বিদেশের ক্রিকেটারদের চোখে এবার বিশ্বকাপে ফেভারিট ভারত, কে কী বললেন জানুন
India is the favorite in the World Cup

নজরবন্দি ব্যুরো: ১৯৮৩ সালে তৃতীয় বিশ্বকাপেই প্রথম শিরোপা জিতে তাক লাগিয়ে দিয়েছিলেন কপিল দেব। তাও ইংল্যান্ডের মাঠে। এরপর ট্রফি পুনরুদ্ধারে লেগে যায় ২৮ বছর! ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্ব ঘটে দীর্ঘ অপেক্ষার অবসান। কপিলের সেই দলটা এত ফেভারিট ছিল না, যতটা ছিল ধোনির দল। ১২ বছরের পথ পরিক্রমায় ফের ঘরের মাঠে বিশ্বকাপ।

আরও পড়ুন: বিশ্বকাপের আগে বিরাটের নয়া শপথ, কী প্রতিজ্ঞা করলেন কিং কোহেলি

এবার অধিনায়ক রোহিত শর্মা। বলা হচ্ছে, আয়োজক ভারত এবার হট-ফেভারিট। সম্প্রতি ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপের শিরোপা জিতেছে তারা। ইনজুরি কাটিয়ে দারুণভাবে ফিরে এসেছেন তারকা পেসার জাসপ্রিত বুমরাহ ও উইকেটরক্ষক-ব্যাটার লোকেশ রাহুল। এশিয়া কাপে ও অজিদের বিরুদ্ধে ভারতের সব ব্যাটার রান পেয়েছেন। ভারতীয় পেস বোলিং ভাল বল করছে।

বিদেশের ক্রিকেটারদের চোখে এবার বিশ্বকাপে ফেভারিট ভারত, কে কী বললেন জানুন
বিদেশের ক্রিকেটারদের চোখে এবার বিশ্বকাপে ফেভারিট ভারত, কে কী বললেন জানুন

স্পিন বিভাগে যোগ দিয়েছেন অভিজ্ঞ অশ্বিন। সঙ্গে আছেন ফর্মে থাকা কুলদিপ ও জাদেজা। সব মিলিয়ে বিশ্বকাপের ঠিক আগে খুব ভাল জায়গাতে আছে টিম ইন্ডিয়া। আর এই সব দেখেই বিশেষজ্ঞরা বলছেন এবার বিশ্বকাপের হট ফেভারিট রোহিত বাহিনী। দেশ-বিদেশের ক্রিকেটাররা বিশ্বকাপ শুরুর আগে যে ভবিষ্যদ্বাণী করছেন, তাতেও এগিয়ে ভারত।

যেমন কিংবদন্তি জ্যাক কালিসের চোখে এ বারের বিশ্বকাপের দুই ফাইনালিস্ট – ভারত ও ইংল্যান্ড। নিজের দেশের কথা বলেননি কালিস। ক্রিস গেইলের দেশ এ বারের বিশ্বকাপে নেই। তাঁর চোখে আসন্ন বিশ্বকাপের ২ ফাইনালিস্ট – ভারত ও পাকিস্তান। শেন ওয়াটসনের মতে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট হল – ভারত এবং অস্ট্রেলিয়া।

World Cup23: বিদেশের ক্রিকেটারদের চোখে এবার বিশ্বকাপে ফেভারিট ভারত, কে কী বললেন জানুন

আবার ফাফ ডু’প্লেসির চোখে এ বারের বিশ্বকাপে ফাইনালিস্ট ভারত এবং অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ড। শ্রীলঙ্কান কিংবদন্তি মুথাইয়া মুরলীধরন নিজের দেশের কথা বলেননি। তাঁর মতে এ বারের বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ভারত ও পাকিস্তান।

বিদেশের ক্রিকেটারদের চোখে এবার বিশ্বকাপে ফেভারিট ভারত, কে কী বললেন জানুন

World Cup23: বিদেশের ক্রিকেটারদের চোখে এবার বিশ্বকাপে ফেভারিট ভারত, কে কী বললেন জানুন

অপর দিকে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াকার ইউনিস নিজের দেশকে ফাইনালিস্ট হিসেবে দেখছেন না। তাঁর মতে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ভারত ও ইংল্যান্ড। সব মিলিয়ে বিশেষজ্ঞ ও প্রাক্তন খেলোয়াড়দের চোখে বিশ্বকাপের অন্যতম দাবিদারদের মধ্যে ভারত কমোন। এবার দেখার পালা মাঠে। শুধু লড়াই শুরুর অপেক্ষা।