কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে প্রকাশ্যে বিবাদ, ভূমিকা নিয়ে অসন্তোষ খোদ বিজেপি প্রার্থীদের!

Lok Sabha Election 2024: উত্তর থেকে দক্ষিণের দিকে যতই বাংলায় ভোট এগোচ্ছে, ততই চিত্রটা বদলাচ্ছে। ষষ্ঠ দফায় একাধিক এলাকায় ঝামেলা, অশান্তি হল। বিশেষ করে কেশপুরে, গড়বেতায়।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নির্বাচনের আগে বিরোধীদের সবচেয়ে বড় যে দাবিটা থাকে, তা হল, কেন্দ্রীয় বাহিনী। বেশিরভাগক্ষেত্রেই আদালত পর্যন্ত গড়ায় বিষয়টা। অবশেষে সেই কেন্দ্রীয় বাহিনীর সহায়তাতেই হচ্ছে এবারের লোকসভা ভোট। অথচ আজ ষষ্ঠ দফায় দেখা গেল, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন খোদ বিজেপি প্রার্থীরা।

আরও পড়ুন: শেষ হল ষষ্ঠ দফা নির্বাচন, সবচেয়ে বেশি ভোট পড়ল বাংলায়, কত শতাংশ?

উত্তর থেকে দক্ষিণের দিকে যতই বাংলায় ভোট এগোচ্ছে, ততই চিত্রটা বদলাচ্ছে। ষষ্ঠ দফায় একাধিক এলাকায় ঝামেলা, অশান্তি হল। বিশেষ করে কেশপুরে, গড়বেতায়। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের রাস্তায় আগুন জ্বালিয়ে ‘গো-ব্যাক’ স্লোগান দিলেন জনতা। আর ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু তো ইটবর্ষণে আঘাত পেয়ে কিছু সময় হাসপাতালেও পড়ে রইলেন। মাথা ফাটল তাঁর নিরাপত্তারক্ষীর।

কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে প্রকাশ্যে বিবাদ, ভূমিকা নিয়ে অসন্তোষ খোদ বিজেপি প্রার্থীদের!
কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে প্রকাশ্যে বিবাদ, ভূমিকা নিয়ে অসন্তোষ খোদ বিজেপি প্রার্থীদের!

হিরণ তো সাফ বলেই দিলেন, রাজ্য পুলিশ-কেন্দ্রীয় বাহিনী-নির্বাচন কমিশন মিলে তাঁর বিরুদ্ধে ম্যাচ ফিক্স করে নিয়েছে! একই সুর অগ্নিমিত্রা পালের কণ্ঠেও। তাঁর বক্তব্য, ভেতরে ছাপ্পা হোক বা পোলিং এজেন্টকে বসতে না দেওয়া, কেন্দ্রীয় বাহিনী বাইরে দাঁড়িয়ে শুধু দেখে যাচ্ছে। আবার কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী তো প্রকাশ্যে ঝামেলায় জড়ালেন বাহিনীর এক জওয়ানের সঙ্গে। তৃণমূলের জুন মালিয়ারও এক মহিলা জওয়ানের সঙ্গে বচসা হল।

কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে প্রকাশ্যে বিবাদ, ভূমিকা নিয়ে অসন্তোষ খোদ বিজেপি প্রার্থীদের!

কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে প্রকাশ্যে বিবাদ, ভূমিকা নিয়ে অসন্তোষ খোদ বিজেপি প্রার্থীদের!

লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ শেষ হল। ছ’টি রাজ্য ও দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে দেশের ৫৮টি আসনে মোট ৮৮৯ জন প্রার্থী ছিলেন। দিনের শেষে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, শতাংশের হারে সবচেয়ে ভোট দিয়েছেন বাংলার মানুষ। পঞ্চম দফায় সারা দেশে ভোট পড়ল ৫৮.৮৪ শতাংশ। সেখানে বাংলার মোট আটটি কেন্দ্র মিলিয়ে ভোটদানের হার ৭৮.১৯ শতাংশ। দ্বিতীয় স্থানে ঝাড়খণ্ড, ৬২.১৬ শতাংশ।

কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে প্রকাশ্যে বিবাদ, ভূমিকা নিয়ে অসন্তোষ খোদ বিজেপি প্রার্থীদের!

Related News

Health

করোনার পর বাড়ছে মাঙ্কি ফিভারের দাপট, এই রোগের উপসর্গ কী? সতর্ক হন এখনই

করোনার পর বাড়ছে মাঙ্কি ফিভারের দাপট, এই রোগের উপসর্গ কী? সতর্ক...

চিকিৎসকদের মতে, বাঁদরের কামড় থেকেই মাঙ্কি ভাইরাসের সংক্রমণ ছড়ায়। এক্ষেত্রে সরাসরি বাঁদরের কামড় খেলে কিংবা বাঁদরের কামড় বসানো ফল খেলেও এই রোগে সংক্রমিত হয়।
আমার তৈরি সিস্টেম আজও কার্যকর হল না কেন? রেলকে প্রশ্ন করে উত্তরবঙ্গে রওনা দিলেন মমতা

আমার তৈরি সিস্টেম আজও কার্যকর হল না কেন? রেলকে প্রশ্ন করে উত্তরবঙ্গে রওনা দিলেন...

রেল সূত্রে খবর, সিগন্যালিং সিস্টেমে সমস্যার কারণেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির সংঘর্ষ হয়। সিগন্যাল ফেল করেই মালগাড়িটি ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পার্সেল ভ্যান মালগাড়ির ইঞ্জিনের ছাদে উঠে যায়। পিছনের কামরাটি দুমড়ে মুচড়ে যায়।

শাহরুখের পর এবার জুটি বাঁধছেন অ্য়াটলি-সলমন, হিট হবে ভাইজানের পরের ছবি?

এমনিতেই সলমনের একটা বিগ হিট দরকার। অনেক আশা নিয়ে টাইগার থ্রি তৈরি করেছিলেন তিনি। তবে মারকাটারি সেই ছবি, বক্স অফিসে তেমন ব্যবসা দিতে পারেনি।এবার দেখার যে যদি এই জুটি একসাথে কাজ করে তা হলে সলমনের ভাগ্যে আরও একটা বিগ হিট থাকে কিনা।
পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্স, অধিনায়কত্ব নিয়ে বিস্ফোরক বাবর

পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্স, অধিনায়কত্ব নিয়ে বিস্ফোরক বাবর

বাকি আলোচনা দেশে গিয়েই হবে। তবে অধিনায়কত্ব যদি ছাড়তেই হয়, সেটা আমি সবার সামনেই জানাব। কারওর কাছে কিছু লুকোব না। সবকিছু প্রকাশ্যে হবে। কিন্তু এ নিয়ে আপাতত আমার কোনও মাথাব্যথা নেই। যা সিদ্ধান্ত নেওয়ার পিসিবি নেবে’।
রেল দুর্ঘটনার কারণ মোদি সরকারের অব্যবস্থা, কাঞ্চনজঙ্ঘা অ্যাক্সিডেন্ট প্রসঙ্গে বললেন রাহুল

রেল দুর্ঘটনার কারণ মোদি সরকারের অব্যবস্থা, কাঞ্চনজঙ্ঘা অ্যাক্সিডেন্ট প্রসঙ্গে বললেন রাহুল

এদিন এই দুর্ঘটনার দায় মোদি সরকারের কাঁধেই ঠেললেন তিনি। রাহুলের কথায়, “গত ১০ বছরে বেড়েছে রেল দুর্ঘটনা। কারণ মোদি সরকারের অব্যবস্থা। মোদি সরকারের দোষেই প্রাণ হারাচ্ছে আমজনতা।”
বিধানসভা উপনির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, পদ্ম-প্রতীকে লড়বেন কারা?

বিধানসভা উপনির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, পদ্ম-প্রতীকে লড়বেন কারা?

আগামী ১০ জুলাই রাজ্যের চার কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। কেন্দ্র চারটি হল, নদীয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগনার বাগদা, কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ।

Lifestyle and More...