হারের জন্য দায়ী দলনেতাই। সিব্বলের পর ফের কংগ্রেসের সমালোচনায় গুলাম নবি আজাদ।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ হারের জন্য দায়ী দলনেতাই। রবিবার গান্ধী পরিবারকে কার্যত ক্লিনচিট দিলেন ‘‌বিক্ষুব্ধ’‌ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ । তার বদলে সম্প্রতি বিহার–সহ একাধিক নির্বাচনে হারের জন্য দলের অন্যান্য নেতাদের দায়ী করলেন তিনি। সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে দল প্রসঙ্গে একাধিক কথা বললেন। ভোটে হারের জন্য সাধারণ মানুষ ও কংগ্রেসের স্থানীয় নেতাদের মধ্যে তৈরি হওয়া দূরত্বের কথা উল্লেখ করেন তিনি। কংগ্রেসের নেতারা বিলাসবহুল জীবনে অভ্যস্ত হয়ে গেছেন, এমন অভিযোগও তোলেন।

আরও পড়ুনঃঅমিত শাহ,সৌরভের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন প্রশাসক কমিটির প্রাক্তন সদস্য

হারের জন্য দায়ী দলনেতাই। বিহার নির্বাচন ,মধ্যপ্রদেশউত্তরপ্রদেশ, পরপর বেশ কয়েকটি নির্বাচন–উপনির্বাচনে খুবই হতাশাজনক পারফরম্যান্স কংগ্রেসের। এই প্রসঙ্গেই কংগ্রেসের বর্ষীয়ান নেতা গুলাম নবি আজাদ বলেন, ‘‌‘‌দলের নেতারা সবাই বিলাসবহুল জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে গিয়েছেন। টিকিট পেলেই তাঁরা পাঁচতারা হোটেলে চলে যান। রাস্তা খারাপ থাকলে সেদিকে যেতে চান না। এই সংস্কৃতিকে না পালটালে আমরা কখনই ভোটে জিততে পারব না।’‌’ কংগ্রেসের অবস্থা যে গত ৭২ বছরে সবচেয়ে করুণ, সেকথা স্বীকার করে নিলেও তিনি জানান, দলে কোনও বিরোধ নেই। কেউ ‘বিক্ষুব্ধ’ নন। যা হয়েছে, তা দলে পরিবর্তন আনার জন্য দরকারি ছিল।

আরও পড়ুনঃশুভেন্দুর নামে পোস্টার লাগাচ্ছেন দিলীপ, বিজেপি দলের অধিকাংশই উন্মাদ! কটাক্ষ জ্যোতিপ্রিয়র।

প্রসঙ্গত ২৪ ঘণ্টা আগেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর তৈরি করা বিশেষ তিনটি কমিটির একটিতে জায়গা পেয়েছেন। কিন্তু তারপরও আশ্চর্যজনকভাবেই গান্ধী পরিবারকে ‘‌ক্লিনচিট’‌ দিলেন। গুলাম নবি আজাদের কথায়, ‘‌‘‌আমি গান্ধী পরিবারকে এ ব্যাপারে ক্লিনচিট দিতে চাই। কারণ, করোনার সময়ে এর থেকে বেশি কিছু ওঁরা করতে পারতেন না। আমাদের বেশিরভাগ দাবিই তো মেনে নেওয়াও হয়েছে। তবে দল বাঁচাতে শীর্ষ নেতৃত্বের উচিত নির্বাচনের রাস্তায় হাঁটা।’‌’‌ প্রয়োজনে কেন্দ্রের বিরোধী দল হিসাবে টিকে থাকতে গেলে দলকে নতুনভাবে তৈরি করার জন্যেও পরামর্শ দেন তিনি।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
সন্ধ্যের পরেই ঝেঁপে নামবে বৃষ্টি, ভ্যাপসা গরমের মধ্যে স্বস্তির খবর দিল হাওয়া অফিস

সন্ধ্যের পরেই ঝেঁপে নামবে বৃষ্টি, ভ্যাপসা গরমের মধ্যে স্বস্তির খবর দিল হাওয়া অফিস

বৈশাখের শেষলগ্নে কয়েকদিন বৃষ্টিতে যেন প্রাণ জুড়িয়েছিল সকলেরই। জৈষ্ঠ্য আসতেই আবার ফুল ফর্মে সূর্য্যিমামা। তীব্র গরমে নাজেহাল আট থেকে আশি। এই ভ্যাপসা গরমের মধ্যেই স্বস্তির খবর দিল হাওয়া অফিস।
হারিয়ে বদলা নেব, জেল থেকে বেরিয়েই চ্যালেঞ্জ সন্দেশখালির মাম্পির

হারিয়ে বদলা নেব, জেল থেকে বেরিয়েই চ্যালেঞ্জ সন্দেশখালির মাম্পির

সাদা কাগজে মহিলাদের দিয়ে সই করিয়ে ধর্ষণ-শ্লীলতাহানির মতো গুরুতর যৌন হেনস্থার অভিযোগ দায়ের করার নেপথ্যে সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি ওরফে পিয়ালি দাসের ভূমিকা ছিল, এই অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।
বিয়ে করছেন বনি-কৌশানী! প্রস্তুতি চলছে পুরোদমে

বিয়ে করছেন বনি-কৌশানী! প্রস্তুতি চলছে পুরোদমে

উল্লেখ্য, এর আগে টলিপাড়া থেকে একমাত্র নুসরত জাহানই তুরস্কে গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং করেছিলেন। আর ফিরে তারকাবন্ধুদের জন্য একটা রিসেপশনের আয়োজন করেছিলেন। যদিও নিখিল জৈনের সঙ্গে সেই বিয়ে টেকেনি!
ভুল করলে দু'টো থাপ্পড় মারবেন, আরামবাগকে 'অধিকার' দিলেন মমতা

ভুল করলে দু’টো থাপ্পড় মারবেন, আরামবাগকে ‘অধিকার’ দিলেন মমতা

ইতিমধ্যেই বাংলায় চতুর্থ দফায় নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী ২০ তারিখ আরামবাগে ভোটগ্রহণ। শেষলগ্নে সেই কেন্দ্রের গোঘাটে জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিনের সভা থেকে তৃণমূল সুপ্রিমো সাফ বললেন, আমরা যদি ভুল করে থাকি তাহলে দু'টো থাপ্পড় মারুন, আপনাদের সেই অধিকার আছে।
গলায় মালা পরিয়ে গালে ঠাটিয়ে চড়! কী প্রতিক্রিয়া দলেন কানহাইয়া?

গলায় মালা পরিয়ে গালে ঠাটিয়ে চড়! কী প্রতিক্রিয়া দিলেন কানহাইয়া?

দিল্লি উত্তর-পূর্ব কেন্দ্র থেকে চলতি লোকসভা নির্বাচনে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে কানহাইয়া কুমারকে। আর শনিবার প্রচারে বেরিয়ে 'চড়' খেলেন তিনি। গলায় মালা পরিয়ে ঠাটিয়ে চড় মারা হল এককালের বাম যুব নেতাকে।

Lifestyle and More...