Asin Games: এশিয়ান গেমসে ভারতের পদক সেঞ্চুরি, অভিনন্দন মোদীর

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: এশিয়ান গেমস শুরুর আগে থেকে ভারতীয় দলের লক্ষ্য ছিল, ‘এ বার ১০০ পার।’ অর্থাৎ, চিনে পদকসংখ্যা ১০০ বা তার বেশি করার লক্ষ্য নিয়েছিলেন ভারতীয় খেলোয়াড়েরা। এর আগে পর্যন্ত ভারতের সর্বাধিক পদকসংখ্যা ছিল ৭০। ২০১৮ সালে জাকার্তা এশিয়াডে সেটা করেছিল ভারত।

আরও পড়ুন: আর হচ্ছে না বৃষ্টি, সপ্তাহ শেষে জমিয়ে পুজোর শপিং, কবে বিদায় নেবে বর্ষা?

আর এবার গতকালই হাংঝৌয়ে ১০০ পদক নিশ্চিত করে ফেলেছে টিম ইন্ডিয়া। আর তারপরেই ভারতীয় দলকে অভিনন্দন জানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইট করে অভিনন্দন জানান। মোদী লেখেন, “এশিয়ান গেমসে ঐতিহাসিক সাফল্য ভারতের।

Asin Games: এশিয়ান গেমসে ভারতের পদক সেঞ্চুরি, অভিনন্দন মোদীর

১০০ পদক জেতায় ভারতের মানুষ নিশ্চিতভাবেই অভিভূত হবেন। আমাদের অসাধারণ ক্রীড়াবিদদের আন্তরিক অভিনন্দন জানাই। তাঁদের প্রচেষ্টা ভারতকে এই ঐতিহাসিক মাইলফলকের দিকে নিয়ে গিয়েছে। প্রতিটি অবিশ্বাস্য পারফরম্যান্স ইতিহাস তৈরি করেছে।

এশিয়ান গেমসে ভারতের পদক সেঞ্চুরি, অভিনন্দন মোদীর

Asin Games: এশিয়ান গেমসে ভারতের পদক সেঞ্চুরি, অভিনন্দন মোদীর

আমাদের প্রত্যেকের হৃদয় গর্বে ভরে উঠেছে”। আজ পদক সংখ্যা আরও যে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। কারণ আজ ক্রিকেটে ভারত ও আফগানিস্তানের ফাইনাল। ১০০টি পদকের মধ্যে ২৫টি সোনা। রুপো ৩৫টি এবং ব্রোঞ্জ ৪০টি।

Asin Games: এশিয়ান গেমসে ভারতের পদক সেঞ্চুরি, অভিনন্দন মোদীর

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
শ্রীরামপুরে ফের তরজায় কল্যাণ-দীপ্সিতা, CPIM প্রার্থীকে 'মিস ইউনিভার্স' বলে কটাক্ষ!

শ্রীরামপুরে ফের তরজায় কল্যাণ-দীপ্সিতা, CPIM প্রার্থীকে ‘মিস ইউনিভার্স’ বলে কটাক্ষ!

প্রথম থেকেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, দীপ্সিতা ধর তাঁকে ব্যক্তিগত আক্রমণ করছেন। এদিন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে একটি রাস্তার মোড়ে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের বিদায়ী সাংসদ। সেই সময় পাশ দিয়ে সিপিআইএম-এর মিছিল যাচ্ছিল। সেই দেখে হঠাৎ করে উত্তেজিত হয়ে পড়েন কল্যাণ।
ঘোষণা হল ২৫ এর উচ্চমাধ্যমিকের পরীক্ষা সূচি, দেখে নিন কবে কোন পরীক্ষা

ঘোষণা হল ২৫ এর উচ্চমাধ্যমিকের পরীক্ষা সূচি, দেখে নিন কবে কোন পরীক্ষা

সংসদের তরফে জানানো হয়েছে, সকাল ১০ টা থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে। দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত চলবে।
প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল, জেলা স্কুল টেক্কা দিল কোলকাতাকে

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল, জেলা স্কুল টেক্কা দিল কোলকাতাকে

এবারের উচ্চমাধমিকে প্রথম হয়েছেন অভীক দাস, ম্যাকউইলিয়াম উচ্চ মাধ্যমিক স্কুল (আলিপুরদুয়ার)। প্রাপ্ত নম্বর: ৪৯৬। দ্বিতীয় স্থানে সৌম্যদীপ সাহা। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। প্রাপ্ত নম্বর: ৪৯৫। তৃতীয় স্থানে অভিষেক গুপ্ত। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদা। প্রাপ্ত নম্বর: ৪৯৪ ।
দুই বঙ্গ তরুণের দাপটে ম্যাচ জিতে প্লে অফ জমিয়ে দিল দিল্লি

দুই বঙ্গ তরুণের দাপটে ম্যাচ জিতে প্লে অফ জমিয়ে দিল দিল্লি

এই ম্যাচ জেতার ফলে লিক টেবিলে বারো ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানদখল করে নিল দিল্লী। যার ফলে প্লে অফ আরো ইন্টারেস্টিং হয়ে পড়ল।
মারাত্মক কিছু পার্শ্বপতিক্রিয়া, কোভিড টিকা তুলে নিচ্ছে অ্যাস্টাজেনেকা

মারাত্মক কিছু পার্শ্বপতিক্রিয়া, কোভিড টিকা তুলে নিচ্ছে অ্যাস্টাজেনেকা

এর পর ৭ মে থেকে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই ইউরোপিয়ান ইউনিয়নে এই ভ্যাকসিন ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে। ব্রিটেন ও অন্যান্য দেশেও এই ভ্যাকসিন প্রয়োগ বন্ধ করা এবং ভ্যাকসিন প্রয়োগের আবেদন জানানো হয়েছে।

Lifestyle and More...