Amit Shah: ভারতের ‘বিকৃত’ ইতিহাস বদলাব, বার্তা দিলেন অমিত

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ ভারতের ইতিহাসে অনেক বিকৃতি-ত্রুটি রয়েছে, ফলে তা নতুন করে লিখতে হবে, এবার এমন বার্তাই দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বারফুকানের ৪০০ তম জন্মবার্ষিকী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন,

আরও পড়ুনঃ কয়লা মাফিয়ার সঙ্গে কী করছেন কেন্দ্রীয় মন্ত্রী? প্রশ্ন তুলে ট্যুইট অভিষেকের

‘ভারতের ইতিহাসের সেই বীরদের সম্মান জানানোর জন্য প্রধানমন্ত্রী মোদী বরাবর চেষ্টা করে গিয়েছেন যাদের অবদান যথাযথ স্বীকৃতি পায়নি। সাম্প্রতিক অতীতে এমন অসংখ্য উদাহরণ রয়েছে, যখন প্রধানমন্ত্রী এই ধরনের অজ্ঞাত নায়কদের যথাযথ গুরুত্ব, সম্মান দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন’।

ভারতের 'বিকৃত' ইতিহাস বদলাব, বার্তা দিলেন অমিত
ভারতের ‘বিকৃত’ ইতিহাস বদলাব, বার্তা দিলেন অমিত

তিনি আরও বলেন, “আমি ইতিহাসের একজন ছাত্র এবং আমি অনেক সময় শুনেছি যে আমাদের ইতিহাস সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। বিকৃত করা হয়েছে। হয়তো এটি সঠিক, কিন্তু এখন আমাদের এটি সংশোধন করা দরকার।” দিল্লির বিজ্ঞান ভবনে হওয়া অনুষ্ঠানে মোগলদের ‘ধর্মান্ধ আক্রমণকারী’ হিসেবে ব্যাখ্যা করেছেন তিনি।

ভারতের 'বিকৃত' ইতিহাস বদলাব, বার্তা দিলেন অমিত
ভারতের ‘বিকৃত’ ইতিহাস বদলাব, বার্তা দিলেন অমিত

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ধর্মান্ধ ঔরঙ্গজেবের বিরুদ্ধে দেশের অন্যান্য বীরযোদ্ধাদের সঙ্গে অসমে লাচিত বরফুকন এক সঙ্গে রুখে দাঁড়িয়েছিলেন বলেই মোগল সাম্রাজ্যের পতন হয়। এখন দেশের ইতিহাসকে গৌরবময় করে লেখার সময় এসেছে। অসত্য দূর করে পুনর্লিখন করতে হবে। এই কাজে পাশে থাকবে আমাদের সরকার।”

Amit Shah: ভারতের 'বিকৃত' ইতিহাস বদলাব, বার্তা দিলেন অমিত

ভারতের ‘বিকৃত’ ইতিহাস বদলাব, বার্তা দিলেন অমিত

পাশাপাশি শাহ আরও বলেন, ‘আমি আপনাদের বলছি দেশে এমন একটি সরকার রয়েছে যে সরকার দেশের গৌরবগাঁথাকে তুলে ধরার জন্য যে কোন প্রচেষ্টাকে সমর্থন করে। আপনারা এগিয়ে আসুন, গবেষণা করুন এবং ইতিহাস পুনর্গঠনের চেষ্টা করুন। এভাবেই আমরা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারি।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
এগিয়ে আসছে বর্ষা, বঙ্গে কবে ঢুকছে এই ঋতু? জানিয়ে দিল মৌসম ভবন

এগিয়ে আসছে বর্ষা, বঙ্গে কবে ঢুকছে এই ঋতু? জানিয়ে দিল মৌসম ভবন

৩২.৭ থেকে বেড়ে গতকাল সোমবার দিনের তাপমাত্রা হয়েছিল ৩৪.২ ডিগ্রি। গতকাল রাতের তাপমাত্রা ২৬.৬ থেকে বেড়ে হয়েছিল ২৭.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৮৮ থেকে ৫৩ শতাংশ।
মনোনয়ন জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মনোনয়ন জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দশাশ্বমেধ ঘাটে এদিন সকালে গঙ্গাপ্রণাম করেন নরেন্দ্র মোদি। গঙ্গার ঘাটে পুজো করেন নমো। উল্লেখ্য, সোমবার বারাণসীতে পৌঁছন মোদি। ৬ কিলোমিটার রোড শো করেন। বিপুল মানুষের ভিড় ছিল তাঁকে দেখতে। বর্ণাঢ্য রোড শোয়ের পর কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী।
ফের বেকায়দায় রাজ্যপাল! এবার নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ সিভি আনন্দ বোসের বিরুদ্ধে

ফের বেকায়দায় রাজ্যপাল! এবার নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ সিভি আনন্দ বোসের বিরুদ্ধে

সেই ধর্ষণ মামলার অনুসন্ধানের রিপোর্ট-ই এবার জমা পড়েছে নবান্নে। শ্লীলতাহানি ইস্যুর মধ্যেই এই ঘটনা যে রাজ্যপালের আরও অস্বস্তি বাড়াল তা বলাই বাহুল্য।
ছাপ্পা-অশান্তি-রক্তারক্তিতে শেষ চতুর্থ দফা, কত শতাংশ ভোট পড়ল বাংলায়?

ছাপ্পা-অশান্তি-রক্তারক্তিতে শেষ চতুর্থ দফা, কত শতাংশ ভোট পড়ল বাংলায়?

উত্তরবঙ্গ থেকে ভোট যত দক্ষিণের দিকে আসছে, ততই যেন চেনা ছবি দেখা যাচ্ছে বাংলায়। চতুর্থ দফায় ছাপ্পা থেকে শুরু করে অশান্তি, রক্তারক্তিকাণ্ড কিছুই বাকি গেল না। বিশেষ করে বর্ধমান-দূর্গাপুর কেন্দ্রের তুল্ল্যা বাজার কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করল।
অভিযুক্ত অযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের তথ্য সংগ্রহের কাজ শুরু করল সিবিআই

অভিযুক্ত অযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের তথ্য সংগ্রহের কাজ শুরু করল সিবিআই

এসএসসি পরীক্ষা থেকে চাকরি পাওয়া পর্যন্ত ২০১৬ সালে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি সংগ্রহের কাজ করেছে সিবিআই। প্রার্থীর পরীক্ষার রেজাল্ট, ইন্টারভিউ, শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শংসাপত্র, চাকরির নিয়োগপত্র, বেতনের নথি সহ যাবতীয় তথ্য যাচাই করে দেখছেন তদন্তকারীরা।

Lifestyle and More...