পঞ্চাশ কোটি টাকার ত্রান। জেলায় জেলায় অ্যান্টিবডি টেস্ট। সৌজন্যে সিপিআইএম।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ পঞ্চাশ কোটি টাকার ত্রান। জেলায় জেলায় অ্যান্টিবডি টেস্ট। সৌজন্যে সিপিআইএম। রাজ্যের ক্ষমতায় নেই দীর্ঘদিন। ভোটের পাশাপাশি কমেছে সদস্য সংখ্যাও। সেই সিপিআইএম তাক লাগিয়ে দিল কোভিড ১৯ অধ্যুষিত বাংলায়। রাজ্যে ক্রমেই বেড়ে চলে করোনা ভাইরাসের সংক্রমণ। কড়া বা একটানা লকডাউন তুলে দেওয়া হলেও রাজ্যবাসী কার্যত বিপর্যস্ত। করোনা সময়ের মধ্যে আমফান ঘুর্ণিঝড় অনেক টা গোদের ওপর বিষ ফোঁড়ার ভূমিকা নিয়েছে। রাজ্যের বহু এলাকায় মানুষ কার্যত অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। হুহু করে বাড়ছে কর্মহীনের সংখ্যা এবং তাঁর সাথে তাল মিলিয়ে আর্থিক অনটন।

আরও পড়ুনঃ প্রবল নিম্নচাপে প্লাবনের আশঙ্কা। কমলা সতর্কতা জারি করল হাওয়া অফিস।

পরিস্থিতি যে এমন হতে পারে তাঁর আগেই ইঙ্গিত দিয়েছিল সিপিআইএম। নবান্নে একাধিক বৈঠকে সিপিআইএম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে অনুরোধ করেন সতর্ক হওয়ার জন্যে। যদিও সূর্য কান্ত মিশ্র বা সুজন চক্রবর্তীদের সব পরামর্শ শুনলেও তা বাস্তবায়িত করেন নি মুখ্যমন্ত্রী বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে লকডাউন শুরুর সময় থেকে সিপিআইএম রাজ্য জুড়ে খুলে ফেলে অসংখ্য কমিউনিটি কিচেন বা নাগরিক রান্নাঘর। পাশাপাশি বহু এলাকায় বাড়িতে বাড়িতে রেড ভলেন্টিয়ার রা পৌঁছে দেয় ন্যুনতম ত্রান সামগ্রী।

পঞ্চাশ কোটি টাকার ত্রান। জেলায় জেলায় অ্যান্টিবডি টেস্ট। রাজ্য জুড়ে প্রায় হাজার টি কমিউনিটি কিচেন থেকে কয়েক লক্ষ মানুষ খাওয়ার পেয়েছেন এই চরম সংকটজনক পরিস্থিতিতে। পাশাপাশি আমফান বিধ্বস্ত সুন্দরবন কে নিজের ছন্দে ফিরিয়ে দেওয়ার জন্যে এখনও লড়াই করে চলেছেন কান্তি গাঙ্গুলির মত প্রবীণ নেতারা। এখন সিপিআই এম শুরু করেছে জেলায় জেলায় অ্যান্টিবডি টেস্ট। যাদবপুরে ইতিমধ্যেই এই অ্যান্টিবডি টেস্ট হয়ে গিয়েছে। আগামীকাল এই টেস্ট হবে বর্ধমান জেলায়। সিপিআইএমের বর্ধমান ১ নম্বর এরিয়া কমিটির উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হতে চলেছে অ্যান্টিবডি টেস্ট শিবির।

গত মাসেই সিআইটিইউ প্রভাবিত মেডিক্যাল রিপ্রেসেন্টেটিভদের ইউনিয়ন ডব্লিউবিএমএসআরইউ-এর তরুণ নেতা সন্তু দত্তের মৃত্যু হয়। তাঁর স্মরণেই এই অ্যান্টিবডি টেস্ট শিবির করছে সিপিআইএম। জানা গিয়েছে প্রতিটি টেস্ট পিছু ৩৭৫ টাকা নেওয়া হবে, যারা টেস্ট করাবেন তাঁদের কাছ থেকে। এই টেস্টে বোঝা যাবে কারও শরীরে করোনা প্রতিরোধী অ্যান্টিবডি তৈরী হয়েছে কিনা। চিকিৎসক রা এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন। আইসিএমআর অনুমোদিত টেস্ট কিট দিয়েই হবে পরীক্ষা।

জানা গিয়েছে বর্ধমানে মানুষের সাড়া দেখে সিদ্ধান্ত নেওয়া হবে কত দ্রুত এই পরীক্ষা জেলায় জেলায় ছড়িয়ে দেওয়া যায়। অন্যদিকে এখন পর্যন্ত সিপিআইএম রাজ্য জুড়ে কোভিড পরিস্থিতিতে ত্রান এবং কমিউনিটি কিচেন চালাতে সিপিআইএম এখন পর্যন্ত খরচ করেছে পঞ্চাশ কোটি টাকা।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
বাংলা বুঝতে অসুবিধা? সাঁওতালি ভাষা শিখে নেব, কাদের আশ্বাস দিলেন মমতা?

বাংলা বুঝতে অসুবিধা? সাঁওতালি ভাষা শিখে নেব, ঝাড়গ্রামকে আশ্বাস দিলেন মমতা

জঙ্গলমহলবাসীর উদ্দেশে মমতার বক্তব্য, ”বাংলা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? আমি ধীরে ধীরে সাঁওতালি ভাষাটা শিখে নেব। অলচিকিটা একটু শক্ত আছে। তবে আমি শিখে নেব।” 
রিলস বানানোর উপরেও নিষেধাজ্ঞা কেদারনাথ-বদ্রীনাথ মন্দিরে

রিলস বানানোর উপরেও নিষেধাজ্ঞা কেদারনাথ-বদ্রীনাথ মন্দিরে

প্রথম ৬ দিনেই দেশ-বিদেশ থেকে ৩ লক্ষ ৩৪ হাজার ৭৩২ জন দর্শন করেছেন। আরও ২ লক্ষ ৭০ হাজার পুণ্যার্থী নিজেদের নাম রেজিস্টার করেছেন দর্শনের জন্য।
দেবাংশুর সমর্থনে তমলুকে মেগা রোড-শো অভিষেকের, শুভেন্দু-গড়ে জনপ্লাবন তৃণমূলের

দেবাংশুর সমর্থনে তমলুকে মেগা রোড-শো অভিষেকের, শুভেন্দু-গড়ে জনপ্লাবন তৃণমূলের

তমলুকের রাজ ময়দান থেকে হসপিটাল মোড় পর্যন্ত চলল রোড-শো। দু'পাশে ছিল জনতার ঢল। এই তমলুক, বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় হিসাবে পরিচিত। ফলে, এই কেন্দ্রে জেতা কিছুটা হলেও চ্যালেঞ্জ তৃণমূলের। 
১০ বছরে তিনি কেন মিডিয়ার সামনে আসেননি? অবশেষে উত্তর দিলেন প্রধানমন্ত্রী

১০ বছরে তিনি কেন মিডিয়ার সামনে আসেননি? অবশেষে উত্তর দিলেন প্রধানমন্ত্রী

আগে জনগণের সঙ্গে যোগাযোগের একমাত্র উপায় ছিল সংবাদমাধ্যম কিন্তু এখন সোশাল মিডিয়ার দৌলতে সেখানেই সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করা যায়। এখন একজন ব্যক্তিকে যদি কোনও কিছু নিয়ে উত্তর দিতে হয়, তিনি মিডিয়া ছাড়াই তার মতামত স্পষ্টভাবে জানাতে পারবেন’।
মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য, অভিজিতকে শো-কজ করল কমিশন

মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য, অভিজিতকে শো-কজ করল কমিশন

দিন কয়েক আগে নির্বাচনের প্রচারসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Lifestyle and More...