নজরবন্দি ব্যুরো: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার হাতেই ম্যাচের রাশ। একথা বললেও অত্যুক্তি করা হবে না। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থা এই ভারতের। দিনের শেষে স্কোর বোর্ড বলছে, ভারতের রান পাঁচ উইকেটে ১৫১। ক্রিজে রয়েছেন অজিঙ্কে রাহানে (২৯) এবং ভরত (৫)।
আরও পড়ুন: বার্সেলোনায় ফেরা হচ্ছে না মেসির, নতুন গন্তব্য ঠিক হল আর্জেন্টিনার অধিনায়কের
ভারতের তারকা ব্যাটসম্যানরা যে এভাবে আত্মসমর্পণ করবেন, তা কি কেউ ভাবতে পেরেছিলেন? অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৪৬৯ রানের জবাবে ভারত ১৫১ রান তুলতে গিয়ে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছে। দ্বিতীয় দিনের শেষে ৩১৮ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা (১৫), শুভমন গিল (১৩), চেতেশ্বর পূজারা (১৪) ও বিরাট কোহলি (১৪) চূড়ান্ত ফ্লপ।
আর এই ম্যাচে বিরাটের আউট নিয়ে মুখ খুলেছেন গাভাস্কার। তাঁর সাফ কথা কোহলি ব্যাকফুটে খেলতে জানলে ওভাবে আউট হতেন না। ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলে সুনীল বলেন, ‘এখন ওভার পিছু দু’টি করে বাউন্সারই দেওয়া যায়। ফলে অধিকাংশ ব্যাটারই ফ্রন্টফুটে খেলে। যার মানে তারা ব্যাকফুটে খেলতে পারে না।

ব্যাকফুটে খেললে কিছুটা অতিরিক্ত ইয়ার্ড পাওয়া যায়, যেখানে সম্ভবত কবজির মোচড়ে বল ছাড়া যায়। বিরাটের পক্ষে স্টার্কের ডেলিভারি খেলা কঠিন ঠিল, কারণ ও ফ্রন্টফুটে খেলেছিল। ও সামনের পায়ে এতটা বেশি ওজন দিয়ে ফেলেছিল যে, ওর পক্ষে আর শেষ মহূর্তে ব্যাট সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।’
তবে বিরাটের আউট নয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন তাঁর ছোট বেলার কোচ রাজকুমার শর্মা। তিনি জানান, খুবই ভাল বলে উইকেট খুইয়েছেন বিরাট। দ্বিতীয় দিনের শেষে জানালেন,
বিরাটের আউট নিয়ে কটাক্ষ গাভাস্কারের, ভিন্ন মত কোহলির কোচের
‘বিরাট যে বলটায় আউট হল, সেটা খুবই ভাল ডেলিভারি। যেকোনও ব্যাটারই আউট হতে পারত’। মিচেল স্টার্কের বল বিরাটের ব্যাটের কাণায় লেগে সোজা চলে যায় দ্বিতীয় স্লিপে। ক্যাচ ধরে নেন স্টিভ স্মিথ। তবে ভারত ম্যাচে ফিরবেই, আশাবাদী রাজকুমার শর্মা।