রাজ্যে করোনায় কোন বয়েসের কত জন মারা গেলেন জানেন? ভয় কমাতে পড়ুন।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে করোনায় কোন বয়েসের কত জন মারা গেলেন জানেন? করোনা ভাইরাস প্রতি মুহুর্তে তাঁর প্রভাব বাড়িয়ে চলেছে দেশজুড়ে। সংক্রমনের হাত থেকে বাঁচতে পারেনি বাংলাও। প্রায় প্রতিদিন ৫০-৫৫ জন মানুষ মারা যাচ্ছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। সংক্রমনের গতি কিছুটা রোধ করা সম্ভব হলেও বেড়েই চলেছে মৃত্যু সংখ্যা। কিন্তু জানেন কি কাদের মৃত্যু হচ্ছে করনা ভাইরাসে আক্রান্ত হয়ে?

আরও পড়ুনঃ ফের একদিনে সুস্থ হলেন ৩ হাজারের বেশি আক্রান্ত। আজ মৃত্যু ৬২ জনের।

একদিকে নতুন সংক্রমন আর মৃত্যুমিছিলের মাঝেই প্রতিদিন সুস্থ হয়ে উঠছেন হাজার হাজার মানুষ। কিন্তু সংক্রমণের গতি অব্যাহত থাকায় তেমন ভাবে কমছে না চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা। অব্যাহত রয়েছে মৃত্যু মিছিলও। আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে ৩ হাজার ১৬৫ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ২৪ হাজার ৮৯৮ জন। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৪ হাজার ৪২১ জনের। মৃত ৪ হাজার ৪২১ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৬২ জন।

রাজ্যে করোনায় কোন বয়েসের কত জন মারা গেলেন জানেন? রাজ্যে মৃত ৪ হাজার ৪২১ জনের মধ্যে ৮৫.৫ শতাংশ মানুষ মারা গিয়েছেন যাদের মধ্যে কো মর্বিডিটি ছিল। সংখ্যাটা হল ৩ হাজার ৭৮২ জন। অন্যদিকে শুধু মাত্র করনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৩৯ জনের। অর্থাৎ মোট মৃতের মাত্র ১৪.৫ শতাংশ। এবার জেনে নিন কোন বয়েসের কত মানুষ এখন পর্যন্ত মারা গিয়েছেন রাজ্যে।

৭৫ বছর বা তার বেশি বয়স্ক মানুষ যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ১৩.৪১ শতাংশের, অর্থাৎ সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৮৬ শতাংশের বেশি। একই ভাবে ৬১ থেকে ৭৫ বছর বয়স্ক যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৬.২৮ শতাংশের। অর্থাৎ সুস্থ হয়েছেন ৯৩ শতাংশের বেশি আক্রান্ত। ৪৬ থেকে ৬০ বছর বয়স্ক যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২.১০ শতাংশের। অর্থাৎ সুস্থ হয়েছেন প্রায় ৯৮ শতাংশ বেশি আক্রান্ত। ৩১ থেকে ৪৫ বছর বয়স্ক যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে মৃত্যু হয়েছে ০.৪৫ শতাংশের।

অর্থাৎ সুস্থ হয়েছেন ৯৯.৫৫ শতাংশ আক্রান্ত। ১৬ থেকে ৩০ বছর বয়স্ক যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে মৃত্যু হয়েছে ০.১৭শতাংশের। অর্থাৎ সুস্থ হয়েছেন ৯৯.৮৩ শতাংশ আক্রান্ত। ০ থেকে ১৫ বছর বয়স্ক যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে মৃত্যু হয়েছে ০.১৭শতাংশের। অর্থাৎ সুস্থ হয়েছেন ৯৯.৮৩ শতাংশ আক্রান্ত। অন্যদিকে সার্বিক ভাবে রাজ্যে এখন পর্যন্ত যত মহিলা আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ১.৫৭ শতাংশের। পাশাপাশি যতজন পুরুষ আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ২.১৪ শতাংশের।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
খুনের পরিকল্পনা খোদ তৃণমূলের? দেবের বিরুদ্ধে FIR করতে চলেছেন হিরণ!

খুনের পরিকল্পনা খোদ তৃণমূলের? দেবের বিরুদ্ধে FIR করতে চলেছেন হিরণ!

ভোটের মাত্র কয়েকদিন আগে চাঞ্চল্যকর আশঙ্কা প্রকাশ করলেন ঘাটালের বিদায়ী সাংসদ তথা এবারের প্রার্থী দেব। তাঁর মতে, বিজেপি নিজেদের কর্মীকে খুন করে তৃণমূলের নামে...
কেন অভিজ্ঞ লকেটের বিরুদ্ধে আনকোরা রচনা? উত্তর দিলেন মুখ্যমন্ত্রী

কেন অভিজ্ঞ লকেটের বিরুদ্ধে আনকোরা রচনা? উত্তর দিলেন মুখ্যমন্ত্রী

“আমি রচনাকে প্রার্থী করেছি , কারণ যিনি এখানে বিজেপির প্রার্থী আছেন তিনি সকলের গলারই লকেট!” সঙ্গে তিনি আরও বলেন, “আমি খারাপ সেন্সে বলছি না । ভাল সেন্সেই বলছি । আর আমি বলব অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো , রচনাকে তাই প্রার্থী করেছি।”
বিজেপি নিজেদের লোককে খুন করে তৃণমূলের নামে দোষ দেবে, চাঞ্চল্যকর আশঙ্কা দেবের

বিজেপি নিজেদের লোককে খুন করে তৃণমূলের নামে দোষ দেবে, চাঞ্চল্যকর আশঙ্কা দেবের

তাঁর মতে, বিজেপি নিজেদের কর্মীকে খুন করে তৃণমূলের নামে দোষ দিতে পারে। আর সেই খুন হবে আগামী ১০ থেকে ২০ তারিখের মধ্যে। ঘাটাল জিততে মরিয়া হয়ে যে কোনও রকমের ঝুঁকি নিতে পারে বিজেপি বলে দাবি দেবের।
বিয়ের সব ছবি মুছে দিলেন রণবীর! কারণ কী

বিয়ের সব ছবি মুছে দিলেন রণবীর! কারণ কী

তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি জানান যে ২০২৩ সালের আগের সমস্ত ছবিই তিনি আর্কাইভ করেছেন, সেই কারণেই প্রোফাইলের ওয়াল থেকে ২০২৩ সালের আগের ছবি ছবিই উধাও হয়ে গিয়েছে। তারমধ্যেই তাঁদের বিয়ের ছবিও ছিল।
অম্বানি-আদানীর থেকে কত টাকা নিয়েছেন? রাহুলকে প্রশ্ন মোদির, ভয় পেয়ে ভুল বকছেন পাল্টা কংগ্রেস

অম্বানি-আদানীর থেকে কত টাকা নিয়েছেন? রাহুলকে প্রশ্ন মোদির, ভয় পেয়ে ভুল বকছেন পাল্টা কংগ্রেস

তেলেঙ্গানার জনসভা থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোটের মধ্যে অম্বানি-আদানী ইস্যু নিয়ে সরব হলেন তিনি। অভিযোগ, লোকসভা নির্বাচনের প্রচারে...

Lifestyle and More...