আপাতত সাদা বলেই মনোনিবেশ, বিশ্বকাপের প্রস্তুতি আজ থেকেই শুরু রোহিতদের

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: চলতি বছরের অক্টোবর থেকেই শুরু হবে ক্রিকেট বিশ্বকাপ। এবার ঘরের মাঠে ক্রিকেট মহারণ হবে বলে ভারতকে নিয়ে প্রত্যাশাও বেশি সমর্থকদের। আর আজ থেকেই কিন্তু বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিল রোহিত শর্মা ব্রিগেড। কেন এই কথা?

আরও পড়ুন: আইসিসি ক্রমতালিকায় প্রথম দশে রোহিত, প্রথম টেস্ট খেলেই তালিকায় যশস্বী

আজ, বৃহিস্পতিবার কিংস্টোন ওভালে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিসের বিরুদ্ধে একদিনের সিরিজ। মোট ম্যাচ খেলা হবে তিনটি। এরপর আবার পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে। আর আপাতত লাল বলের ক্রিকেট অতীত। কারণ, বিসিসিআইয়ের প্রকাশিত সূচি অনুযায়ী আগামী পাঁচ মাস টেস্ট খেলা নেই ভারতের। তার আগেই ক্রিকেট বিশ্বকাপও শেষ হয়ে যাবে। আর বিশ্বকাপের আগে ৫০ ওভারের সিরিজ বলতে চলতি ওয়েস্ট ইন্ডিস সফর আর এরপর ঘরের মাঠে ফিরে অস্ট্রেলিয়ার সঙ্গে একদিনের সিরিজ খেলবে ভারত। তাই আপাতত সাদা বলের ক্রিকেটেই মনোনিবেশ করতে চায় ভারত।

আপাতত সাদা বলেই মনোনিবেশ, বিশ্বকাপের প্রস্তুতি আজ থেকেই শুরু রোহিতদের
আপাতত সাদা বলেই মনোনিবেশ, বিশ্বকাপের প্রস্তুতি আজ থেকেই শুরু রোহিতদের

প্রসঙ্গত, যোগ্যতা অর্জন করতে না পেরে ওয়েস্ট ইন্ডিস বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গিয়েছে। ধারে ভারে দুর্বল হলেও ক্যারিবিয়নদের একেবারেই হালকাভাবে নিতে চাইছে না ভারতীয় ম্যানেজমেন্ট। একদিনের সিরিজ খেলতে দ্বীপপুঞ্জে পৌঁছেছেন হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, সূর্যকুমার যাদব, যুজবেন্দ্র চাহাল এবনহ উমরান মালিক।

আপাতত সাদা বলেই মনোনিবেশ, বিশ্বকাপের প্রস্তুতি আজ থেকেই শুরু রোহিতদের

মূলত প্রস্তুতি আর বিশ্বকাপের দল নির্বাচনের প্রক্রিয়া আজ থেকেই শুরু হবে। ওয়েস্ট ইন্ডিস সফরে অনেক ভারতীয় খেলোয়াড়দের পারফরম্যান্সই খুলে দিতে পারে বিশ্বকাপের দরজা। সব কিছু ঠিক থাকলে ভারতের প্রথম একাদশে থাকবেন রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ।

আপাতত সাদা বলেই মনোনিবেশ, বিশ্বকাপের প্রস্তুতি আজ থেকেই শুরু রোহিতদের

তাহলেও দেখা যাচ্ছে, এখনও চার থেকে পাঁচটি স্থানে বিশ্বকাপে কারা খেলবেন তা কিন্তু নিশ্চিত নয়। উইকেটরক্ষক হিসেবেও কে খেলবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। যেহেতু এখনও ফিট হতে পারেননি ঋষভ পন্থ। ঈশন কিষণ এখনও নবাগত। কে এল রাহুলের প্রত্যাবর্তনের বিষয়টিও একেবারেই উড়িয়ে দেওয়া যায়নি। আবার যশপ্রীত বুমরা এখনও ছন্দে ফেরেননি। তাঁকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলানো হতে পারে। সব মিলিয়ে কিন্তু এখন থেকেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গেল ভারতীয় দলের।

আপাতত সাদা বলেই মনোনিবেশ, বিশ্বকাপের প্রস্তুতি আজ থেকেই শুরু রোহিতদের

আপাতত সাদা বলেই মনোনিবেশ, বিশ্বকাপের প্রস্তুতি আজ থেকেই শুরু রোহিতদের

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এক নজরে এবার মাধ্যমিকের প্রথম দশ, দেখুন নাম-নম্বর-স্কুল

এক নজরে এবার মাধ্যমিকের প্রথম দশ, দেখুন নাম-নম্বর-স্কুল

১২.ঋতম দাস। স্কুল-কাঁথি মডেল ইনস্টিটিউশন (পূর্ব মেদিনীপুর)। ১৩. শুভ্রকান্তি জানা। স্কুল-নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন (দক্ষিণ ২৪ পরগনা)। ১৪. ইশান বিশ্বাস। স্কুল- সারদা বিদ্যাপীঠ হাই স্কুল। প্রাপ্ত নম্বর-৬৮৪ (৯৭.৭১%)
হারতে শিখিনি, মুর্শিদাবাদে সেলিম কোনও ফ্যাক্টরই নন, নজরবন্দিকে দেওয়া সাক্ষাৎকারে বললেন আবু তাহের #EXCLUSIVE

হারতে শিখিনি, মুর্শিদাবাদে সেলিম কোনও ফ্যাক্টরই নন, নজরবন্দিকে দেওয়া সাক্ষাৎকারে বললেন আবু তাহের #EXCLUSIVE

আগামী ৭ তারিখ মুর্শিদাবাদে ভোট। এই কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী বিদায়ী সাংসদ আবু তাহের খান। অন্যদিকে, সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিম। বিজেপির তরফে গৌরী শঙ্কর ঘোষকে টিকিট দেওয়া হয়েছে।
বিশ্বকাপে সুযোগ পাননি রিঙ্কু, বাজি-মিষ্টি পড়েই রইল বাড়িতে

বিশ্বকাপে সুযোগ পাননি রিঙ্কু, বাজি-মিষ্টি পড়েই রইল বাড়িতে

কিন্তু চলতি আইপিএলে তাঁর ব্যাট চলেনি। কেকেআর ভালো ছন্দে থাকলেও রিঙ্কুর পারফরম্যান্স আহামরি নয়। আইপিএলের মধ্যেই ঘোষিত হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল। সেখানে ১৫ জনের স্কোয়াডে জায়গা পাননি কেকেআর তারকা।
দেরীতে হলেও সত্য কথা বলছেন, ভালো লাগছে, কুণালের পাশে অধীর

দেরীতে হলেও সত্য কথা বলছেন, ভালো লাগছে, কুণালের পাশে অধীর

বুধবারই দলের রাজ্য সম্পাদক পদ থেকে কুণাল ঘোষকে সরিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। আর সেই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই লোকসভা নির্বাচনের তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ গেল তাঁর নাম! আর এই ঘটনায় কুণাল ঘোষের পাশে দাঁড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
গরমে ঘোরাঘুরি থেকে বেঁচে গিয়েছি! তৃণমূলের তারকা প্রচারকের তালিকা থেকে বাদ গিয়ে মন্তব্য কুণালের

গরমে ঘোরাঘুরি থেকে বেঁচে গিয়েছি! তৃণমূলের তারকা প্রচারকের তালিকা থেকে বাদ গিয়ে মন্তব্য কুণালের

বুধবারই দলের রাজ্য সম্পাদক পদ থেকে কুণাল ঘোষকে সরিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। আর সেই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই লোকসভা নির্বাচনের তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ গেল তাঁর নাম!

Lifestyle and More...