Anubrata Mondal: অনুব্রতর প্রভাবে সায়গলের কাজের প্রমাণ নেই, রাজ্য সরকারের যোগে হেফাজতে নিতে মরিয়া সিবিআই

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ গরু পাচার মামলায় হেফাজতে থাকা কেষ্ট তদন্তে অসহযোগিতা করছেন। আদালতেও এদিন সেবিষয়ে উল্লেখ করলেন সিবিআইয়ের আইনজীবী। সিবিআইয়ের আইনজীবীর তরফে এদিন জানানো হয়েছে, অনুব্রতের প্রভাবে সায়গলের কাজের প্রমাণ নেই। একইসঙ্গে শারীরিক অসুস্থতার কথা মাথায় রেখে জামিনের আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুনঃ Sourav Ganguly: শুধু পাকিস্তান নয়, জিততে হবে এশিয়া কাপ, বার্তা বোর্ড সভাপতির

এদিন আদালতের কাছে অনুব্রত মণ্ডল বলেন, শরীর বরাবর অসুস্থ। কাল জ্বর ছিল। কাশি। চিকিৎসকরা সঠিকভাবে দেখভাল করছেন কি না সেবিষয়ে জিজ্ঞাসা করতেই অনুব্রতের জবাব, ওষুধ খাচ্ছি। শুনে বিচারক বলেন, অসুবিধা হলে চিকিৎসককে বলতে দ্বিধা বোধ করবেন না। সায় দেন অনুব্রত। তবে শুরু থেকেই যে অনুব্রত তদন্তে সহযোগিতা করছেন না সেই অভিযোগ একাধিকবার তোলা হয়েছিল সিবিআইয়ের তরফে।

অনুব্রতর প্রভাবে সায়গলের কাজের প্রমাণ নেই, হেফাজতে নিতে মরিয়া সিবিআই 
অনুব্রতর প্রভাবে সায়গলের কাজের প্রমাণ নেই, হেফাজতে নিতে মরিয়া সিবিআই

শনিবার সিজিও কমপ্লেক্স থেকে অনুব্রত মণ্ডল বের হওয়ার সময় বলেন তিনি তদন্তে ১০০ শতাংশ সহযোগিতা করছেন। কিন্তু আদালতে পুরো উল্টো অভিযোগ তুললেন সিবিআইয়ের আইনজীবী। সিবিআইয়ের যুক্তির পাল্টা অভিযোগ তুলে অনুব্রতর আইনজীবী বলেন,বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করার কথা জানানো হয়েছিল। তখন কোনও জবাব দেয়নি সিবিআই। পরের দিন আবার নোটিস পাঠানো হয়। এতেই সিবিআইয়ের স্বচ্ছতা নষ্ট হয়েছে। ১৪ দিনের বিশ্রামের কথা মেডিক্যাল রিপোর্ট সহকারে দেওয়া হয়। সিবিআই কী ব্যবহার করেছে সেটা দেখা উচিত। অনুব্রত পালিয়েও যাননি, গা-ঢাকাও দেননি।

অনুব্রতর প্রভাবে সায়গলের কাজের প্রমাণ নেই, হেফাজতে নিতে মরিয়া সিবিআই 

অনুব্রতর প্রভাবে সায়গলের কাজের প্রমাণ নেই, হেফাজতে নিতে মরিয়া সিবিআই 
অনুব্রতর প্রভাবে সায়গলের কাজের প্রমাণ নেই, হেফাজতে নিতে মরিয়া সিবিআই

এমনকি তাঁর প্রভাবে সায়গল হোসেন কাজ করেছেন এর প্রমাণও নেই। এরপরেই সিবিআইয়ের আইনজীবী বলেন, বিরাট অঙ্কের টাকা অনুব্রত মণ্ডল এবং তাঁর পরিবারের অ্যাকাউন্ট থেকে লেনদেন হয়েছে। উনি প্রভাবশালী। ওঁর সঙ্গে রাজ্য সরকারের যোগসূত্র রয়েছে। ভুয়ো প্রেসক্রিপশন লিখতে চিকিৎসকদের হুমকি দেওয়া হয়েছে। ওঁর দেহরক্ষী মধ্যস্থতাকারী। এটা কোনও একার ব্যবসা নয়। একটা চক্র।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
সন্ধ্যের পরেই ঝেঁপে নামবে বৃষ্টি, ভ্যাপসা গরমের মধ্যে স্বস্তির খবর দিল হাওয়া অফিস

সন্ধ্যের পরেই ঝেঁপে নামবে বৃষ্টি, ভ্যাপসা গরমের মধ্যে স্বস্তির খবর দিল হাওয়া অফিস

বৈশাখের শেষলগ্নে কয়েকদিন বৃষ্টিতে যেন প্রাণ জুড়িয়েছিল সকলেরই। জৈষ্ঠ্য আসতেই আবার ফুল ফর্মে সূর্য্যিমামা। তীব্র গরমে নাজেহাল আট থেকে আশি। এই ভ্যাপসা গরমের মধ্যেই স্বস্তির খবর দিল হাওয়া অফিস।
হারিয়ে বদলা নেব, জেল থেকে বেরিয়েই চ্যালেঞ্জ সন্দেশখালির মাম্পির

হারিয়ে বদলা নেব, জেল থেকে বেরিয়েই চ্যালেঞ্জ সন্দেশখালির মাম্পির

সাদা কাগজে মহিলাদের দিয়ে সই করিয়ে ধর্ষণ-শ্লীলতাহানির মতো গুরুতর যৌন হেনস্থার অভিযোগ দায়ের করার নেপথ্যে সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি ওরফে পিয়ালি দাসের ভূমিকা ছিল, এই অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।
বিয়ে করছেন বনি-কৌশানী! প্রস্তুতি চলছে পুরোদমে

বিয়ে করছেন বনি-কৌশানী! প্রস্তুতি চলছে পুরোদমে

উল্লেখ্য, এর আগে টলিপাড়া থেকে একমাত্র নুসরত জাহানই তুরস্কে গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং করেছিলেন। আর ফিরে তারকাবন্ধুদের জন্য একটা রিসেপশনের আয়োজন করেছিলেন। যদিও নিখিল জৈনের সঙ্গে সেই বিয়ে টেকেনি!
ভুল করলে দু'টো থাপ্পড় মারবেন, আরামবাগকে 'অধিকার' দিলেন মমতা

ভুল করলে দু’টো থাপ্পড় মারবেন, আরামবাগকে ‘অধিকার’ দিলেন মমতা

ইতিমধ্যেই বাংলায় চতুর্থ দফায় নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী ২০ তারিখ আরামবাগে ভোটগ্রহণ। শেষলগ্নে সেই কেন্দ্রের গোঘাটে জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিনের সভা থেকে তৃণমূল সুপ্রিমো সাফ বললেন, আমরা যদি ভুল করে থাকি তাহলে দু'টো থাপ্পড় মারুন, আপনাদের সেই অধিকার আছে।
গলায় মালা পরিয়ে গালে ঠাটিয়ে চড়! কী প্রতিক্রিয়া দলেন কানহাইয়া?

গলায় মালা পরিয়ে গালে ঠাটিয়ে চড়! কী প্রতিক্রিয়া দিলেন কানহাইয়া?

দিল্লি উত্তর-পূর্ব কেন্দ্র থেকে চলতি লোকসভা নির্বাচনে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে কানহাইয়া কুমারকে। আর শনিবার প্রচারে বেরিয়ে 'চড়' খেলেন তিনি। গলায় মালা পরিয়ে ঠাটিয়ে চড় মারা হল এককালের বাম যুব নেতাকে।

Lifestyle and More...