১০৮ টি পুরভোটের গণনা ২ মার্চ, ঘোষণা নির্বাচন কমিশনের

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ আসন্ন ১০৮ টি পুর এলাকার গণনার দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। ১০৮ টি পুরভোটের গণনা ২ মার্চ। বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ শরীরে লাগানো চিপ তাঁকে নিয়ন্ত্রণ করছে, অজিত দোভালের বাড়িতে প্রবেশের চেষ্টা এক অজ্ঞাতর

চলতি মাসেই পুরভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। কিন্তু তাতে উল্লেখ ছিল না গণনার দিনক্ষন। রাজ্যের চার পুরনিগম সহ ১০৮ টি পুর এলাকার গণনা একসঙ্গে করানোর দাবীতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। কিন্তু সিদ্ধান্তের বিষয়টি নির্বাচন কমিশনের দিকে ঠেলে দেয় আদালত।

কমিশনের তরফে জানানো হয়েছে, প্রতিটি মিউনিসিপালিটির রিটার্নিং অফিসারদের ইভিএম রাখার জন্য স্ট্রং রুম রাখার কথাও বলে হয়েছে। নির্বাচনের জন্য সমস্ত প্রস্তুতি শেষ করার কথাও বলা হয়েছে।

১০৮ টি পুরভোটের গণনা ২ মার্চ, ঘোষণা কমিশনের 

১০৮ টি পুরভোটের গণনা ২ মার্চ, ঘোষণা কমিশনের 
১০৮ টি পুরভোটের গণনা ২ মার্চ, ঘোষণা কমিশনের 

 

উল্লেখ্য, ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ টি পুর এলাকার নির্বাচন। কিন্তু এখনও অবধি হাওড়া এবং বালির নির্বাচন নিয়ে কোনও ঘোষণাই করা হয়নি। কিন্তু পুরভোটের দিনক্ষণ ঘোষণার পরেই সমস্ত দল প্রার্থী ঘোষণা করেছে। ইতিমধ্যেই সেই প্রার্থী তালিকাকে কেন্দ্র করে বিভিন্ন দলের মধ্যে রাজনৈতিক তরজা লেগেই রয়েছে। প্রার্থ তালিকা নিয়ে অসন্তোষ বিজেপি, তৃণমূল সকলের মধ্যেই।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
প্রবল শক্তিশালী হচ্ছে রেমাল, আর মাত্র ২৯০ কিমি দূরে

প্রবল শক্তিশালী হচ্ছে রেমাল, আর মাত্র ২৯০ কিমি দূরে

এই মুহূর্তে ‘রেমাল’-এর অবস্থান বাংলাদেশের খেপুপাড়া থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম, পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পূর্ব, দিঘা থেকে ৪১০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পূর্ব এবং ক্যানিং থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পূর্ব দিকে।
কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে প্রকাশ্যে বিবাদ, ভূমিকা নিয়ে অসন্তোষ খোদ বিজেপি প্রার্থীদের!

কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে প্রকাশ্যে বিবাদ, ভূমিকা নিয়ে অসন্তোষ খোদ বিজেপি প্রার্থীদের!

হিরণ তো সাফ বলেই দিলেন, রাজ্য পুলিশ-কেন্দ্রীয় বাহিনী-নির্বাচন কমিশন মিলে তাঁর বিরুদ্ধে ম্যাচ ফিক্স করে নিয়েছে! একই সুর অগ্নিমিত্রা পালের কণ্ঠেও। তাঁর বক্তব্য, ভেতরে ছাপ্পা হোক বা পোলিং এজেন্টকে বসতে না দেওয়া, কেন্দ্রীয় বাহিনী বাইরে দাঁড়িয়ে শুধু দেখে যাচ্ছে।
শেষ হল ষষ্ঠ দফা নির্বাচন, সবচেয়ে বেশি ভোট পড়ল বাংলায়, কত শতাংশ?

শেষ হল ষষ্ঠ দফা নির্বাচন, সবচেয়ে বেশি ভোট পড়ল বাংলায়, কত শতাংশ?

পঞ্চম দফায় সারা দেশে ভোট পড়ল ৫৮.৮৪ শতাংশ। সেখানে বাংলার মোট আটটি কেন্দ্র মিলিয়ে ভোটদানের হার ৭৮.১৯ শতাংশ। দ্বিতীয় স্থানে ঝাড়খণ্ড, ৬২.১৬ শতাংশ।
তৃণমূল প্রার্থী দেবাংশুর কাছে বুথের ভিডিয়ো গেল কি করে? তদন্তে কমিশন

তৃণমূল প্রার্থী দেবাংশুর কাছে বুথের ভিডিয়ো গেল কি করে? তদন্তে কমিশন

কারণ তার জন্য নির্দিষ্ট পাসওয়ার্ডের প্রয়োজন রয়েছে। যা গুটি কয়েক লোকের কাছেই রয়েছে। যে সব আধিকারিক দায়িত্বে রয়েছেন, মূলত তাঁদের কাছে সেই পাসওয়ার্ড থাকে। তাই প্রশ্ন উঠছে, কী ভাবে ওয়েবকাস্টিং রুম থেকে বুথের ভিতরের ভিডিয়ো ফুটেজ বাইরে বেরোল?
মুখ্যমন্ত্রীর সভায় অনুপস্থিত মিনাখাঁর TMC বিধায়ক, মমতার রোষের মুখে ঊষারানি মণ্ডল

মুখ্যমন্ত্রীর সভায় অনুপস্থিত মিনাখাঁর TMC বিধায়ক, মমতার রোষের মুখে ঊষারানি মণ্ডল

এদিনের সভা থেকে মিনাখাঁর তৃণমূল বিধায়ক ঊষারানি মণ্ডলকে কড়া ভাষায় সমালোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, আজকের সভায় আসেননি ঊষারানি। আর তা জানতে পেরেই ক্ষিপ্ত হয়ে যান তৃণমূল নেত্রী। তাঁর সঙ্গে বিজেপি-এর গোপন আঁতাতের অভিযোগ তোলেন মমতা এবং সব সম্পর্ক ছিন্ন করার কথা বলেন।

Lifestyle and More...