ্ডল, গোপাল দলপতি, কালীঘাটের কাকুর মতো কয়েকজনের নাম। এরপরেই দু’বার কালীঘাটের কাকুকে তলব করে সিবিআই। শুধু তাই নয়, সুজয়কৃষ্ণের বাড়িতে তল্লাশি অভিযান চালায় তদন্তকারী আধিকারিকরা। আর সেই তল্লাশি অভিযানে সুজয়বাবুর বাড়ি থেকে বেশ কিছু নথি পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অবশেষে গত ৩০ মে নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্তে অসহযোগিতার অভিযোগে সুজয়কৃষ্ণকে গ্রেফতার করে ইডি

হাইকোর্টে মিলল না জামিন, শেষকৃত্যে প্যারোলে মুক্তি পেতে পারেন সুজয়

হাইকোর্টে মিলল না জামিন, শেষকৃত্যে প্যারোলে মুক্তি পেতে পারেন সুজয়

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
সন্ধ্যের পরেই ঝেঁপে নামবে বৃষ্টি, ভ্যাপসা গরমের মধ্যে স্বস্তির খবর দিল হাওয়া অফিস

সন্ধ্যের পরেই ঝেঁপে নামবে বৃষ্টি, ভ্যাপসা গরমের মধ্যে স্বস্তির খবর দিল হাওয়া অফিস

বৈশাখের শেষলগ্নে কয়েকদিন বৃষ্টিতে যেন প্রাণ জুড়িয়েছিল সকলেরই। জৈষ্ঠ্য আসতেই আবার ফুল ফর্মে সূর্য্যিমামা। তীব্র গরমে নাজেহাল আট থেকে আশি। এই ভ্যাপসা গরমের মধ্যেই স্বস্তির খবর দিল হাওয়া অফিস।
হারিয়ে বদলা নেব, জেল থেকে বেরিয়েই চ্যালেঞ্জ সন্দেশখালির মাম্পির

হারিয়ে বদলা নেব, জেল থেকে বেরিয়েই চ্যালেঞ্জ সন্দেশখালির মাম্পির

সাদা কাগজে মহিলাদের দিয়ে সই করিয়ে ধর্ষণ-শ্লীলতাহানির মতো গুরুতর যৌন হেনস্থার অভিযোগ দায়ের করার নেপথ্যে সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি ওরফে পিয়ালি দাসের ভূমিকা ছিল, এই অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।
বিয়ে করছেন বনি-কৌশানী! প্রস্তুতি চলছে পুরোদমে

বিয়ে করছেন বনি-কৌশানী! প্রস্তুতি চলছে পুরোদমে

উল্লেখ্য, এর আগে টলিপাড়া থেকে একমাত্র নুসরত জাহানই তুরস্কে গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং করেছিলেন। আর ফিরে তারকাবন্ধুদের জন্য একটা রিসেপশনের আয়োজন করেছিলেন। যদিও নিখিল জৈনের সঙ্গে সেই বিয়ে টেকেনি!
ভুল করলে দু'টো থাপ্পড় মারবেন, আরামবাগকে 'অধিকার' দিলেন মমতা

ভুল করলে দু’টো থাপ্পড় মারবেন, আরামবাগকে ‘অধিকার’ দিলেন মমতা

ইতিমধ্যেই বাংলায় চতুর্থ দফায় নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী ২০ তারিখ আরামবাগে ভোটগ্রহণ। শেষলগ্নে সেই কেন্দ্রের গোঘাটে জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিনের সভা থেকে তৃণমূল সুপ্রিমো সাফ বললেন, আমরা যদি ভুল করে থাকি তাহলে দু'টো থাপ্পড় মারুন, আপনাদের সেই অধিকার আছে।
গলায় মালা পরিয়ে গালে ঠাটিয়ে চড়! কী প্রতিক্রিয়া দলেন কানহাইয়া?

গলায় মালা পরিয়ে গালে ঠাটিয়ে চড়! কী প্রতিক্রিয়া দিলেন কানহাইয়া?

দিল্লি উত্তর-পূর্ব কেন্দ্র থেকে চলতি লোকসভা নির্বাচনে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে কানহাইয়া কুমারকে। আর শনিবার প্রচারে বেরিয়ে 'চড়' খেলেন তিনি। গলায় মালা পরিয়ে ঠাটিয়ে চড় মারা হল এককালের বাম যুব নেতাকে।

Lifestyle and More...