টি-২০ বিশ্বকাপের দলে চমকের পর চমক, মেন্টর মাহি, দলে অশ্বিন, আর কারা আছেন দলে?

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: বিশ্বকাপের দলে চমক থাকবে। এমনটাই প্রত্যাশিত ছিল। তবে এভাবে যে নির্বাচকরা চমক দেবেন তা ধারণারও বাইরে ছিল। ধোনি ফিরলেন জাতীয় দলের স্কোয়াডে। তবে ক্রিকেটার হিসেবে নয়। মেন্টর হয়ে। প্রথম চমকের নাম যদি ধোনি হন।

আরও পড়ুনঃ সামনের বছর ফের ইংলান্ডে কোহেলিরা, দেখুন ক্রীড়াসূচি

তাহলে দ্বিতীয় চমক অবশ্যই রবিচন্দ্রন অশ্বিন। চলতি ইংল্যান্ড সিরিজে এক ম্যাচেও যাঁকে না খেলানো নিয়র উত্তাল ক্রিকেট দুনিয়া। চার বছর পরে সীমিত ওভারের ক্রিকেটে প্রত্যাবর্তন করলেন তিনি। দু’টি বিশ্বকাপ (২০০৭ টি-২০ ও ২০১১ একদিনের বিশ্বকাপ) জয়ী অধিনায়কের আসন্ন বিশ-বিশ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার ডাগ আউটে মেন ইন ব্লুজের সঙ্গে থাকাটা ভারতীয় ক্রিকেটারদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

ধোনির উপস্থিতি ও তাঁর অভিজ্ঞতা ভারতীয় দলকে সমৃদ্ধ করে তোলার বিষয়ে অনুঘটক হিসাবেই কাজ করবে। এদিকে, গত কয়েকদিন ধরেই চড়ছিল জল্পনার পারদ। সব জল্পনার অবসান ঘটিয়ে আজ ঘোষিত হয়েছে আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল।

টি-২০ বিশ্বকাপের দলে চমকের পর চমক, মেন্টর মাহি, দলে অশ্বিন

দলে রয়েছে বেশ কিছু চমক। এবার এক নজরে দেখে নিন ভারতীয় দলঃ বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল, জসপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি
রিজার্ভ: শ্রেয়স আইয়ার, শার্দুল ঠাকুর এবং রাহুল চাহার।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
গৌতম গম্ভীর কি পরবর্তী ভারতীয় কোচ? কথা চালাচ্ছে BCCI

গৌতম গম্ভীর কি পরবর্তী ভারতীয় কোচ? কথা চালাচ্ছে BCCI

তিনি কেকেআর এর মেন্টর হিসেবে কাজ করছেন। আর এই বার কেকেআর প্লেঅফে উঠে গিয়েছে। এর আগে কোচিং করিয়েছেন লখনউ সুপার জায়ান্টসেও। তাদেরকেও দুবার প্লে অফে তুলেছেন গম্ভীর। কোনও আন্তর্জাতিক বা ঘরোয়া দলে কোচিংয়ের অভিজ্ঞতা না থাকলেও, তাঁকেই কোচের দৌড়ে শীর্ষে রাখছে বিসিসিআই।
ক্যান্সার আক্রান্ত বাম কর্মীকে মারধর, পাটুলি থানা ঘেরাওয়ের ডাক দিলেন সৃজন

ক্যান্সার আক্রান্ত বাম কর্মীকে মারধর, পাটুলি থানা ঘেরাওয়ের ডাক দিলেন সৃজন

শুক্রবার সিপিআইএম-এর একটি পথসভা চলছিল। তখনই সেই ব্যক্তিকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় সরব হয়েছেন যাদবপুরের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য।
এবার রোজভ্যালি কাণ্ডেও নাম জড়াল দেবের, কী বললেন ঘাটালের প্রার্থী

এবার রোজভ্যালি কাণ্ডেও নাম জড়াল দেবের, কী বললেন ঘাটালের প্রার্থী

আর এই নিয়ে আমার কাছে কোনও নোটিস আসেনি। অনেকেই ছিলেন সেই সময়। আর এই ঘটনা আজকের নয়। অনেকদিন আগের। ওই ইভেন্টে আরও অনেক অভিনেতা ও অভিনেত্রী পারফর্ম করেছিলেন।
এবার রাজ্যের সমস্ত শিক্ষককেই প্রমাণ দিতে হবে তিনি শিক্ষকের চাকরিতে যোগ্য কিনা, নির্দেশ শিক্ষা দফতরের

এবার রাজ্যের সমস্ত শিক্ষককেই প্রমাণ দিতে হবে তিনি শিক্ষকের চাকরিতে যোগ্য কিনা, নির্দেশ শিক্ষা...

মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলায় শিক্ষক নিয়োগ এসেছিল। এই নিয়ে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। গোটা রাজ্যে অবৈধ নিয়োগ আছে কিনা তা খুঁজে নির্দেশ দেন বিচারপতি। ফলে প্রশ্ন উঠেছে ৩০-৩৫ বছর আগে যাঁরা নিযুক্ত হয়েছেন, সেই শিক্ষকদের তথ্য কেন দিতে হবে? সেই প্রশ্নও তুলেছেন অনেকে।
প্রচারে বেরিয়ে সপাটে চর খেলেন কানহাইয়া কুমার, দিল্লিতেই আক্রান্ত কংগ্রেস প্রার্থী

প্রচারে বেরিয়ে সপাটে চর খেলেন কানহাইয়া কুমার, দিল্লিতেই আক্রান্ত কংগ্রেস প্রার্থী

এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন আপ-এর কাউন্সিলর ছায়া গৌরব শর্মা৷ তাঁর দাবি, কানহাইয়া কুমারকে নিয়ে তিনি কর্তার নগরের দলীয় কার্যালয় থেকে বেরনোর সময়ই সাত থেকে আটজন হামলা চালায়৷

Lifestyle and More...